বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

র‌্যাক্স নং – ১১২ (হৃদরোগ/শ্বাসকষ্ট)

আরোগ্য হোমিও হল / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১১৩ (হৃদরোগ/শ্বাসকষ্ট)

RAX NO -112 হৃদরোগ/শ্বাসকষ্ট

হৃদরোগ/শ্বাসকষ্ট (Ars alb Comp.)

ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।

র‌্যাক্স – ১১২ঔষধের মিশ্রণ : Cale Carb 30C. Ammonium Carb 3C. Ars Alb 30C. Aspidospirma 2C. Cactus 30C. Sumbul 2C.

র‌্যাক্স – ১১২ ঔষধ লক্ষণ : এ্যাজমা, ওবেটিসি, ফুসফুস এবং হৃদযন্ত্রের অসুস্থ্যতা, দ্রুত হাটার জন্য হৃদরোগ, সিঁড়িতে আরোহণ, খাবার পরে এবং সামান্য চলাফেরা শ্বাস প্রশ্বাসে শ্লেম্মা সঞ্চয়, হাটের বৃদ্ধি এর নিন্মমাত্রা, নাভীর দ্রুত স্পন্দন, ফুসফুস এবং গলার অসুখ।  র‌্যাক্স – ১১২ এই সকল হৃদরোগ, শ্বাস কষ্টের জন্য চমৎকার প্রতিষেধক হিসাবে কাজ করে।

র‌্যাক্স – ১১২ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। প্রতিদিন সকাল দুপুর ও রাত্রে সেবন করতে হবে।  অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

র‌্যাক্স – ১১২ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স – ১১২ঔষধ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স – ১১২ঔষধ সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev