সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

চর্মপীড়া ও মানসিক লক্ষণ

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ
ডিলিরিয়াম বা প্রলাপ-লক্ষণ

চর্মপীড়া ও মানসিক লক্ষণ

চর্মপীড়ার সঙ্গে নানারূপ মানসিক লক্ষণ দেখা দিয়ে থাকে। কেবলমাত্র চর্মপীড়াটি আরোগ্য করা গেলেই মানসিক লক্ষণও দূর হয়। কিছু কিছু চর্মপীড়া সহজেই সেরে যায়, আবার কিছু কিছু কোনোভাবেই সারতে চায় না। রোগী বা

৮৪

মানসি রোগ ও যৌন চিকিৎসা

রোগিণীর মধ্যে তখন ভয় বা আশঙ্কার জন্ম হয়। প্রশ্ন : এ পীড়া সারবে তো? এটা কি অন্য কোনো জটিল পীড়ার পূর্ব-লক্ষণ? কেন পীড়াটি সারছে না? পীড়াটি সারা শরীরে ছড়িয়ে পড়লে কী হবে? এই সব প্রশ্ন রোগী বা রোগিণীকে বার বার উত্যক্ত করে। পীড়া নিরাময় না হওয়া পর্যন্ত এইসব মানসিক লক্ষণ থেকেই যায়।

উপসর্গ

খোস-পাঁচড়া, দাদ, নিম্নাঙ্গের একজিমা

গর্মী পীড়াগ্রস্ত ব্যক্তির চর্মে উদ্ভেদ, নখ কুঁকড়ে যায়, নখে ঘা, হাত-পা ফাটে, অন্ডকোষ ও লিঙ্গের স্থানে চুলকায়

হাত-পায়ের তলায় ও অণ্ডকোষে ভয়ানক চুলকানি

হাজা বা পাঁকুই রোগ

শীতকালে গায়ে দাদের মতো উদ্ভেদ,

অত্যন্ত চুলকায়

ঘোস, পাঁচড়া, চুলকানি

খোস-পাঁচড়া প্রতি বছর শীতকালে দেখা দেয়

খোঁস-পাচড়া—ভয়ানক চুলকায়, পুরাতন দাদ

হাতে একজিমা, শুক্লপক্ষে বাড়ে ও কৃষ্ণপক্ষে কমে যায়

ওষুধ ও সেবনের সময়

এসিড-ক্রাইসো ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) সার্সাপ্যারিলা ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

এন্টিম-সলফ্ ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এগারিকাস ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য এবং উক্ত মলম বাহ্যিক প্রযোজ্য)

এলিউমিনা ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

এচিনেসিয়া ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

এলো ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

এনথ্রাকোকার্লি ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ক্লিমেটিম ইরেক্টা ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

অন্ননলীপথ সরু হয়ে যায়, আহার্য- বস্তু আটকায়

দু’পাশের টনসিল ফোলে, লালবর্ণ হয়, সাদা প্রলেপ পড়ে, জিভের গোড়ায় বেদনা, কোনো দ্রব্য পানাহার করতে পারে না, লালা ঝরে পড়ে, বেদনা ক্রমশঃ কান পর্যন্ত বিস্তৃত হয়

গলনলী সংকুচিত ও শুষ্ক, জিভে রস থাকে না, সমস্ত খাদ্য জল-সহ খায় ঋতুর সময় কাশি ও গলার ব্যথা

গলাটাকে যেন চেঁছে নিয়েছে এমন অনুভব

গলনলীর পীড়ার কারণে স্বরভঙ্গ

গলনলী যেন বন্ধ হয়ে থাকে, বাইরে বেদনা

গলাধঃকরণ-পেশীর পক্ষাঘাত, কথা বলতে কষ্ট বোধ হয়

ঋতুস্রাবের সঙ্গে গলায় ঘা, গলা কুটকুট করে কাশি

ওষুধ ও সেবনের সময়

কন্ডিউর‍্যাঙ্গো ৬

৮৩

প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ফাইটোলক্কা ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ক্যাক্টস-গ্রান্ডি ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ল্যাক-ক্যানাইনাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ইরিনজিরণ ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) আর্জেন্ট-আয়োড ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ল্যাকেসিস ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) কোকেন ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ল্যাক-ক্যানাইনাম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

চর্মপীড়া ও মানসিক লক্ষণ

চর্মপীড়ার সঙ্গে নানারূপ মানসিক লক্ষণ দেখা দিয়ে থাকে। কেবলমাত্র চর্মপীড়াটি আরোগ্য করা গেলেই মানসিক লক্ষণও দূর হয়। কিছু কিছু চর্মপীড়া সহজেই সেরে যায়, আবার কিছু কিছু কোনোভাবেই সারতে

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

পায়ের তলা ফাটে, পায়ে কড়া

মাথায় একজিমা, মামড়ি পড়ে।

মাথার পুঁজপূর্ণ ফুস্কুড়ি, চাবড়ার মতো মামড়ি পড়ে

বুকে, পিঠে, ঘাড়ে, হাতে উদ্ভেদ বের

হয়—চুলকায়

ফোস্কার মতো উদ্ভেদ—জ্বালা ও চুলকানি

মাথার পুঁজভরা স্ফোটক

কানের পিছন দিকে একজিমা। থাক

চামড়ায় টোপ-ওঠা ফোস্কার মতো উদ্ভেদ

কালো বা নীল রঙের উদ্ভেদ

খোস-পাঁচড়া—ভয়ানক দুর্গন্ধ, কপালে ও মাথায় অধিক উদ্ভেদ

গায়ের চামড়া শুষ্ক, খসখসে- অত্যন্ত চুলকায়

বসন্তের গুটির মতো গর্তযুক্ত উদ্ভেদ

আঙুলের পশ্চাৎ পৃষ্ঠে একজিমা, হাতে একজিমা

৮৫

ওষুধ ও সেবনের সময় এনাকার্ডিয়াম অক্সিডেন্টালিস ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যালকেরিয়া-কার্ব ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) সাইকিউটা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এন্টিম-ক্রুড ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এমন-কার্ব ৬ বা ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এরান্ডো ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এরাডো ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এনাকার্ডিয়াম ওরিয়েন্ট ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

এলাচ্ছ্বাস ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) আর্সেনিক ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এলিউমিনা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এন্টিম-টাট ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্রিয়োজোট ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

গর্ভাবস্থায় স্ত্রী-জননেন্দ্রিয়ের উপর উদ্ভেদ—ভয়ানক চুলকায়

অন্ডকোযে, উরুতে ও ঘাড়ে হাজা ঘা

হাঁটুর নীচে ও অন্ডকোযে একজিমা, জল লাগলে চুলকানির বৃদ্ধি

হাতের চেটোর উল্টো পিঠে একজিমা, চামড়া মোটা হয়

চর্মে কোনো প্রকার উদ্ভেদ নেই অথচ ভয়ানক চুলকায়

চর্মপীড়া, ভয়ানক চুলকায়, রক্ত পড়ে, জ্বালা করে

আমবাত বা আমবাতের মতো উদ্ভেদ

শরীরে লাল বর্ণের দাগ, প্রথমে মুখে হয় —পরে (৭/৮দিন বাদে) সারা শরীরে ছড়িয়ে পড়ে, ফোলে, জ্বালা করে, অন্ড- কোযে প্রদাহ ও ক্ষত অসহ্য চুলকানি মুখে, লিঙ্গে ও অন্ডকোষে একজিমা

সন্ধিস্থলে ও চামড়ার ভাঁজে রসপূর্ণ উদ্ভেদ, অত্যন্ত দুর্গন্ধ ও চুলকানি) চর্মপীড়া—শীতকালে বৃদ্ধি

চর্মপীড়া—শীতকালে উপশম

ওষুধ ও সেবনের সময়

ক্যালেডিয়াম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

ওলিয়েন্ডার ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ন্যাট্রম-মিউর ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) গ্র্যাফাইটিস ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ডলিকস ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) কফিয়া ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) কোপেবা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ইউকর্বিয়ান ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

ক্রোটন ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) হিপার সলফার ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) পেট্রোলিয়াম ৩০ বা এলিউমিনা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ক্যালি বাইক্রোম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

 

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

কানের চারপাশে ইরাপশন—রস পড়ে

দাদ—ভয়ানক চুলকায় ও জ্বালা করে

পায়ের তলায় ও গোড়ালিতে ভীষণ চুলকানি—যত চুলকায় তত বাড়ে শরীরের নানা স্থানে উদ্ভেদশূন্য চুলকানি

হাতে ও আঙুলে ফোস্কার মতো উদ্ভেদ, ভয়ানক চুলকায়

চর্মপীড়া, অসহ্য চুলকানি

একজিমা, খুব চুলকায়, বগলের ঘামে রসুনের গন্ধ

সন্ধ্যায় গায়ের কাপড় খুললেই ভীষণ চুলকায়

শরীর একটু গরম হলেই চুলকায়, চুলকালে রক্ত বেরিয়ে পড়ে

সারা শরীর চুলকায়—রোগী চুলকাতে চুলকাতে ছিঁড়ে ফেলে, ঘাড়ে অধিক চুলকানি

লাল বর্ণের উদ্ভেদ বা ফোস্কা—ক্রমশঃ পুড়ে যাবার মতো হয়—পুঁজ জমে, মানড়ি পড়ে

ওষুধ ও সেবনের সময়

ক্রিয়োজোট ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) মেজেরিয়ম ৩০

৮৭

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) লিডম ৬

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এজাডিরেক্টা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ম্যাগ্নেসিয়া-কার্ব ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) এসিড-ফ্লোর

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) অসমিয়ম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) এসাইমিনা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) সোরিণাম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) নিকোলাম ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

রাস-টক্স ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

 

৮৮

উপসর্গ

মানসিক রোগ ও যৌন চিকিৎসা

ফোস্কার মতো উদ্ভেদ—বর্ষায় বৃদ্ধি

শরীরের স্থানে স্থানে চুলকায়—ঠান্ডায় বৃদ্ধি, খোঁস-পাঁচড়া—চুলকানি থাকে কাপড় খুললেই চুলকানি—আঁশের মতো শঙ্ক উঠে, পুরাতন একজিমা মলদ্বার কুটকুট করে ও চুলকায়

মুখের কোণ ফাটে ও ঘা হয়; মুখে ফুস্কুড়ি, অত্যক্ত বেদনা—পাকে)

মাথায় ও মুখে শুষ্ক একজিমা—মামড়ি পড়ে

ওষুধ ও সেবনের সময়

নার্সিসাস ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) রিউমেক্স ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) ক্যালি-আর্স ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) স্যাবাডিলা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) ইনডিয়ম ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) স্ট্যাফিসেগ্রিয়া ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

রসপূর্ণ একজিমা—রস লেগে নতুন উদ্ভেদ | স্ট্যাফিসেগ্রিয়া ২০০ বের হয়—মামড়ি পড়ে—ভয়ানক চুলকার

চর্মপাড়া—চুলকালে খুব আরাম বোধ হয় ও তারপর জ্বালা করে

চর্মপীড়—চুলকানির বৃদ্ধি ঘটে রাত্রে, গরমে ও স্নান করলে

গায়ে কাঁটার মতো উদ্ভেদ

স্ত্রী-জননেন্দ্রিয়ে ছোট ছোট ফুস্কুড়ি ভয়ানক চুলকায়

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

সালফার ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

সালফার ২০০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য) স্যাবাডিলা ৬

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য) সিপিয়া ৩০

(প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

দাদ ও অন্যান্য চর্মপীড়ায় অত্যন্ত চুলকানি টেলিউরিয়ম ৩০

(প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev