বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

যোনি পীড়ার বিভিন্ন উপসর্গ

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন
কামোন্মাদ
কামোন্মাদ

যোনি পীড়ার বিভিন্ন উপসর্গ

ডাঃ জে. এন. পাত্র ও

ডাঃ আর. এন. চন্দ্র

কলকাতা

[ যোনির নানাবিধ পীড়া হতে পারে এবং সে-সব পীড়ায় উপসর্গও থাকে অনেক। কিছু কিছু জটিল রোগও হয়ে থাকে (যেমন-যোনিতে পচন)। পীড়াগুলিকে চিকিৎসা দ্বারা নিরাময় করে রোগিনীকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। ]

বায়ো কম্বিনেশন ২৫

(১) সমস্যা : যোনিতে পচন দেখা দেয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন বেলেডোনা ৩০ বা আর্সেনিক ৩০। দিনে ৩ বার সেব্য। (অন্য প্রযোজ্য ওষুধ—ল্যাকেসিস।)

(২) সমস্যা : যোনিতে অসহ্য জ্বালাকর চুলকানি।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন সালফার ৬। দিনে ৩ বার সেব্য।

আরও পড়ুন – সহবাস কালে যৌনি জ্বালাপোড়া, ব্যথার কারণ ও এর প্রতিকার

(৩) সমস্যা : যোনির কঠিনতা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কোনিয়াম ২০০। দিনে ২ বার সেব্য। (অন্য প্রযোজ্য ওষুধ—বেলেডোনা)

(৪) সমস্যা : যোনিতে নালী ঘা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যালকেরিয়া-কার্ব ২০০। দিনে ২ বার সেব্য। (অন্যান্য প্রযোজ্য ওষুধ—ল্যাকেসিস, হিপার সালফার, থুজা, সিপিয়া, সালফার, সিলিকা, লাইকোপোডিয়াম, অরাম-মেট প্রভৃতি।)

(৫) সমস্যা : যোনিতে ফুস্কুড়ি-বিহীন অসহ্য চুলকানি।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ডলিস ৬। দিনে ৩/৪ বার সেব্য। 

সমস্যা : যোনিতে অর্বুদ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কার্বো-এনিমেলিস ২০০। দিনে ২ বার সেব্য। (অন্যান্য ওষুধ—কার্বো-ডেজ, আর্সেনিক, ক্রিয়োজোট প্রভৃতি)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev