বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

পক্ষাঘাত

আরোগ্য হোমিও হল / ২১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

পক্ষাঘাত

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

 

পক্ষাঘাত

(১) সমস্যা : ঠান্ডা লেগে পক্ষাঘাত (প্রথম অবস্থা)

সমাধান : ডালকামরা ৬ (প্রত্যেহ সকালে, দুপুরে রা রাত্রে সেব্য)।

(২) সমস্যা : ঠান্ডা লেগে পক্ষাঘাত (তরুণ অবস্থা)

সমাধান : রাসটক্স ৬ বা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

(৩) সমস্যা : ঠান্ডা লেগে পক্ষাঘাত (পুরাতন অবস্থা)।

সমাধান : কস্টিকাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৪) সমস্যা : নিম্নাঙ্গে পক্ষাঘাত।

সমাধান : ম্যাঙ্গেনাম ২০০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(৫) সমস্যা : পক্ষাঘাত, অঙ্গ ক্রমশ সরু হয়ে যায়।

সমাধান : প্রথম-মেট ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(৬) শরীরের ডান দিকে পক্ষাঘাত।

সমাধান : ইল্যান্স ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

বায়ো কম্বিনেশন ২৫

(৭) সমস্যা : পক্ষাঘাত, পা কাঁপে—ঠিক জায়গায় পা পড়ে না।

সমাধান : কিউরারি ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

(৮) সমস্যা : জিভের পক্ষাঘাত, জিভ ও মুখ বেঁকে যায়।

সমাধান : কিউরারি ৬ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

(৯) চোখের পাতায় পক্ষাঘাত।

সমাধান : নাক্স-মস্কেটা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

আর ও পড়ুন –  শিশুদের পক্ষাঘাত

(১০) সমস্যা : আঙুলের ডগায় পক্ষাঘাত, কোনো দ্রব্য মুঠো করে ধরতে পারে না।

সমাধান : মেজেরিয়াম ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১১) সমস্যা : অর্ধাঙ্গের পক্ষাঘাত, বসে থেকে হাত- পা ছড়াতে পারে না—গুলে ছড়াতে পারে।

সমাধান : ল্যাথাইরাস ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

(১২) সমস্যা:  পায়ের পেশীর ক্ষমতা কমে যায়, পক্ষাঘাতের মতো অবস্থা, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না।

সমাধান : এস্টাগ্যালস ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)

(১৩) সমস্যা : মুখের একদিকের পক্ষাঘাত।

সমাধান : কষ্টিকাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

আরও পড়ুন – কন্ট ৫৬ (প্যারালাইসিস রোগে কার্যকর)

(১৪) সমস্যা : গলনলীর পক্ষাঘাত।

সমাধান : জেল সিমিয়াম ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১৫)  সমস্যা : মূত্রথলির পক্ষাঘাত।

সমাধান : জেল সিমিয়াম ৬ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(১৬) সমস্যা : অন্ননলীমুখের পক্ষাঘাত।

সমাধান :  জেলসিমিয়াম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

(১৭)  সমাস্যা : কোমর, ঊরু ও পায়ের অসাড় অবস্থা।

সমাধান : ককুলাস-ইন্ডিকা ২০০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)

(১৮) সমস্যা : জিভের পক্ষাঘাত। (প্রথম অবস্থা)।

সমাধান : লোবেলিয়া-পাপিউরা ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

(১৯) সমস্যা : মুখের পক্ষাঘাত।

সমাধান : কস্টিকাম ৩০ (প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য)।

আও পড়ুন –  এইচ আর – ৩৬ (প্যারালাইসিস চিকিৎসায় কার্যকর)

(২০) সমস্যা : মস্তিষ্কের পক্ষাঘাত।

সমাধান : ওপিয়াম ৩০ (প্রত্যহ সকালে ও দুপুরে সেব্য)।

(২১) সমস্যা : হৃৎপিণ্ডের পক্ষাঘাত।

সমাধান : ক্যালি-ফ্লোর ২০০ (প্রত্যহ সকালে ও দুপুরে সেব্য)।

(২২) সমস্যা : ফুসফুসের পক্ষাঘাত।

সমাধান : এসিড-হাইড্রো ২০০ (প্রত্যহ সকালে ও দুপুরে সেব্য)।

(২৩) সমস্যা : মেরুদণ্ডের শক্ত ও আড়ষ্ট ভাব।

সমাধান : সমস্যা : ফাইজসটিগ্‌মা ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪৬ (প্যারালাইসিস)

(২৪) সমস্যা : টাইফয়েড জ্বরে জিভের পক্ষাঘাত।

সমাধান : এসিড-মিউর ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(২৫)  সমস্যা : মস্তিষ্কের ক্রিয়ার দুর্বলতাজনিত পক্ষাঘাত।

সমাধান : ব্যারাইটা-কার্ব ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(২৬) সমস্যা : মুখ হাঁ করে থাকে, লাল ঝরে।

সমাধান : কচিকম ৩০ (প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

(২৭) সমস্যা : হাঁটু ও মেরুদন্ডের পীড়া সহ পক্ষাঘাত।

সমাধান : এনাকার্ডিয়াম ৩০ (প্রত্যেহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev