লিভার ক্যানসার (Liver Cancer)
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডাঃ অরবিন্দ সরকার
লিভার ক্যানসা : বিভিন্ন স্থানে ক্যানসার রক্তের সাহায্য যকৃত উপস্থিত হয়ে ক্যানসার সৃষ্টি করে।
(১) পীড়কার (এক তৃতীয়াংশ)।
(২) বিবাটাকার ৩০% বা ছাড়িয়ে সমস্ত যন্ত্রে হতে পারে।
(৩) শেষের ক্ষেত্রে শুকিয়ে যেতে পারে (Cirrbosis)G
এ হলে গায়ের রং সাদা বা হলুদ হয়ে যাবে। মুখে তিতা স্বাদ। হজমে গোলমাল দেখা দেবে। কাদার মত পায়খানা করবে। সকালেই বমির ভাব এবং উদরাময় বা কোষ্ঠকাঠিন্য পর্যায় ক্রমে হবে। লিভার শক্ত হয়ে যবে। চাপ দিলে ব্যথা অনুভব হবে। কখনও অসম্ভব ব্যাথা থাকবে।
লিভার ক্যানসারের চিকিৎসা :
কার্ডুয়াস মারিয়ানাস, চেলিডোনিয়াম মাজুস, চায়না, কোলেষ্টারিনাম, কোনিয়াম এবং সলিডাগো ভিরগেরিয়া।
ডাঃ ফাটকে মতে – চেলিডোনিয়াম মাজুস,কোলেষ্টারিনাম, হাইড্রোসিল, মাইরিকা সেরিফেরা,থেরিডিয়ন কুরাসাভিকাম।
প্রথমাবস্থা — সেরিসিও।
জন্ডিস সহ — মাইরিকা সেরিফেরা।
ডাঃ নারের মতে – লিভার ক্যানসার জ্বালাসহ – আর্সেনিক, বেলেডোনা, কার্বো এনিমেলিস, কোনিয়াম, হাইড্রোসিল লাইকোপোডিয়াম, সিপিয়া, সাইলেসিয়া, ক্যালকেরিয়া আর্সেনিক, ট্যারেন্টুলা (উপশম দেয়) স্কাবেস, বোরাক্স।
চেলিডোনিয়াম (Chelidonium) :- লিভার ক্যানসার, পাকস্থলীর ক্যানসার এ ব্যবহার হয়। জন্ডিস, লিভারে বা পাকস্থলীতে প্রচন্ড টাটানি যন্ত্রনা, টেটে জ্বালা ও প্রস্রাব হলদে খুব গরম, খাদ্য ও পানিয়ে খুবই আকাঙ্খা ছিল বা আছে। শক্তি – ৬, ১২, ৩০, ২০০।
ক্যালকেরিয়া আর্সেনিকাম (Calcaria Arsenic) : – আমি প্রায় দেখি লিভারের ক্যানসার আত্নসমর্পন করে। ক্যালকেরিয়া আর্সেনিক এর কাছে যে ভাবেই ব্যবহার করি। কিন্ত যদি পুনঃ পুনঃ হওয়ার প্রবনতা থাকে একটি ডোস করি Cadm উচ্চ শক্তি দিলে ক্যানসার ফরাইয়া দিয়ে চিরতরে আরোগ্য হবে। (ডাঃ গ্রাইমার)।
কোলেষ্টারিনাম (Cholesterinum) :- কারনেট লিভারের ক্যানসার, কিউর করেছেন ক্যানসারের শেষ অবস্থঅয়।
লিভার ক্যানসার অনমনীয় হেপাটিক এনগোরজমেন্ট। (Cholestrin is physioiogical opponent of lecithin. Both seem to play some unknown part in the growth of tumors) (বরিক)।
লিভার এর ক্যানসার, যখন লিভার প্রচুর বড় হয়। রোগী কৃষ। চর্ম পিঙ্গল চোখ হলদে বর্ণ। রোগী হাত রাখে লিভার এর উপর করণ ইহা পীড়াদের তাকে হাটতে ১x প্রতি ৪ ঘন্টা পরপর সুপারিশ (ডাঃ চুগা)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।