বায়োকেমিক রেপার্টরী
ডাঃ আবু হোসেন সরকার।
কাশি তরুণ—ফেরাম ফস, কেলিমিউর।
কাশি বৈকালে—কেলি সালফ ।
কাশি সকালে—নেট্রাম সালফ ।
কাশি শুইয়া থাকিলে উপশম—ক্যালকেরিয়া ফস ।
কাশি ঘং ঘং শব্দ—কেলি মিউর ।
কাশি পুরাতন এবং ক্ষয় জাতীয়—ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া।
কাশি ঘুংড়ি—কেলি মিউর ।
কাশি শুষ্ক—ফেরামফস, ম্যাগনেসিয়া ফস, নেট্রামমিউর ।
কাশি শব্দকারী—কেলি মিউর।
কাশি বেদনাযুক্ত—ফেরাম ফস।
কাশি হুপিং–ফেরাম ফস, ম্যাগনেসিয়া ফস, কেলি সালফ, কেলি ফস।
কাশি শিরঃ পীড়াসহ—নেট্রাম মিউর ।
কাশি নৈশঘর্ম সহ—সাইলিসিয়া ।
কাশি সহ প্রস্রাব—ফেরাম ফস, নেট্রাম মিউর।
স্বরভঙ্গ—ফেরামফস, নেট্রাম মিউর, কেলি ফস, কেলি সালফ ।
স্বরভঙ্গ বর্ষাকালে—নেট্রাম সালফ ।
গুহ্যদ্বারে ভগন্দর তৎসহ কাশি—ক্যালকেরিয়া ফস, সাইলিসিয়া ।
পড়িয়া গিয়া বুক হইতে রক্ত পড়া—ফেরাম ফস।
বক্তৃতা বা গানের পর স্বর ভঙ্গ—ফেরাম ফস।
লেরিন্ জাইটিস—ফেরাম ফস, কেলি মিউর, নেট্রাম মিউর।
ফুসফুসের শোথ—নেট্রাম মিউর, কেলিফস ।
পুরিসি –ফেরাম ফস, নেট্রাম মিউর, সাইলিসিয়া, কেলি মিউর ।
নিউমোনিয়া—ফেরামফস, কেলি মিউর, ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া।
ক্ষয়কাশি তৎসহ নৈশ ঘর্ম—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস ।
কাশির সময় অসাড়ে প্রস্রাব — ফেরাম ফস, নেট্রাম মিউর।
শিশুদের শ্বাসরুদ্ধ কাশি—ক্যালকেরিয়া ফস ।
গয়ার সরের ন্যায়—নেট্রাম ফস ।
গয়ার দুর্গন্ধযুক্ত—কেলিফস । তরল—নেট্রামমিউর ।
গয়ার শ্লেষ্মামিশ্রিত—ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস।
গয়ার পূঁজ মিশ্রিত—নেট্রাম সালফ, ক্যালকেরিয়া সালফ, সাইলিসিয়া ।
গয়ার দড়ির ন্যায়—নেট্রাম সালফ ।
গয়ার লবণাক্ত—কেলিফস ।
গয়ার চটচটে—কেলি সালফ ।
গয়ার খুব কষ্ট করিয়া তুলিতে হয়—নেট্রামমিউর, ক্যালকেরিয়া ফস ।
ব্রংকাইটিস গয়ার প্রচুর—সাইলেসিয়া, কেলিসালফ ।
ব্রংকাইটিস পুরাতন—নেট্রামমিউর, সাইলিসিয়া ।
শ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুত এবং চাপবোধ—ফেরামফস ক্যালকেরিয়া ফ্লোর।
ফুসফুসের স্ফোটক—সাইলিসিয়া ।
হাঁপানীর আক্রমণে রাত্রে নিদ্রাভঙ্গ—নেট্রাম সালফ ।
হাঁপানীর তৎসহ ব্রংকাইটিস—কেলি সালফ, কেলি মিউর ।
হাঁপানী গ্রীষ্মকালে বৃদ্ধি—কেলি সালফ ।
হাঁপানী শিশুদের—নেট্রাম সালফ ।
হাঁপানী খাইলেই বৃদ্ধি—কেলি ফস ।
হাঁপানী স্নায়বিক দুর্বল ব্যক্তির—ম্যাগনেসিয়া ফস।
হাঁপানী পেট ফাঁপা—ম্যাগনেসিয়া ফস ।
হাঁপানী পাকযন্ত্রের গণ্ডগোল—–কেলি মিউর, নেট্রাম সালফ ।
হাঁপানী জলের মত শ্লেষ্মা স্রাব—নেট্রাম মিউর ।
হাঁপানী আর্দ্র ঋতুতে বৃদ্ধি—নেট্রাম সালফ ।
ঠাণ্ডা পানীয় পানের পর কাশি—সাইলিসিয়া ।
ঘড় ঘড় শব্দ বিশেষ করিয়া বুকে—সাইলিসিয়া ।
ষ্ট্যার্নমের পশ্চাতে গুর গুর করা—নেট্রামমিউর ।
ল্যারিংসে শুড় শুরড়করে—ক্যালকেরিয়া ফ্লোর ।
ট্রেকিয়াতে শুড় শুড় করে—ফেরাম ফস, কেলি ফস, সাইলিসিয়া ।
খক খক্ করিয়া কাশি—ক্যালকেরিয়া ফ্লোর।
কাশির সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব—ক্যালকেরিয়া সালফ ।
বুকে কাশ জমিয়া ঘড় ঘড় শব্দ হয়—নেট্রাম সালফ, কেলি সালফ ।
ভাল ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না—ফেরাম ফস, কেলি ফস ।
ফুসফুসের প্রদাহ—ফেরাম ফস।
ষ্ট্যার্নমের উপরে ব্যথা—ক্যালকেরিয়া ফস।
শ্বাসনালী যেন অবরুদ্ধ হইয়া আসে—ম্যাগনেসিয়া ফস ।
গ্লটিসের প্রদাহ—ক্যালকেরিয়া ফস।
ফ্যারিংসের দুর্বলতা বা অবসন্নতা—কেলি সালফ ।
বুকে জ্বালাপোড়ার ন্যায় বেদনা—ফেরাম ফস।
অতি সাধারণ কারণেই সর্দি কাশি হয়—ফেরাম ফস, নেট্রাম মিউর।
বুকে যন্ত্রণা তৎসহ পায়ের ঠাণ্ডা ভাব—ক্যালকেরিয়া ফস ।
ফুসফুসে শ্লেষ্মা জমে থাকা—ফেরাম ফস।
নূতন বা সাধারণ কাশি—কেলি মিউর, ফেরাম ফস।
কুকুরের ঘেউ ঘেউ শব্দের ন্যায় কাশি—কেলি মিউর।
কাশির সঙ্গে মাথার যন্ত্রণা—নেট্রাম মিউর।
শুষ্ক কাশি—ফেরাম ফস, ম্যাগনেসিয়া ফস, নেট্রাম মিউর।
বুকের আড়ষ্ট ভাব এবং নিঃশ্বাসে বৃদ্ধি পায়—নেট্রাম ফস ।
মাঝে মাঝে কাশি হয়—নেট্রাম মিউর।
শুইয়া থাকলে কাশির উদ্রেক হয়—ম্যাগনেসিয়া ফস, সাইলিসিয়া ।
আরক্ত জ্বর সহ কাশি—কেলি ফস, নেট্রাম মিউর ।
ঠাণ্ডা লাগিয়া কাশি এবং স্বর ভঙ্গ—কেলি সালফ, কেলি মিউর ।
কাশি এবং তা সহ পাঁজরে ব্যথা—নেট্রাম ফস ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।