সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

মানসিক রোগ ও চিকিৎসা

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

  • মানসিক রোগ ও যৌন চিকিৎসা

মানসিক রোগ চিকিৎসা

  • সমস্যা : রোগীর কোনো প্রকার বেদনা-যন্ত্রণা নেই, অথচ সে ছটফট করে।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ প্রাতে সেব্য। • সমস্যা : রোগী মনে মনে কাঁদে।

সমাধান ঃ রোগীকে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

সমস্যা : রোগী কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না ।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে ককুলাস ইণ্ডিকা ৩০। প্রত্যহ রাত্রে শোবার আগে।

  • সমস্যা : মানসিক অস্থিরতা, ছটফটানি।

সমাধান ঃ রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে বা রাত্রে সেব্য।

  • সমস্যা : কোনো কিছু নিতে বললে তা নিতে ভয় করে।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। প্রাতে সেব্য। • সমস্যা : রোগী একটুতেই ক্রুদ্ধ হয়।

সমাধান : রোগীকে সেবন করতে দিন ককুলাস ইণ্ডিকা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা ঃ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন সন্দেহ।

সমাধান : এমন ক্ষেত্রে সেবন করতে দিন হায়োসিয়ামস ৬। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা : গভীর দুঃখ নীরবে সহ্য করে।

সমাধান : এমন ক্ষেত্রে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ৩০। রাত্রে সেব্য। • সমস্যা : ছটফটানি, মানসিক অস্থিরতা।

সমাধান : রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ প্রাতে সেব্য। • সমস্যা : রোগীর স্মরণশক্তি হ্রাস পায় ৷

সমাধান : রোগীকে সেবন করাতে হবে এনাকার্ডিয়াম ওরিয়েন্ট ২০০। প্রতিদিন রাত্রে সেব্য ।

 

b

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমস্যা : রোগী অস্থির, উত্তেজিত।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ফেরম-মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর মৃত্যুভয় থাকে, ছটফটানি।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা : রোগী মৃত্যুর দিন ধার্য করে বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রাগী, খিটখিটে ও খুঁতখুঁতে শিশু।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম ক্রুড ৩০। প্রত্যহ রাত্রে সেব্য ।

সমস্যা : শিশু মায়ের কোল ছাড়তে চায় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম-টার্ট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : কম বয়সী ব্যক্তিকে অধিক বয়সের বলে মনে হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ ২ বেলা সেব্য।

  • সমস্যা : মনমরা শিশু। কেউ তার দিকে তাকালে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এন্টিম-ক্রুড ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : শিশুর গায়ে হাত দিলে কাঁদে, বিরক্ত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এন্টিম-টার্ট ৩০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর গীতবাদ্যে কান্না পায়।

সমাধান ঃ রোগীকে সেবন করাতে হবে গ্র্যাফাইটিস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে।

  • সমস্যা : রোগী একটুতেই উত্তেজিত ও বিরক্ত হয়; কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন কোনিয়ম ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী সব সময় নিজের পীড়ার কথা ও অবস্থার কথা বলে। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। প্রত্যহ

রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী প্রশ্নের উপর প্রশ্ন করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ৩০। প্রত্যহ রাত্রে

সেব্য।

  • সমস্যা : রোগী নিজের মৃত্যু কামনা করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

সমস্যা : রোগী কথাবার্তা বলার জন্য কাছে একজন লোক চায়—একা থাকতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : সদাই বিমর্ষ, নিজের মৃত্যুর বিষয়ে ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে গ্র্যাফাইটিস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী একলা থাকতে পারে না—অথচ কারো সঙ্গে কথাও বলতে চায় না।

সমাধান : এই সমস্যায় রোগীকে সেবন করতে দিন ভেরেট্রম-এলবাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ক্রমাগত একটার পর একটা চিন্তার উদয় হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ম্যানসিনেলা ৬। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : কোনো বিষয়ে ঠিক কথা বলতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ডলকামারা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : সর্বদাই বিষাদিত, উদাসীন, আত্মহত্যার ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন রাস-টক্স ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

 

১০

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : কোনো গোলযোগপূর্ণ বা লোক-সমাকীর্ণ জায়গায় যেতে ভয়। সমাধান : এমন ক্ষেত্রে সেবন করতে দিন একোনাইট ন্যাপ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : নিজের জিনিসপত্র ফেলে দেয়—এজন্য কোনো রকম মানসিক কষ্ট পায় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : বিষ সেবন করে প্রাণ হারানোর ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন হায়োসিয়ামস ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগীর স্বভাব প্রতিহিংসাপূর্ণ, নীরবে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ন্যাট্রম-মিউর ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : ভবিষ্যৎ ঘটনা ও মৃত্যুর জন্য ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যালকেরিয়া-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : প্রতিহিংসার সঙ্গে রাগ ও খিটখিটে স্বভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কলোসিন্থ ২০০। প্রত্যহ রাত্রে

সেব্য ।

  • সমস্যা : উন্মাদ অবস্থার আরম্ভ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্রোকাস ৬। প্রতিদিন সকালে সেব্য।

  • সমস্যা : নিজের উপর বিশ্বাস ও আস্থাহীনতা; সে ভাবে অন্যেও তার প্রতি ঐ রকম ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী নীরবে কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন মার্ক-সল ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : বাহ্যিক ও মানসিক চাঞ্চল্য।

১১

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৬। প্রত্যহ সকালে ও

রাত্রে সেব্য।

  • সমস্যা : অত্যন্ত দুঃখ ও ব্যাকুল স্বভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৬। প্রত্যহ প্রাতে

সেব্য।

  • সমস্যা : রোগী নিজেকে নিজে ভয় করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : মানসিক উত্তেজনা, তারপর মাথার যন্ত্রণা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কোকা ৬। প্রত্যহ রাত্রে সেব্য। • সমস্যা : অতিরিক্ত মানসিক পরিশ্রমে ভয়ানক নিদ্রালুতা। শুতে ভয় পায়। সমাধান : এই উপসর্গে সেরন করাতে হবে নন্স-মস্কেটা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : বজ্রপাত ও মেঘ গর্জনের শব্দে ভয়ে কেঁপে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে মরফিণ ৬। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : অন্যের অনিষ্ট করার ইচ্ছা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর মানসিক দুঃখ, কেঁদে ফেলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর অস্থিরতা, অত্যন্ত গরমে অস্থির হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : নীরবে কাঁদে, বার বার মনে হয় সে একা-একা আছে। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোৰিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

 

১২

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : উদ্দেশ্যহীনভাবে একদৃষ্টে তাকিয়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ইগ্নেসিয়া ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : মন কখনো আনন্দে আবার কখনো দুঃখে পূর্ণ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন অরাম মেট ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী বিপদের আশঙ্কা করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ম্যাগ্নেসিয়া-মিউর ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : মৃত্যুভয়, ভূতের ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : আনন্দের খবর পেয়ে শীতানুভূতি ।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে জেলসিমিয়াম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

সমস্যা : রোগী মনে করে তার সাংঘাতিক পীড়া হবে—যা চিকিৎসায় আরোগ্য হবার নয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন লিলিয়াম টিগ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ভবিষ্যৎ বিষয়ে ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ডালকামারা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগীর মধ্যে অবিশ্বাস ও সন্দেহপ্রবণতা দেখা দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৬। প্রত্যহ সকালে সেব্য।

  • সমস্যা : উন্মত্ত হওয়ার ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য ক্লোরিন ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য। সমস্যা : কষ্ট সহ্য করতে পারবে না এমন ধরনের ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলচিকম ৩০। প্রত্যহ প্রাতে ও. রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী ভয় উৎপাদক প্রতিমূর্তি দেখে।

১৩

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফসফরাস ৬। প্রত্যহ প্রাতে

জলের সঙ্গে মিশিয়ে সেব্য।

সমস্যা : স্বদেশে ভালো লাগে না—বিদেশে চলে যাবার ইচ্ছা। সমাধানঃ এই উপসর্গের উপযোগী ওষুধ মার্ক-সল ২০০। প্রত্যহ রাত্রে সেব্য। • সমস্যা : চোর বা সামান্য তুচ্ছ বিষয়ে ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য ইগ্নেসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে

সেব্য।

  • সমস্যা : বিষ খেয়ে মরার ভয়।

সমাধান : এমন উপসর্গে প্রযোজ্য ওষুধ ড্রসেরা ২০০। প্রত্যহ প্রাতে সেব্য। • সমস্যা : আনন্দে হাসে, কাঁদে, স্তম্ভিত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

সমস্যা : কোনো কাজ ভালো করে করতে না পারার ভয়।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য কার্বো-ভেজ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : নৈরাশ্যপূর্ণ। কারো সঙ্গে কথা বলতে চায় না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কষ্টিকাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ক্ষুধা, মন্দাগ্নি, ব্যাকুলতা।

সমাধান : এই উপসর্গের প্রযোজ্য মার্ক-সল ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ভয়ের কারণে কোনো অসুখের উৎপত্তি।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : কাল্পনিক অনিষ্টের ভয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যান্থারিস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগীকে কোনোভাবে শান্ত করা যায় না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কার্বো এনিমেলিস ৩০। প্রত্যহ

রাত্রে সেব্য।

 

 

১৪

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : পাগল হওয়ার ভয়, কোনো জন্তু কামড়ানোর ভয়।

সমাধান : এমন উপসর্গে স্ট্যামোনিয়াম ৩০ প্রয়োগ করতে হবে। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা : নিজের কাজকর্ম করতে নিজেই রেগে যায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না; ক্রন্দনশীল ও ব্যাকুল স্বভাবের রোগী।

সমাধান : এমন উপসর্গের উপযোগী ওষুধ আর্সেনিক ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : সব সময় ঘুমাবার ইচ্ছা ।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ফসফরিক এসিড ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : যখন তাড়াতাড়ি হাঁটে তখন ভবিষ্যতের জন্য ভয় হয়। সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

সমস্যা : সবাই বাড়িতে থাকলেও বাড়ির জন্য চিন্তা ও যন্ত্রণা অনুভব। সমাধান ঃ এই উপসর্গে সেবন করানো দরকার ইউপেটোরিয়াম পাপিউরা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : সন্ধ্যাবেলায় ভূতের ভয়।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে র‍্যানানকিউলাস ৬ বা ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : প্রণয় সুখকর নয়—সন্দেহবাতিক।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ল্যাকেসিস ৬। প্রত্যহ রাত্রে সেব্য

  • সমস্যা : লেখাপড়ার কাজ বা চিন্তা করার ক্ষমতা থাকে না।

সমাধান : এমন উপসর্গে এবিস-নায়গ্রা ৩০ সেবন করাতে হবে। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : উত্তেজিত, খিটখিটে, একটুতেই চটে ওঠে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এসিড-মিউর ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : দুর্বল রোগী, অচেতন হয়ে পড়ে থাকে ও গোঙায়।

১৫

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এসিড-মিউর ২০০। প্রত্যহ

রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী নিজের আরোগ্য বিষয়ে নিরাশ হয়, সব সময় ভাবে। সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এসিড-নাইট্রিক ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।

সমস্যা : প্রথমে মানসিক দুর্বলতা, পরে শারীরিক দুর্বলতা।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এসিড-ফস ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : স্মৃতিশক্তির লোপ, কোনো বিষয়ে চিন্তা করতে পারে না। সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এসিড-ফস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রোগী ভাবে সে পাগল হয়ে পড়বে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে একটিয়া-রেসিমোসা ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রাগী ও আশাশূন্য রোগী।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ইস্কিউলাস-হিপ ৬। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : জড়বুদ্ধি শিশু, অনবরত কাঁদে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ইথুজা ৬। প্রত্যহ রাত্রে সেব্য । • সমস্যা : রোগী জ্বর-বিকারে বিড়বিড় করে বকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এগারিকাস-মস্কেরিয়াস ৩০। প্রত্যহ ৩ বার সেব্য।

  • সমস্যা : স্ত্রী-সহবাসের ইচ্ছা অল্প বা ক্ষমতাহীন।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে সালফার ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : জ্বরে আচ্ছন্নভাবের সঙ্গে ছটফটানি।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এলান্থাস ৩০। প্রত্যহ রাত্রে সেব্য।

 

১৬

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী মাটি, কয়লা প্রভৃতি অখাদ্য খায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এনিউমিনা ২০০। প্রত্যহ প্রাতে সেব্য ।

  • সমস্যা : রোগী নিজেকে ও অন্য সকলকে অবিশ্বাস করে।

সমাধান : এমন উপসর্গে এনাকার্ডিয়াম ৬ প্রয়োগে উপকার হবে।

  • সমস্যা : দূর থেকে মৃত ব্যক্তির কন্ঠস্বর শুনতে পায়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এনাকার্ডিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : গুরুতর বিষয়কে সামান্য ও সামান্য বিষয়কে গুরুতর ভাবে। সমাধান : এমন উপসর্গে এনাকার্ডিয়াম ২০০ প্রযোজ্য। প্রত্যহ রাত্রে অথবা প্রাতে সেব্য।
  • সমস্যা : রোগী হাঁটার সময় মনে করে কেউ যেন তার পিছনে পিছনে আসছে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন এনাকার্ডিয়াম ১০০০। একবার মাত্র সেব্য।

  • সমস্যা : রোগীর কফি পানের প্রবল ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে এঙ্গাষ্টিউরা ভেরা ৬ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে।

  • সমস্যা : রোগী টক দ্রব্য খেতে চায় কিন্তু সহ্য হয় না ৷

সমাধান : এমন উপসর্গে এন্টিম-ক্রুড ৪ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে

সেব্য।

  • সমস্যা : রোগী সর্বদাই পায়ে আঘাত লাগার মতো বেদনা অনুভব করে। সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে এন্টিম-সল্ফ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : রোগা, লম্বা ও উত্তেজিত স্বভাবের রোগী!

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ২০০। প্রত্যহ রাত্রে অথবা প্রাতে সেব্য।

  • সমস্যা : অবসাদ-সর্বদাই ঘুমিয়ে থাকার ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-মেট ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমস্যা : কোথাও যেতে হলে তখনই বাহ্যে পায়।

১৭

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্জেন্ট-নাইট্রিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : কিছু গিলতে গেলে গলায় কি ফুটে আছে মনে হয়।

জয় সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্জেন্ট-নাইট্রিক ৩০। ১ দিন ২ বার মাত্র সেব্য ।

  • সমস্যা : এক জায়গায় বেশীক্ষণ বসে থাকতে পারে না।

সমাধান : রোগীকে সেবন করতে দিন বিসমথ ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : মনোকষ্টের জন্য নীরবে কাঁদে—কাউকে বুঝতে দেয় না। সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সাইক্ল্যামেন ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : অস্থির, রাগী, নিজেকেও বিশ্বাস নেই।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যালকেরিয়া-সিলিকা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : নির্জনবাসে ইচ্ছা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে থুজা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য। • সমস্যা ঃ একগুঁয়ে শিশু, কিছুতেই শান্ত হয় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে সাইলিসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে।

  • সমস্যা : জীবনে অনিচ্ছা।

সমাধান : এমন উপসর্গে ফাইটোলক্কা ৬ উপকারী। প্রত্যহ ৩ বার সেব্য। • সমস্যা : একা একা থাকতে চায়।

সমাধান : এই উপসর্গে নাক্স ভম ৩০ উপকারী। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী হিংসুক, কলহপ্রিয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে নাক্স ভম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • ” সমস্যা : এক বিষয় লিখতে গিয়ে অন্য বিষয় লেখে।

সমাধান : এই উপসর্গে ল্যাক-ক্যানাইনাম ৩০ প্রযোজ্য। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

মানসিক রোগ ও যৌন চিকিৎসা–২

 

 

১৮

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : প্রকৃত কথা স্মরণ করতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন প্লাম্বাম মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী কোনো প্রকার গন্ধ সহ্য করতে পারে না।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে দিন আর্সেনিক ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ধর্ম বিষয়ে বকে, অনর্গল প্রার্থনা করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন অরাম-মেট ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : প্রেমে নিরাশ, দুঃখের কারণে পীড়া।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে অরাম মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : শিশুর কিছুই স্মরণ থাকে না, কিছু মাত্র শিখতে পারে না। সমাধান : এমন উপসর্গে ব্যারাইটা কার্ব ২০০ উপকারী। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : কেউ কাছে এলে লুকায় ।

সমাধান : এই উপসর্গে ব্যারাইটা কার্ব ৩০ উপকারী। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : একটুতেই ঠাণ্ডা লাগে, সর্দি হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : জ্বর-বিকারে মারে, কামড়ায় ৷

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : ভীত হয়, ঘুম আসে কিন্তু ঘুমাতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী চুপচাপ পড়ে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলিবোরাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমস্যা : রোগী অনবরত ছটফট করে।

১৯

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ৬ বা রাস-টক্স ৬। • সমস্যা : রোগী মাত্র দু’একটি কথা বলে ঘুমিয়ে পড়ে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্যাপটিসিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কথার উত্তর দেয় বিলম্বে ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলিবোরাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী চোখের পলক ফেলে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

  • সমস্যা : রোগী বিছানা হাতড়ায়, কি যেন খোঁজে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়েসিয়ামস ৬ বা ব্যাপটিসিয়া ৬। প্রত্যহ ৩ বার সেব্য।

  • সমস্যা : রোগী বাড়ি যেতে চায়, নিজের ব্যবসার কথা বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ব্রায়োনিয়া ২০০। প্রতিদিন সকালে সেব্য ।

  • সমস্যা : রোগী উলঙ্গ হয়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর চোখের তারা ঘোরে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে কুপ্রম-মেট ২০০। প্রতিদিন রাত্রে

সেব্য।

  • সমস্যা : রোগী ঘুমায় না—জেগে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ল্যাকেসিস ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ছটফট করে, অস্থির হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

 

২০

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী বিকট চিৎকার করে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী পরিচিত লোককে চিনতে পারে না।

সমাধান : এক্ষেত্রে রোগীকে সেবন করাতে হবে নাক্স-মস্কেটা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে।

সমাধান : এমন উপসর্গে ওপিয়াম ৬ সেবন করাতে হবে। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : স্থির থাকতে পারে না—সর্বদাই কিছু-না-কিছু করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : তাড়াতাড়ি কথার উত্তর দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে রাস-টক্স ২০০। প্রতিদিন সকালে সেব্য।

  • সমস্যা : বিলম্বে কথার উত্তর দেয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে হেলিবোরাস ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

সমস্যা : এক স্থানে বেশীক্ষণ থাকতে পারে না

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে বিসমথ ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : চঞ্চল ও উদ্বিগ্ন—একবার বসে, একবার শোয়, একবার দাঁড়ায়। সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে বিসমথ ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : শিশু ঘুমাতে ঘুমাতে হঠাৎ চিৎকার করে ওঠে ও কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর নিম্নগতিতে ভয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৩০। প্রতিদিন সকালে

ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : মাথার চুল জট পাকিয়ে যায়।

২১

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৬। প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : নার্ভাস রোগী—একটুতেই ভয় পায়।

সমাধান : এই উপসর্গে সেবন করানো দরকার বোরাক্স ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

সমস্যা : শিশু প্রতিবার প্রস্রাব ত্যাগ করার আগে কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোরাক্স ৬। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কোমরে এঁটে কাপড় পরতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বোভিষ্টা ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগীর হাত থেকে জিনিসপত্র পড়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : ঋতুর সময় ও আহারের পর বুক ধড়ফড় করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ২০০। প্রতিদিন প্রাতে খালি পেটে সেব্য ।

  • সমস্যা : রোগী তোৎলা কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখে চমকে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ব্রোমিয়াম ৩০। প্রতিদিন সকালে একবার করে সেব্য।

সমস্যা : কোনো একটা ভারী কঠিন বস্তু বুকের উপর চাপানো আছে, রোগী এমন অনুভব করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যান্ডি ৬। প্রতিদিন সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগীর শরীর যেন একটা তারের খাঁচার মধ্যে আছে, তার গুলো শরীরে চেপে বসছে।

 

 

২২

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যান্ডি ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

সমস্যা : রোগীর বুক ধড়ফড় করে—বামপাশে চেপে শুতে পারে না। দমবন্ধের মতো অবস্থা হয়।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে দিন ক্যাক্টাস-গ্র্যাণ্ডি ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : নিদ্রিত অবস্থায় দমবন্ধ হয়ে যাবার মতো হয়—তাড়াতাড়ি উঠে পড়ে দমবন্ধ হয়ে যাবার ভয়ে আর নিদ্রা যেতে চায় না—জেগে কাটায়। সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করতে হবে ক্যাডমিয়ম-সল্ফ ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : শিশু দিনরাত স্তন টানে ও বমি করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া ফস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রতিক্রিয়ার প্রবল ইচ্ছা—নিদ্রা যেতে পারে না।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যান্থারিস ৪। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : গলার মধ্যে লঙ্কা খাওয়ার মতো জ্বালা বোধ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাপসিকম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : ঘড়ি ধরে ঠিক বেলা ৩টার সময় জ্বর আসে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিড্রণ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী হাসতে হাসতে কাঁদে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-মস্কেটা ২০০। প্রতিদিন রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কাঁদতে কাঁদতে হাসে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-মস্কেটা ৬ বা ৩০। প্রতিদিন সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কুকথা বলে।

সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে ভেরেট্রম-এলবাম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

২৩

  • সমস্যা : রোগী নিজেকে উচ্চ সংসর্গে থাকার অনুপযুক্ত মনে করে। সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে থুজা ২০০। প্রত্যহ

সকালে সেব্য।

  • সমস্যা : রোগী সামান্য অনুরোধে সংকল্পচ্যুত হয়।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে পালসেটিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

শারীরিক ও মানসিক লক্ষণ

অধিকাংশ পীড়ার সঙ্গে কিছু-না-কিছু মানসিক লক্ষণ থাকে তবে সব সময় তা বোঝা যায় না। কিছু কিছু পীড়া-লক্ষণ আছে যেগুলির সঙ্গে মানসিক লক্ষণ পরোক্ষভাবে জড়িত। লক্ষণানুসারে ওষুধ সেবন করালে পীড়ার সঙ্গে মানসিক লক্ষণও দূরীভূত হবে।

  • সমস্যা : থেমে থেমে রক্ত নির্গত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাবাইনা ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ক্ষমতাহীনতা অথচ স্ত্রী সংসর্গের প্রবল ইচ্ছা।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্যালিক্স নায়গ্রা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : দু’ চোখ বন্ধ করলেই ঘাম হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্যাম্বুকাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : চিনিকে তেতো বোধ হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাঙ্গুনেরিয়া-ক্যানাডেনসিস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : আগে বা সময়ে নয়—প্রস্রাব শেষ হলেই মূত্ৰনলীতে জ্বালা। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সার্সাপ্যারিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev