সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

গলার পীড়া

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

গলার পীড়া

উপসর্গ

গলায় বেদনা, টাটানি ভাব, জ্বালাবোধ

গলায় লঙ্কা খাওয়ার মতো জ্বালা, কিছু খেলেই জ্বালা করে পাকস্থলী থেকে গরম গ্যাস গলায় উঠে আসে—গলা জ্বালা করে

গলায় ক্ষত, শক্ত খাদ্য গিলতে পারে না

ওষুধ ও সেবনের সময়

কস্টিকাম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যাপসিকম ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এসিড-ল্যাকটিক ৬ বা ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ব্যারাইটা-কার্ব ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

৮১

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

ওষুধ ও সেবনের সময়

গলনলীতে ক্ষত, খাদ্য গেলার সময় মনে এলিউমিনা ২০ হয় গলায় কিছু আটকে আছে

গলায় মাছের কাঁটা ফুটে আছে অনুভব

গলায় ব্যথা, টাটানি ভাব, খাদ্যাদি গেলার সময় কাঁটা বিঁধে আছে অনুভব পুরাতন গলক্ষত, ঠান্ডা বাতাস অসহ্য

আলজিভ কোলে, প্যালেটের গোড়া ফোলে—সেখানে জ্বালা করে প্রত্যেকবার ঋতুর সময় গলার ঘা

গলায় বেদনা—ঐ বেদনা কান পর্যন্ত বিস্তৃত হয়

mupple

যতবার ঢোক গেলে ততবারই মনে হয় গলায় কাটা আটকে আছে

গলনলার সংকোচন ভাব, হুল ফোটানোর মতো বেদনা

গলার গোলার মতো বস্তু আটকে আছে অনুভব

 

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) হিপার সলফার ৬ বা এসিড-নাইট্রিক ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) | আর্জেন্ট-নাইট্রিক ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) স্যাবাডিলা ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) মার্ক-কর ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ম্যাগ্নেসিয়া-কার্ব ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এসিড-নাইট্রিক ৩০ বা ফাইটোলক্কা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ইগ্নেসিয়া ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এপিস-মেল ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ল্যাকেসিস ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

গলায় ক্ষত, মুখগহ্বর লাল বর্ণের মার্ক-সল ২০০

কোনো খাদ্যবস্তু গেলার সময়

গলায় বেদনা

গলায় একটা গোলমতো বস্তু আটকে আছে মনে হয়

মানসিক রোগ ও যৌন চিকিৎসা—৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

ব্যারাইটা-মিউর ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ন্যাট্রম-আর্স ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

৮২

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

উপসর্গ

গলার ভিতরে সূঁচ ফোটানো

বেদনা ও জ্বালা

জিভের গোড়ায় একগাছি চুল আটকে আছে অনুভব

গলায় এক টুকরো কাঠ আটকে আছে মনে হয়

কোনো কিছু গিলতে গেলে বেদনা বোধ, নিঃশ্বাসে কষ্ট

গলার ভিতরে লাল বৰ্ণ, শুষ্ক কাশি, গলা ধরে

গলার ভিতরে থালর মতো ফুলে ওঠে —বাইরেও উক্তরূপ ফোলে

জিভ ফুলে সমস্ত মুখ পূর্ণ করে ফেলে

গলনলী ভয়ানক শুষ্ক, গলনলী না ভিজলে কোনো দ্রব্য গিলতে পারে না কোনো দ্রব্য গেলার সময় গলমধ্যে সূঁচ-ফোটানো বেদনা অনুভব

গলায় গোলার মতো বস্তু ঠেলে ওঠে গলনলীতে চেপে ধরার মতো বেদনা, শ্বাসবন্ধের মতো অবস্থা হয় গলায় ঠান্ডা লাগে, টনসিল বাড়ে

গলনলীর সংকোচন বশতঃ কোনো তরল পদার্থ গিলতে পারে না

ওষুধ ও সেবনের সময়

এপিস-মেল ৩০ বা এসিড-নাইট্রিক ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

ক্যালি বাইক্রোম ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এসিড-নাইট্রিক ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এন্টিপাইরিণ ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এলাস্থাস ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এপিস-মেল ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ক্যাজুপুটাম ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) গুয়েকাম ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) জ্যারোফাইলম ৬

6100 (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) মস্কাস ৬

(প্রত্যহ সকালে, দুপুর ও রাত্রে সেব্য)

এলিউমেন ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) হায়োসিয়ামস ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

অন্ননলীপথ সরু হয়ে যায়, আহার্য- বস্তু আটকায়

দু’পাশের টনসিল ফোলে, লালবর্ণ হয়, সাদা প্রলেপ পড়ে, জিভের গোড়ায় বেদনা, কোনো দ্রব্য পানাহার করতে পারে না, লালা ঝরে পড়ে, বেদনা ক্রমশঃ কান পর্যন্ত বিস্তৃত হয়

গলনলী সংকুচিত ও শুষ্ক, জিভে রস থাকে না, সমস্ত খাদ্য জল-সহ খায় ঋতুর সময় কাশি ও গলার ব্যথা

গলাটাকে যেন চেঁছে নিয়েছে এমন অনুভব

গলনলীর পীড়ার কারণে স্বরভঙ্গ

গলনলী যেন বন্ধ হয়ে থাকে, বাইরে বেদনা

গলাধঃকরণ-পেশীর পক্ষাঘাত, কথা বলতে কষ্ট বোধ হয়

ঋতুস্রাবের সঙ্গে গলায় ঘা, গলা কুটকুট করে কাশি

ওষুধ ও সেবনের সময়

কন্ডিউর‍্যাঙ্গো ৬

৮৩

প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ফাইটোলক্কা ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ক্যাক্টস-গ্রান্ডি ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ল্যাক-ক্যানাইনাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ইরিনজিরণ ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) আর্জেন্ট-আয়োড ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ল্যাকেসিস ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) কোকেন ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ল্যাক-ক্যানাইনাম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev