বাধক বেদনা
হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।
(১) সমস্যা : ঋতু বন্ধ হয়ে মাত্র এক আধদিন স্থায়ী হয় অথবা একেবারে বন্ধ থাকে। সর্বদা ব্যথা অনুভূত হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এমিশ-নাইট্রোমাস ৬। প্রত্যহ ২ বার সেব্য।
(২) সমস্যা : অনিয়তি ঋতু—অনেক বিলম্বে হয়, ঋতুশূল বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জনোসিয়া-অশোকা ৪। প্রত্যহ ৩ বার সেব্য।
(৩) সমস্যা : কোমর থেকে পিউবিসে বেদনা, বেদনা ছেড়ে ছেড়ে হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলোফাইলম ৩০। প্রত্যহ ২ বার বা ৩ বার সেব্য ।
(৪) সমস্যা : মাসিক রজঃস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে, এনিমিয়ার লক্ষণ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কেরম-মিউর ৬। দিনে ২ বার সেব্য।
(৫) সমস্যা : বাধকের সঙ্গে কোমরে বেদনা, কোমরে আড়ষ্টভাব থাকে, হাত-পা কাঁপে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ককুলাস ইন্ডিকা ৩০। দিনে ৩ বার সেব্য।
(৬) সমস্যা : ঋতু বিলম্বে হয় বা স্রাব কম হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালি-সল্ফ ২০০। দিনে ২ বার সেব্য।
(৭) সমস্যা : স্বল্প রজঃস্রাব ও তলপেটে বেদনা—সেই সঙ্গে বাধক বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ল্যাকেলিয়ম ৬ বা ৩০। দিনে ৩ বার সেব্য।
(৮) সমস্যা : হিস্টিরিয়াগ্রস্ত রোগিণী। ফোঁটা ফোঁটা রজঃস্রাব—অত্যন্ত বেদনা, ফোলা, রজঃবন্ধ ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাক্টোরিয়ম ৩০। দিনে ৩ বার সেব্য।
(৯) সমস্যা : বাধক বেদনা, ভয়ানক যন্ত্রণা থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ভাইবর্ণম ৬। ঋতুকালের ১ সপ্তাহ আগে থেকে ঋতুকাল পর্যন্ত দিনে ২ বার সেব্য।
(১০) সমস্যা : ঋতু নিয়মিত সময়ে হয় কিন্তু অত্যন্ত যন্ত্রণা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ৩০। দিনে ৩ বার সেব্য।
(১১) সমস্যা : বাধক দোষ—মাথা ধরা ও গুটলে মল, পেট শক্ত হয়ে থাকে— যেন খেঁচে ধরে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ম্যাগনেসিয়া-মিউর ৬। দিনে ৩ বার সেব্য।
(১২) সমস্যা : স্বল্প ঋতু বা ঋতু বন্ধ থাকে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জ্যাবোরাণ্ডি ৪। দিনে ৩ বার সেব্য।
(১৩) সমস্যা : ঋতুস্ৰাব কালো ও ঘন, পরিমাণ অধিক— কখনো বা অল্প। প্রতি মাসে কমে আসে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ককুলাস ইন্ডিকা ২০০। প্রতিদিন রাত্রে ১ বার সেব্য।
(১৪) সমস্যা : ঋতু যথাসময়ের আগে হয়, পরিমাণ অল্প। তলপেটে বেদনা, কখনো সময়ে হয় ও অধিক পরিমাণে স্রাব।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন নাক্স-ভম। দিনে ২ বার সেব্য।
(১৫) সমস্যা : রক্ত কালো—চাপ চাপ ধরনের, অত্যন্ত বেদনা থাকে, ছটফট করে কাঁদে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কফিয়া ৬। দিনে ৩/৪ বার সেব্য।
(১৬) সমস্যা : উক্ত প্রকার কফিয়ার উপসর্গ কিন্তু কফিয়া সেবনে উপকার হয় না।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যামোমিলা ৩০। প্রত্যহ ২ বার সেব্য।
(১৭) সমস্যা : ঋতু বহু বিলম্বে হয়, রক্ত ঘন ও ঘোলাটে, থেমে থেমে হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পালসেটিলা ৩০। দিনে ২ বার সেব্য।
(১৮) সমস্যা : বেদনা, ঋতুস্রাব আরম্ভ হলে বেদনা কমে যায়, তাপ প্রয়োগে উপশম হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ম্যাগনেসিয়া ৩০ বা ২০০। প্রত্যহ ২ বার সেব্য।
(১৯) সমস্যা : বাধক বেদনা, ঋতুস্রাবের বৃদ্ধি ঘটে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ন্যাট্রম-স্যালিসাইলিক ৬। দিনে ৩ বার সেব্য।
(২০) সমস্যা : ঋতুর পূর্বে প্রবল বেদনা হয়, স্রাব একটু কমলে আবার আগের মতো বেদনা।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এমন-কার্ব ৩০। দিনে ২ বার সেব্য।
(২১) সমস্যা : পেটে ভয়ানক বেদনা, চাপ দিলে উপশম হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কলোসিন্থ ৬। দিনে ৩ বার সেব্য।
(২২) সমস্যা : অল্প পরিমাণ ঋতুস্রাব হয়, বেদনা তলপেট থেকে উরুতে নামে।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বার্বেরিস ৩০। দিনে ৩ বার সেব্য।
(২৩) সমস্যা : চাপ চাপ রক্ত-কালো বর্ণের—ভয়ানক বেদনা ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কফিয়া ৩০। দিনে ৩ বার সেব্য।
(২৪) সমস্যা : অনিয়মিত ঋতুস্রাব —কখনো কম কখনো বেশী, তলপেটে তীর বেঁধার মতো বেদনা, কোমরে বেদনা ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিমিসিফিউগা ২০০। দিনে ২ বার সেব্য।
(২৫) সমস্যা : ঋতুর পূর্বে ভীষণ বেদনা, স্রাব আরম্ভ হলে বেদনা কমে যায়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ল্যাকেসিস ৩০। প্রত্যহ ২ বার সেব্য।
(২৬) সমস্যা : ঋতুশূল বেদনা, রজঃলোপ বা রজঃরোধ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন জলোসিয়া—অশোকা ৪। দিনে ৩ বার সেব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।