হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।
এ দুটি স্ত্রীলোকদের পীড়া। মাসিক ঋতুস্রাবের অপর নাম রজঃস্রাব। প্রাকৃতিক নিয়মে এটি না হয়ে অনিয়মিতভাবে হলে তখনই সেটিকে পীড়া বলে গণ্য করা হয়। অন্যান্য উপসর্গও থাকে। এখন সে-সব বিষয়ে আলোচনা করা হচ্ছে।
(১) সমস্যা : বেদনাশূন্য রজঃস্রাব ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মিলিকোলিয়ম ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(২) সমস্যা : বিলম্বিত ঋতু, কেবলমাত্র দিনের বেলায় স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কস্টিকাম ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(৩) সমস্যা : ঋতুস্রাব, শুলে বৃদ্ধি।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্রিয়োজোট ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(৪) সমস্যা : দুই ঋতুকালের মধ্যে মাংস-ধোওয়া জলের মতো রক্তস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ককুলাস-ইন্ডিকা ৩০ বা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৫) সমস্যা : হাঁটলে ও মলত্যাগকালে বেগ দেবার সময় রক্তস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এন্থ্রাগ্রিসিয়া ৬ বা ৩০।। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(৬) সমস্যা : কষ্টকর ঋতুস্রাব, ঋতুর পূর্বে ও সময়ে স্নায়বিক বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যালিক্স-নায়গ্রা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৭) সমস্যা : স্রাবের রঙ আলকাতরার মতো, শুলে স্রাব বন্ধ থাকে— নড়াচড়া করলে শুরু হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টস-গ্র্যান্ডি ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৮) সমস্যা : দু’ তিন মাস অন্তর ঋতুস্রাব—পুনরায় বন্ধ হয়ে যায়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এবিস-নায়গ্রা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৯) সমস্যা : একটু অধিক পরিশ্রম করলেই ঋতুস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া-কার্ব ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১০) সমস্যা : বেদনাযুক্ত অনিয়মিত ঋতু।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া সিলিকা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১১) সমস্যা : ঋতুকালে ওলাউঠার লক্ষণ প্রকাশ পায়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এমন-কার্ব ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(১২) সমস্যা : প্রত্যেক ঋতুকালে অত্যধিক রক্তস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলোনিয়াস ৩০ বা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৩) সমস্যা : অত্যন্ত অধিক পরিমাণে রজঃস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ভিনকা-মাইনর ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(১৪) সমস্যা : প্রাতে ও রাত্রে অধিক স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৫) সমস্যা : প্রতি মাসে অত্যন্ত অধিক পরিমাণে রজঃস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এসিড সাইট্রিক ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৬) সমস্যা : মাসিক রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ হয় না—অনেক দিন ধরে চলে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মিউরেক্স ৩০ বা ট্ৰিলিয়ম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৭) সমস্যা : ঋতু শীঘ্র শীঘ্র হয়—ঋতুর পরিমাণ অধিক।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কার্বো-ভেজ ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(১৮) সমস্যা : ঋতু শীঘ্র শীঘ্র ও পরিমাণে অধিক হয়—কালো চাপ চাপ রক্ত।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন চায়না ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(১৯) সমস্যা : অসময়ে প্রচুর পরিমাণে রজঃস্রাব হয়—পেটে ভয়ানক বেদনা- কালো চাপ চাপ রক্ত।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এলেট্রিস-ক্যারিনোসা । প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২০) সমস্যা : ঋতু শীঘ্র শীঘ্র হয়— স্থায়ী হয় অধিক দিন—রঙ কালো—কোমরে বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্যাঙ্গুইসোবা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২১) সমস্যা : বালিকাদের অতি শীঘ্র শীঘ্র স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া ফস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২২) সমস্যা : বিলম্বে ঋতু প্রকাশ পায়—পরিমাণ অল্প-রঙ জলের মতো ফ্যাকাশে—মোটা মোটা অথচ রক্তহীনা রোগিনী।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৩) সমস্যা : রজঃবন্ধের বয়সে রজঃস্রাব—একটু একটু করে অনেক দিন ধরে চলে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন অস্টিলেগো ৬ বা ৩০। প্রত্যহ দিনে ২/৩ বার সেব্য।
(২৪) সমস্যা : অল্প রজঃ—অনেক দিন থাকে—পেটে শূল ব্যথা—রক্ত কাল ও চাপ চাপ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এব্রোমা-আগষ্টা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৫) সমস্যা : নির্দিষ্ট সময়ের পূর্বে স্রাব—স্রাবের পূর্বে জরায়ুতে তীব্র বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন রোজমোরিণাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৬) সমস্যা : অত্যধিক স্রাব, কোনো ওষুধেই স্রাব বন্ধ হয় না ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জিরেনিয়ম ম্যাকুলেটাম ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৭) সমস্যা : জরায়ুর পলিপাস, সেজন্য রক্তস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফসফরাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৭) সমস্যা : ঋতুকালে অত্যধিক রক্তস্রাব, অত্যন্ত অধিক পরিমাণে দুর্গন্ধ শ্বেতপ্রদরস্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হেলোনিয়াস ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(২৮) সমস্যা : অত্যধিক রজঃস্রাব-ভয়ানক বেদনা মাথাব্যথা—প্রস্রাবে জ্বালা ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যানাবিস ইন্ডিকা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(২৯) সমস্যা : ঋতুস্ৰাব—জমা চাপ-চাপ রক্ত—কালো সূতার মতো রক্ত নির্গত হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্রোকাস ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩০) সমস্যা : নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব হয় না—পরিমাণ অতি অল্প—ফ্যাকাশে জলের মতো রঙ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন গ্রাফাইটিস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(৩১) সমস্যা : ঋতুপীড়া, ভয়ানক আক্ষেপিক বেদনাসহ রক্তপ্রদর।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ভাইবর্ণম ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩২) সমস্যা : ঋতু বন্ধ হবার বয়সে অত্যধিক রজঃস্রাব, দুর্গন্ধযুক্ত, আগুনের হল্কা অনুভব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন গ্লোনয়িন ৬। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩৩) সমস্যা : নির্দিষ্ট সময়ের অনেক পূর্বে ঋতুস্রাব হয়। স্রাবের পরিমাণ অধিক, কানের মধ্যে ভোঁ-ভোঁ করে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফেরম-মেট ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(৩৪) সমস্যা : ঋতু খুব শীঘ্র শীঘ্র হয়—পরিমাণ অধিক—কোমর থেকে তলপেট পর্যন্ত বেদনা—রক্ত ঘোলাটে কালো চাপ-চাপ রক্ত।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সাইক্ল্যামেন ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(৩৫) সমস্যা : ঋতুকালে পেট ফোলে, রক্তবাহ্যে হয়—অধিক পরিমাণে শীঘ্র শীঘ্র রজঃস্রাব হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এমন-মিউর ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।
(৩৬) সমস্যা : ঋতু অনেক বিলম্বে হয়—কিছুদিন অনবরত স্রাব হয় তারপর ১ দিন বন্ধ থাকে— ১২ ঘন্টা পরে পুনরায় স্রাব হতে থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মিউরেক্স ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩৭) সমস্যা : প্রাতে ও রাত্রে অধিক স্রাব ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বোভিস্টা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৩৮) সমস্যা : ঋতু হয় অনেক বিলম্বে—স্রাব হয় অতি অল্প।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নিকোলাম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।
(৩৯) সমস্যা : অকালে স্রাব—পরিমাণ অধিক— অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন গ্র্যাটিওলা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৪০) সমস্যা : অনিয়মিত ঋতু— অনেক বিলম্বে প্রকাশ পায়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জনোসিয়া অশোকা ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
(৪১) সমস্যা : রাত্রে স্রাবের বৃদ্ধি, দিনে ও হেঁটে বেড়ালে বন্ধ থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ম্যাগ্নেসিয়া-কার্ব ৬ বা ৩০ । প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।