সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

দুর্বলতা ও মানসিক লক্ষণ

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

দুর্বলতা ও মানসিক লক্ষণ

দুর্বলতার সঙ্গে নানারকম মানসিক লক্ষণ দেখা দেয়। চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, মনমরা ভাব প্রভৃতি। দুর্বলতায় প্রযোজ্য ওষুধ প্রয়োগে উক্ত মানসিক লক্ষণগুলিও দূরীভূত হয়।

  • সমস্যা : বেপরোয়াভাবে যৌন সম্ভোগের কারণে দুর্বলতা। মানসিক উদ্বেগ ৷ সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে চায়না ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : বার্ধক্যজনিত দুর্বলতা। রোগী হতাশায় ভোগে।

 

 

২৮

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে ব্যারাইটা কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : বহুদিনের পুরনো দুর্বলতা। হতাশা থাকে।

সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে এসিড ফস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রাত জাগার কারণে দুর্বলতা। মানসিক অশান্তি।

সমাধান : এমন সমস্যায় সেবন করতে দিন কার্বো-ভেজ ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

সমস্যা : মানসিক পরিশ্রমের কারণে দুর্বলতা। রোগী ঘেমে ওঠে।

সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে বোরাক্স ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : রক্তস্রাবের কারণে বা মাসিক ঋতুস্রাবের কারণে দুর্বলতা, মনমরা হয়ে পড়ে।

সমাধান : এমন সমস্যায় সেবন করাতে হবে নাক্স-ভম ৬ বা এসিড-ফস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : অত্যধিক কায়িক পরিশ্রমের কারণে দুর্বলতা। শরীর অবশ হয়ে পড়ে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে আর্নিকা ৬ বা একোনাইট ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : সারাক্ষণ বসে কাজ করার ফলে দুর্বলতা। একঘেয়েমি ভাব। সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে নাক্স-ভম ৬ বা সালফার ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : স্নায়ুর উত্তেজনা বশতঃ দুর্বলতা।

সমাধান : এমন সমস্যার সেবন করাতে হবে একোনাইট ৬ বা ক্যামোমিলা ৬ বা চায়না ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : লেখাপড়ার কাজে অধিক ব্যাপৃত থাকার ফলে দুর্বলতা।

সমাধান : এই উপসর্গে সেবন করানো দরকার নাক্স ভম ৩০ বা কার্বো-ভেজ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : অত্যধিক ওষুধ সেবনের ফলে দুর্বলতা। মানসিক জড়তা।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কার্বো-ভেজ ৩০ বা ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

 

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : কোনো নতুন রোগের আক্রমণে দুর্বলতা।

সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন চায়না ৩০। প্রত্যহ সকালে ও

রাত্রে সেব্য।

  • সমস্যা : মদ্যপায়ীদের দুর্বলতা।

সমাধান ঃ এই সমস্যায় সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : দুর্বলতা-সহ গোঙানি, অসহিষ্ণু ভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে ক্যামোমিলা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রক্তচাপ বৃদ্ধির কারণে দুর্বলতা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে একোনাইট ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : স্ত্রী সঙ্গমের পর দুর্বলতা, হাত-পা কাঁপে, ঘাড়ে ও মাথায় যন্ত্রণা

হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : দুর্বলতার জন্য মনে হয় যে কোনো রোগে আক্রান্ত হয়েছে। মানসিক জটিলতা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্যাফিসেগ্রিয়া ৩০। দিনে ২ বার সেব্য।

  • সমস্যা : যা খায় তা হজম না হয়ে দুর্বলতা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এসিড-পিক্রিক ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : দুর্বলতার কারণে খিটখিটে হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : অনিয়মিত ঋতুর জন্য দুর্বলতা। মেজাজ খিটখিটে হয়।

সমাধান : এই সমস্যায় সেবন করাতে হবে পালসেটিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

 

 

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : বার বার বমি হওয়ার জন্য দুর্বলতা। শরীর ঝিমিয়ে পড়ে। সমাধান : এই সমস্যায় সেবন করতে দিন ক্যাডমিয়ম-সল্‌ফ ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী একা-একা থাকতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ক্যালি-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : রোগী আত্মহত্যা করবার কথা ভাবে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে রাসটক্স ২০০। প্রত্যহ প্রাতে সেব্য।

  • সমস্যা : রোগী মৃত্যুর তারিখ প্রকাশ করে বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে টাইফোফেব্রিনাম ২০০। প্রত্যহ

রাত্রে সেব্য।

সমস্যা : সব সময় বিষাদগ্রস্ত ও উদাসীন থাকে।

সমাধান : এমন উপসর্গে রোগীকে সেবন করাতে হবে রাস-টক্স ৩০। প্রত্যহ প্রাতে ও রাত্রে সেব্য।

সমস্যা : অলস প্রকৃতির রোগী, কোনো কাজকর্ম করতে চায় না।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে কোনিয়াম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী পাগল হয়ে যাবে এমন ভয় করে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ম্যানসিনেশা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগীর মনোভাব পরিবর্তনশীল। এই একরকম আবার পরক্ষণেই অন্য রকম মনোভাব।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে পালসেটিলা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কারো সঙ্গে কথা বলতে ভালবাসে না।

সমাধান : এক্ষেত্রে সেবন করাতে হবে সালফার ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী সকলেরই দোষ দেখে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সালফার ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev