সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

এটি মানসিক বিকৃতি। জ্বর-বিকারে রোগী নানা রকম প্রলাপ বকে। আবার অনেক সময় কোনো জ্বর-বিকার না হয়েও রোগী প্রলাপ বকে। কিছু কিছু ক্ষেত্রে প্রলাপের কারণ জানা যায়, আবার অনেক সময় কিছুই বোঝা যায় না। এখন প্রলাপের চিকিৎসা-ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হচ্ছে।

  • সমস্যা : পরলোকগত আত্মীয়-স্বজন সম্বন্ধে বেশী কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

 

৫৬

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমস্যা : রোগী সব সময় বক-বক করে।

সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে রাস-টক্স ৩০ বা

বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : ঘুমন্ত অবস্থায় জোরে কথাবার্তা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে প্লাম্বাম মেট ৩০ বা ওপিয়াম

৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : কল্পনামিশ্রিত বকবকানি।

সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে স্ট্যামোনিয়াম ৩০ বা সালফার ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : ঘুমন্ত অবস্থায় ধীরে ধীরে একই কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক অ্যালবাম ৬। প্রত্যহ কালে ও রাত্রে সেব্য।

সমস্যা : একই কথা বার বার বলতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০ বা ডারিফোরা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী বিড়বিড় করে বকে— কথার কোনো অর্থ বোঝা যায় না। সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৩০ বা নাক্স ভম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : বিষয়-আশয় সম্পর্কে একই কথা ঘুরেফিরে বলে।

সমাধান : এই উপসর্গে সেব্য ব্রায়োনিয়া ৩০ বা ওপিয়ম ৩০ বা ডরিফোরা ৩। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ধর্ম বিষয়ে বা ঈশ্বর বিষয়ে থকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে পালসেটিলা ২০০ বা বেলেডোনা ২০০। প্রত্যহ সকালে সেব্য।

  • সমস্যা : রোগী সকলের কাছে ক্ষমা চায়; সকলের আশীর্বাদ প্রার্থনা করে। সমাধান : এমন উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রোগী অসংলগ্ন কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ওপিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

 

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

সমস্যা : রোগী কবিতা আবৃত্তি করতে থাকে।

৫৭

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন থিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর মধ্যে অধিক উগ্রভাব পরিলক্ষিত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে আর্সেনিক ৩০ বা বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর উগ্রভাব অধিক দেখা যায় বিকালে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন গ্রাফাইটিস ৩০ বা নাক্স-ভম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ক্ষিপ্ত হয়ে ওঠে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন আর্সেনিক ৩০ বা হায়োসিয়ামস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : অশ্লীল কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন লাইকোপোডিয়াম ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী যে কোনো মুহূর্তে হাত-পা চালিয়ে দিতে পারে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী অন্য দেশ সম্বন্ধে কথা বলে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন ক্যানাবিস-ইণ্ডিকা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী বোকার মতো বা নির্বোধের মতো ব্যবহার করে। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
  • সমস্যা : রোগী চিৎকার করে কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী দৈনন্দিন কাজকর্মে খুব ব্যতিব্যস্ত হয়ে আছে এমন মনে হয়। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ২০০ বা হায়োসিয়ামস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

 

৫৮

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগীর ক্রোধ মাত্রা ছাড়িয়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে একটিয়া-রেসিমোসা ৩০। প্রত্যহ

সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রাত্রে রোগীর ক্রোধ ভাব মাত্রা ছাড়িয়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী অন্ধ ব্যক্তির মতো হাতড়াতে থাকে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন প্লাম্বাম মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর বিকার জনিত হাসি বা আনন্দ প্রকাশ করা।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৩০ বা একোনাইট ৩০

বা বেলেডোনা ৩০ বা সালফার ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য। • সমস্যা : রোগী হাতড়ায়, নখ খোঁটে, নাক খোঁটে, মাথা চুলকায়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০ বা কোনিয়াম ৩০ বা ডালকামারা ৩০ বা জিঙ্ক-মেট ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য। • সমস্যা : রোগী মাঝরাতে আনন্দ প্রকাশ করে। এই আনন্দ ডিলিরিয়াম- জাত ৷

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ৩০ বা বেলেডোনা ৩০ বা হায়োসিয়ামস ৩০ বা থিয়া ৩০। তবে খুব ভালো কাজ হবে সিপিয়া ৩০ সেবন করালে। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য। • সমস্যা : ডিলিরিয়াম-জাত কৌতুক বা পরিহাস।

সমাধান : এই উপসর্গের উপযুক্ত ওষুধ ল্যাকটুকা ভিরোসা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী হাত মুঠো করে থাকে।

সমাধান : এক্ষেত্রে বিশেষ কার্যকরী ও সুফলদায়ক ওষুধ এট্রোপি ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী অত্যধিক আনন্দ প্রকাশ করে।

সমাধান : এই উপসর্গের উপযোগী ওষুধ বেলেডোনা ৬ বা এগারিকাস ৬ বা স্ট্র্যামোনিয়াম ৬ বা ক্যানাবিস-স্যাটাইভা ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : কখনো আনন্দিত—কখনো বিষাদিত রোগী।

৫৯

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এগারিকাস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর প্রায় অচৈতন্য অবস্থা শূন্যে কিছু ধরার চেষ্টা করে। সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : রোগী হাত নাড়তে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ রাত্রে আহারের আধঘন্টা পরে সেব্য।

  • সমস্যা : রোগী কামড়াতে চায়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০। এক্ষেত্রে হাইড্রোসিয়ানিক-এসিড ৩০ সেবন করালেও উপকার হবে। প্রত্যহ সকালে

ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী মুচকি মুচকি হাসে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। প্রত্যহ ● সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ছোরা মারতে চায়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রোগী গান গাইতে থাকে; এটি ডিলিরিয়াম-জাত উপসর্গ। সমাধান : এক্ষেত্রে সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ৩০ বা ল্যাকটুকা ভিরোসা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী কৌতুক করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ভিরেট্রাম এলবাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী দেওয়ালে ঘুসি মারে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে কোনিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগী ঘর থেকে বেরিয়ে যেতে চায়; মুখেও বেরিয়ে যাবার কথা বলে। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এগারিকাস ৬ বা বেলেডোনা ৬ বা ওপিয়াম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

৬০

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী মাঝে মাঝে নাক খুঁটতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিনা ৬ বা অরাম মেট ৬ বা জিঙ্ক- মেট ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী নাকের মধ্যে আঙুল ঢোকাতে চেষ্টা করে; এটি একটি ভিলিরিয়ামের লক্ষণ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিনা ৩০। প্রত্যহ দিনে ২ বার সেব্য।

  • সমস্যা : রোগী বলে যে সে তার বাড়িতে যেতে চায়। অথচ সে নিজের বড়িতেই আছে।

সমাধান : এমন উপসর্গে সেবন করতে দিন লাইকোপোডিয়াম ২০০। প্রত্যহ স্কালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী হঠাৎ ঝাঁকি মেরে ওঠে।

সমাধান : এক্ষেত্রে একোনাইট ৩০ সেবন করালে উপকার হবে। প্রত্যহ কালে ও রাত্রে সেব্য।

সমস্যা : রোগীর অত্যধিক জ্বর; এ অবস্থায় বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করে। সমাধান : এমন ক্ষেত্রে রোগীকে সেবন করতে দিন মর্ফিণাম ৬x। রোগীকে মাত্র ১ মাত্রা সেবন করাতে হবে।

  • সমস্যা : রোগী ঠোঁট নাড়ে, কথা বলার ভঙ্গি করে, তার কথা শোনা যায় না। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ২০০। প্রত্যহ সকালে € রাত্রে সেব্য ।
  • সমস্যা : রোগী লাফ দিয়ে জলে পড়তে চায়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ৩০ বা সিকেলি-কর ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করে।

সমাধান : এই উপসর্গে প্রযোজ্য ওষুধসমূহ—বেলেডোনা ৩০ বা ব্রায়োনিয়া ৩০ বা কলোসিন্থ ৩০ বা একোনাইট ৩০ বা ওপিয়াম ৩০। প্রত্যহ সকালে * রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী হঠাৎ দৌড় দেবার চেষ্টা করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে কোনিয়াম ৩০ বা বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

 

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী বাড়িতে যেতে চায় অথচ সে বাড়িতেই আছে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্রায়োনিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী স্বপ্ন দেখে যেন কোনো জন্তু তাকে আক্রমণ করবে বলে তেড়ে আসছে। জেগে উঠে একথা সে মনে করে বলতে পারে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো বা ক্রোধ। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : শরীর উত্তপ্ত ও সেই সঙ্গে প্রলাপ বকা লক্ষণ।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করতে দিন চিনিনম-সল্‌ফ ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগীর চোখের তারা যেন ঠেলে বেরিয়ে আসছে ও সেই সঙ্গে প্রলাপ বকা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে প্লাম্বাম-মেট ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : বিকারে চোখ আধখোলা থাকে।

সমাধান : এই অবস্থায় রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক এলবাম ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী ভুল কথাবার্তা বলতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য। • সমস্যা : রোগী বেশী বকবক করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী বিড়বিড় করে বকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী যৌন সঙ্গমের কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ সকালের রাত্রে সেব্য।

মানসিক রোগ ও যৌন চিকিৎসা–৫

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী বাড়িতে যেতে চায় অথচ সে বাড়িতেই আছে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্রায়োনিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী স্বপ্ন দেখে যেন কোনো জন্তু তাকে আক্রমণ করবে বলে তেড়ে আসছে। জেগে উঠে একথা সে মনে করে বলতে পারে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো বা ক্রোধ। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : শরীর উত্তপ্ত ও সেই সঙ্গে প্রলাপ বকা লক্ষণ।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করতে দিন চিনিনম-সল্‌ফ ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগীর চোখের তারা যেন ঠেলে বেরিয়ে আসছে ও সেই সঙ্গে প্রলাপ বকা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে প্লাম্বাম-মেট ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : বিকারে চোখ আধখোলা থাকে।

সমাধান : এই অবস্থায় রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক এলবাম ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী ভুল কথাবার্তা বলতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য। • সমস্যা : রোগী বেশী বকবক করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী বিড়বিড় করে বকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী যৌন সঙ্গমের কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ সকালের রাত্রে সেব্য।

মানসিক রোগ ও যৌন চিকিৎসা–৫

 

৬২

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী বিকারে ভয়ের কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী বিকার অবস্থায় চেতনা হারিয়ে ফেলে।

সমাধান : এই অবস্থায় সেবন করাতে হবে প্লাম্বাম মেট ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : বিকারে ভয়ের স্বপ্ন দেখে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে ওপিয়াম ৩০ বা এট্রোপিন ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : জ্বর ও জুর-জনিত ঘাম।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে থুজা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী আধ্যাত্মিক কথাবার্তা বলে, ধর্ম সম্বন্ধীয় উপদেশ দেয়, প্রার্থনা জানায়, নিজের বাড়ি থেকে চলে যেতে চায়, চোখ থাকে আধবোজা অবস্থায়।

:

সমাধান : এই অবস্থায় রোগীকে সেবন করতে দিন ভিরেট্রাম এলবাম ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : প্রলাপ অবস্থা কেটে গেলে আগের কথা আর মনে পড়ে না, রোগী সুস্থ।

সমাধান : এই অবস্থায় সেবন করাতে হবে স্ট্র্যামোনিয়াম ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

1550 DIF & FORK PRP 1995

  • সমস্যা : রাতে ব্যথা-বেদনা বাড়ে ও রোগী ভুল বকে।

সমাধান : এই অবস্থায় সেবন করতে দিন ডালকামারা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী খুব উগ্র হয়ে ওঠে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন প্লাম্বাম মেট ৩০। প্রত্যহ সকালে

ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী অস্থির হয়ে ওঠে, বিছানা থেকে লাফিয়ে নামতে চায়। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হায়োসিয়ামস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রাত্রে ভুল বকার বৃদ্ধি ঘটে।

৬৩

সমাধান : এই অবস্থায় সেবন করাতে হবে ব্রায়োনিয়া ৩০ বা ডিজিটেলিস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : ভুল বকার বৃদ্ধি দিনে বা রাত্রে।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করাতে হবে ব্রায়োনিয়া ৬ বা ডিজিটেলিস ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী বিকারের ঘোরে চেঁচামেচি করে ও পালাতে চায়। সমাধান : এই উপসর্গে রোগীকে সেবন করাতে হবে ভিরেটাম এলবাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : রাত্রে সামান্য জ্বর কিন্তু রোগী প্রলাপ বকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে সালফার ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : গভীর রাত্রে সামান্য জ্বর অবস্থায় রোগী প্রলাপ বকে।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করতে দিন থুজা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী মেঝেতে গড়াগড়ি দেয় ।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী ঝগড়া করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে এগারিকাস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

সমস্যা : জ্বর ও তৎসহ মাথাটা গরম।

সমাধান : এই উপসর্গে বেলেডোনা ৬ বা ব্রায়োনিয়া ৬ সেবন করতে দিন। ৩ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী শরীর দোলাতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : জ্বর, রোগী খুব অস্থিরতা বোধ করে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে একোনাইট ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

 

৬৪

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : জ্বর, রোগী খুব শান্ত ও নম্র।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন প্লাম্বাম মেট ৬ বা ট্যাবেকম ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগীর মধ্যে মারামারি করার স্পৃহা পরিলক্ষিত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : ঘাম হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ইথুজা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর মধ্যে খামখেয়ালীভাব দেখা দেয়।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

সমস্যা : টাইফয়েডের রোগী, প্রলাপ বকে।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করাতে হবে এট্রোপিনাম ৬। ৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী দিনে ভুল বকে না, কেবলমাত্র রাত্রে বকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে হবে বেলেডোনা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী নীরব হয়ে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এগারিকাস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগীর উন্মাদের মতো অবস্থা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ২০০। প্রত্যহ রাত্রে সেব্য।

সমস্যা : রোগী অন্যায় আবদার করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাম্ফর ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগী অসংলগ্ন কথাবার্তা বলে। মনে হয় যেন সে স্বপ্নের মধ্যে কথা বলছে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৩০। প্রত্যহ সকালে

ও রাত্রে সেব্য ।

 

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

  • সমস্যা : রোগী বাড়িতে যেতে চায় অথচ সে বাড়িতেই আছে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্রায়োনিয়া ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী স্বপ্ন দেখে যেন কোনো জন্তু তাকে আক্রমণ করবে বলে তেড়ে আসছে। জেগে উঠে একথা সে মনে করে বলতে পারে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ওপিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

  • সমস্যা : রোগীর কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো বা ক্রোধ। সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন একোনাইট ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
  • সমস্যা : শরীর উত্তপ্ত ও সেই সঙ্গে প্রলাপ বকা লক্ষণ।

সমাধান ঃ এই উপসর্গে সেবন করতে দিন চিনিনম-সল্‌ফ ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগীর চোখের তারা যেন ঠেলে বেরিয়ে আসছে ও সেই সঙ্গে প্রলাপ বকা।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে প্লাম্বাম-মেট ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : বিকারে চোখ আধখোলা থাকে।

সমাধান : এই অবস্থায় রোগীকে সেবন করাতে হবে আর্সেনিক এলবাম ৬। ৩/৪ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী ভুল কথাবার্তা বলতে থাকে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স ভম ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য। • সমস্যা : রোগী বেশী বকবক করে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্ট্র্যামোনিয়াম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

  • সমস্যা : রোগী বিড়বিড় করে বকে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে হায়োসিয়ামস ৬। ৩ ঘন্টা অন্তর সেব্য।

  • সমস্যা : রোগী যৌন সঙ্গমের কথা বলে।

সমাধান : এই উপসর্গে সেবন করাতে হবে বেলেডোনা ২০০। প্রত্যহ সকালের রাত্রে সেব্য।

মানসিক রোগ ও যৌন চিকিৎসা–৫


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev