জরায়ুতে অর্বুদ
হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা
ডা: জে. এন. পাত্র
ডি. এম. এস (কলকাতা ) ও
ডা: আর. এন. চন্দ্র
এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক , কলকাতা।
জরায়ুতে অর্বুদ
(১) সমস্যা : জরায়ুতে অর্বুদ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হাইড্রাসটিস ২০০। দিনে ২ বার সেব্য ।
(২) সমস্যা : জরায়ুতে দূষিত অর্বুদ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্স-আয়োড ২০০। দিনে ২ বার সেব্য ।
(৩) সমস্যা : জরায়ুতে অর্বুদ হয়েছে সন্দেহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন থুজা ৩০। দিনে ২ বার সেব্য।
(৪) সমস্যা : জরায়ুতে উপদংশজনিত অর্বুদ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন থুজা ২০০/৩০। দিনে ২ বার সেব্য।
(৫) সমস্যা : জরায়ুতে অর্বুদ, প্রচুর পরিমাণে রক্তস্রাব হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হ্যামামেলিস ২০০। দিনে ২ বার সেব্য।
(৬) সমস্যা : জরায়ুতে অর্বুদ, অত্যধিক রক্তস্রাব হয়।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এপিহিস্টোরিনাম ২০০। দিনে ২ বার সেব্য।
বি. দ্র. : জরায়ুতে অর্বুদের আরও অনেক উপসর্গ আছে। সেজন্য ওষুধও আছে অনেক। এ বিষয়ে ভালোভাবে জানতে হলে ওষুধসমূহের চরিত্র-লক্ষণ ভালো করে পড়তে হবে। উপসর্গ অনুযায়ী ওষুধ প্রযোজ্য।
যোনিতে প্রদাহ
[ বিভিন্ন কারণে যোনিতে প্রদাহ হতে পারে; যেমন—ঠান্ডা লাগ, যোনি মধ্যে কৃমি প্রবেশ করা, অতিরিক্ত সঙ্গম, বলাৎকার, যোনিতে আঘাত লাগা, রক্তদৃষ্টি প্রভৃতি। চিকিৎসায় রোগিণী সুস্থ হয়ে ওঠে। এই প্রদাহ অধিক দিন থাকলে তখন সেটা পুরনো পীড়া হয়ে দাঁড়ায়। আরও পুনরনো হলে অন্য কোনো রোগের উৎপত্তি ঘটা অসম্ভব নয়। সেজন্য যত সম্ভব পীড়াটি নিরাময় করা দরকার। এজন্য সুচিকিৎসার প্রয়োজন। এখানে নতুন ও পুরাতন উভয় প্রকার চিকিৎসা ব্যবস্থার কথা বলা হচ্ছে। ]
নতুন পীড়া
(১) সমস্যা : আঘাতজনিত কারণে যোনিতে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৬। দিনে ৩ বার সেব্য। •
(২) সমস্যা : প্রমেহ জনিত কারণে যোনিতে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সিপিয়া ৬। দিনে ৩ বার সেব্য।
(৩) সমস্যা : প্রস্রাব অধিক যন্ত্রণা, সেকারণে যোনিতে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যান্থারিস ৬। দিনে ৩ বার সেব্য।
(৪) সমস্যা : ঠান্ডা লাগার কারণে যোনিতে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করত দিন একোনাইট ৬। দিনে ৩ বার সেব্য।
(৫) বলাৎকার, অতিরিক্ত সঙ্গম প্রভৃতি কারণে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন আর্নিকা ৬। দিনে ৩ বার সেবন্য।
পুরাতন পীড়া :
(১) সমস্যা : ক্ষতের কারণে প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এসিড নাইট্রিক ৩০ বা ২০০। দিনে ২ বার সেবন্য।
(২) সমস্যা : প্রচুর পরিমাণে পূঁজ নিঃসরণের জন্য প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বোরাক্স ২০০। দিনে ২ বার সেব্য।
(৩) সমস্যা : ঠান্ডা জনিত পুরাতন প্রদাহ।
সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ন্যাট্রাম-সালফ ২০০। দিনে ২ বার সেবন্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।