রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

ক্যানসার চিকিৎসার বিশেষ তথ্য

আরোগ্য হোমিও হল / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

ক্যানসার চিকিৎসার বিশেষ তথ্য

Cancer of the Stomach

হোমিও চিকিৎসয় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

স্থায়ী জ্বালকর যন্ত্রনার জন্য Fowler,s Arsenic Solution তিন ফোটা মাত্রা ১ ঘন্ডা অন্তর। ছুরি ঢোকানো তীরবিন্ধ যন্ত্রনা পাকস্থী থেকে নেমে অন্ত্র পর্যন্ত যায় সেখানে Tr. Colocynth এক গ্লাস জলে ১০ ফোঁটা দিয়ে মিশিয়ে ১ ঘন্টা অন্ত ১ চা চামচ। যেখানে পাকস্থলী বায়ুতে পরিপূর্ণসহ মোচরানে বেদনা সেখানে Tr. Dioscoria গম জলে ২০ ফোঁটা মাত্রায় যদি প্রয়োজন হয় ১ ঘন্টা অন্তর। টক বমি হইতে থাকলে Nux Vom 6x এর তিনটি ট্যাবলেট তিন ঘন্টা অন্তর। কোন কো রোগীর ক্ষেত্রে আমি Calv Fluor 6x তিনটি করে ট্যাবলেট তিন ঘন্টা অন্তর ব্যবহার করি। শেষের দুটি ঔষধ ব্যবহার করে দেখেছি উৎকৃষ্ট কাজ হয়েছে। এই রোগে খাবার পর বমি এবং পাকস্থলীতে জ্বালা, পুর্ণভাব, অজীর্ণ খাদ্যযুক্ত টক তরল বমিতে Kreosote 6x তিনটি করে বড়ি প্রত্যেক আহারের পরে রাতে এবং শোবার সময়। বমি যখন শুধু পরিস্কার জলেরমত হয়, সহজেই বমি হয়, অথবা যখন প্রচুর পরিমানে ভুক্ত খাদ্য বমি হয় যা পাকস্থলীতে কয়েকদিন জমে ছিল বলে মহে হয় তখন Bismuth 2x তিনটি ট্যাবলেট মাত্রায় দুই ঘন্টা অন্তর প্রয়োজ্য। কন্ডুরাঙ্গো প্রয়োজন হয় যখন মুখের দুই কোনে ফাটা ক্ষত এবং পাকস্থলী প্রচন্ড আপেক্ষিক যন্ত্রনা বিশেষতঃ রাতে। 2x শক্তির পাঁচ ফোঁটা মাত্রায় তিন ঘন্ডা অন্তর। একটা কথা মনে রাখতে হবে ক্যানসার এর Specific বলে কোন ঔষধ নেই, যখন যে অবস্থায় যেটি নির্দেশিত হবে সেটি ব্যবহার হবে, অন্যতায় কোন ঔষধ হবে না।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev