শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

ক্যানসার কিভাবে ছড়ায়

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যানসার কিভাবে ছড়ায়

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

ক্যানসারের একটা অন্যতম বৈশিষ্ট্য শরীরের এক স্থান থেকে অন্যস্থানে নানাভাবে ছড়িয়ে পড়ে। সে সব স্থানে গিয়ে আবার ধ্বংসলীলা শুরু করে। কয়েকটি প্রশ্ন স্বভাবতঃ এই প্রসঙ্গে এসে পড়ে :-

১) ক্যানসার কোষ কেন তাদের নিজস্ব স্থান থেকে অন্যত্র ছড়ায় ?

২) যেসব ক্যানসার কোষ রক্তে আসে তাদের সবাই কি বাঁচে? বাঁচে না অনেকেই ধ্বংস হয় নানাভাবে । বহু বহু ক্যানসার কোষ রক্তে ঢোকে কিন্তু তুলনামূলকভাবে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঘুমটা কমই কেন ?

আরও পড়ুন – আর ১৭ টিউমার ড্রপস

৩) কোন কোন ক্যানসার একদম প্রথম অবস্থায় ছড়িয়ে যায়, কিন্তু অন্যান্য কয়েক ধরনের ক্যানসার বহুদিন ধরে থাকলেও কোন নিজস্ব স্থান থেকে ছড়ায় না ?

৪) কোন কোন বিশেষ যন্ত্র (যেমন যকৃত) আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী থাকে? অন্যান্য অঙ্গের যেমন- মাংসপেশী, প্লীহা প্রতিরোধ ক্ষমতাই বা বেশী কেন? এই সমস্ত কোন প্রশ্নেরই যথার্থ উত্তর এখনও পায়া যায়নি।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev