শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

মলাশয়ের ক্যানসার

আরোগ্য হোমিও হল / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

মলাশয়ের ক্যানসার (Rectum Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

মলাশয়ের ক্যানসার। কোষ্ঠ কাঠিন্য ধীরে ধীরে বারে। পায়খানার সঙ্গে রক্ত পরে বা রক্তের ছিট লেগে থকেতে পারে অর্ন্তবাসে। কখনও বেশী হয়। পায়খানা পরিস্কার হয় না। রোগী অভ্যন্ত সময়ের আগে ভোরেই পায়খানা যেতে শুরু করেন। পায়খানার সাথে রক্ত ও মিউকাস বের হতে থাকে, তখান অন্য কিছু প্রমানিত না হওয়া পর্যন্ত সন্দেহ করা উচিত তার ক্যানসার হয়েছে।

মলাশয়ের ক্যানসার নির্নয় :
পেট টিপে পরীক্ষা করা চলে। মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করলে ৯০ শতাংশ ক্ষেত্রে রোগ ধরা পড়ে। বর্তমানে (Fibra optic sigmoid oscop) যন্ত্র বেড় হয়েছে সেটা ৪৫ সেন্টি মিটার ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখা সম্ভব। বায়োন্সী ও রাসায়নিক পরীক্ষা দ্বারা ও নির্ণয় হয়। Clonoscopic পরীক্ষা রোগ ধারা পড়ে।

মলাশয়ের ক্যানসার চিকিৎসা : হুরা ব্রাজিলিয়েনসিস, রুটা।
ডাঃ কেন্ট এর মতে :- এলুমেনা, নাই এসি, কোনিয়াম, ফস, ফাইটো, সাইলি, স্পহ্জি, থুজা।

ডাঃ লিলিয়েস্থাল এর মতে :- এলুমেন, কন্ডুবাঙ্গে, সিপি এবং অন্ত্রের ক্যান্সারেরর ঔষধ সমূহ।
সিকামের ক্যানসারের অরনির্থৌ কেগলাম, হোয়াংনান।

বায়ো কম্বিনেশন ২৫

হাইড্রোসটিস ক্যানাডেনসিস (Hydrastis Canadensis) :- ক্যানসার শক্ত অনড়, চর্ম বেগুনি বর্ণ, কুঞ্চিত হয়ে যায়, ছুরি দিয়ে কটার মত যন্ত্রনা এমন কি ক্ষত সৃষ্টি হবার পরেও, সেখানে এটি পরিপোষনের বিশৃঙ্খলাকে নিয়মিত করতে পারে। এপিথেলিওমা পাকস্থলীর ক্যানসার, রেকটামের ক্যানসার সবই বমি করে জল আর দুধ ছাড়া। পাকস্থলীর মধ্যে যন্ত্রনা, শীর্ণতা। জোরে গুর গুর শব্দ, মৃদু বিরামহীন বেদনা হাইপোপ্যাসট্রিয়ামে এবং সামান্য পিঠে। বৃদ্ধি নরা চরায়। কোষ্ঠ কাঠিন্য, ভাললাগে উদরের বায়ু সরলে। তীক্ষ্ণ যন্ত্রণা সিকাল প্রদেশে এবং স্পীলিনে। কুচকী যেন ভারী মই দিয়ে আচড়ায় মৃদু। বেদনা প্রসারিত অন্ডকোষ পর্যন্ত। ডাঃ জোন্স এর মতে যখন জিহ্বা প্রসস্ত, ছাপযুক্ত এবং পাতলা, কোঠিংযুক্ত হয় তখন এটি নিদের্শিত হয়। শয্যাক্ষতে ঔষধটি বিশেষ প্রয়োজনীয়। হাইড্রোসটিস ক্যানাডেনসিস শক্তি ১x , ৩x , ৬, ৩০ ২০০G (টি, এস লায়ার)।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ৪ (ডায়রিয়া)

এ্যলুমেন (Alumen) :- রেকটামের ক্যানসার এর রোগীর কোষ্ঠ কাঠিন্য অত্যাধিক বৃদ্ধিকর অবস্থা। পায়খানা শক্ত পাথরের মত। প্রতিদিন পায়খানা করার ইচ্ছা থাকেনা কুঞ্চিত অনুভুতি পেটের মধ্যে এবং পেলভিসে। শক্ত হওয়ার প্রবনতা, স্কিরাস জাতীয় শক্ত।

কোষ্ঠ কাঠিন্য অত্যাধিক বৃদ্ধিকর অবস্থা। প্রতিদিন পায়খানা করার ইচ্ছা থাকেনা। রেকটামের ক্যানসার। পায়খানা বের করার জন্য প্রচন্ড নিম্ফল চেষ্টা। কোন ক্ষমতা থাকে না পায়খানা বের করে ফেলার। মার্বেলের মত মাংস বের হয় কিন্ত গুজ্জদ্বার ভর্তী অনুভব। সর্বক্ষন যন্ত্রণা এবং তীব্র যন্ত্রণা দায়ক রেকটামের মধ্যে পায়খানার পর। অন্ত্র থেকে রক্ত পাত। (সি, এস, লায়ার)।

রেকটামের ক্যানসার। পায়খানা পাথরের মত শক্ত। প্রতিদিন পায়খানার ইচ্ছা নেই। স্কিরাস শক্ত জাতীয়। (ডাঃ চুগা)।

আর্সেনিক (Arsenic) :– রেকটামের ক্যানসার। অনবরত যন্ত্রণা, কয়লা পোড়া, আগুনের মত, গরমে উপশম। অত্যান্ত অস্থিরতা, তীব্র দৈহিক যন্ত্রনা, কোন স্থানেই বিশ্রাম নেই। মেঝেতে গুটানো থাকে। হতাশ জীবন। যন্ত্রনাদায়ক বহিঃপ্রসারন রেকটামের। জ্বালা যন্ত্রনা এবং চাপ রেকটামে এবং এনাসে। (টি, এস, লায়ার)।

বেলেডোনা (Belladonna) :- ক্যানসার রেকটামের স্ফীতিসহ গরম শূলবেদনা। পেটের মধ্যে একটি স্থানে যেন নক দিয়ে ধরে আছে। নিরতিশয় যন্ত্রণাদায়ক, দৃঢ়রুপে ধার, আচরানো। অথ্যান্ত যন্ত্রনা ইলিওসিকাল প্রদেশে, সামান্য স্পর্শ ও সহ্য করতে পারেনা, এমনকি কাপড়ের বাধনও। তীব্র কাটার যন্ত্রনা হাইপোগ্যাসট্রিয়ামের মধ্যে কখনও এখানে কখনও সেখানে। (টি, এস, লায়ার)।

আরও পড়ুন – শিশুর উদরাময় বা ডায়রিয়া

কার্বো ভেজেটাবিলস (Carvo Vegetabilis) :- পেট ফাঁপা থেকে শূল বেদনা। পেট পূর্ন্, বিস্ফোরন যোগ্য, যন্ত্রনা বৃদ্ধি। ব্লাডারে অথবা বাম ইপিগ্যাসট্রিামে। সমান্য খাদ্যে যন্ত্রণা বৃদ্ধি। আরাম পেটের বায়ু বের হলে অথবা শক্ত পায়খানা হলে। জ্বালা, ছুরি ঢোকান যন্ত্রনা ইপিগ্যাসট্রিয়ামে, পেটের গভীরে। বৃদ্ধি খাদ্যে, তীব্র দৈহিক যন্ত্রনাসহ, পেট ফাঁপাতে এবং উদরাময়ে। (টি, এস, লায়ার)।

কার্ডুয়াস-মেরিনাস (Cardous Marianus) :- প্রচুর উদরাময় রেকটামের ক্যানসারের জন্য।

গ্রাফাইটিস (Graphitis) :- রেকটামের কানসার। ইঙ্গইুনাল প্রদেশে যন্ত্রনা। কুচকির গ্লান্ড সমুহ ফোলা, দৈহিক যন্ত্রনা দায়ক, চাপ প্রদান করে কুচকি এবং এনাসের দিকে। পুরাতন উদরাময় বাদামী রং এর পায়খানা, তরল, হজম হয় না। বিরক্তীকর, দুর্গন্ধ বিশিষ্ট। অত্যান্ত তীব্র দুর্গন্ধ বিশিষ্ট। অত্যান্ত তীব্র দুর্গন্ধ বায়ু শূল বেদনা আনে। রেকটামের ভেইন ফোলা, ফাটা এনাস।

কেলি কার্বোনিকাম (Cali Carbonicum) :- ইহা অত্যান্ত নাছোরবান্দা এবং অতিরিক্ত অর্শ জাতীয় টিউমার, যাহা অত্যান্ত জ্বালাপূর্ন যাহা অত্যান্ত স্পর্শকাতর, যাহাতে পর্যাপ্ত পরিমানে রক্তপাত ঘটে। এবং চরম দৈহিক যন্ত্রণা দায়ক বা তাকে ঘমাতে অসাধ্য করে তোলে। ঘমাতে দেয় না। (কেন্ট)।

ল্যাকেসিস (Lachesis) :- রেকটামের ক্যানসার। দৈহিক যন্ত্রনা দায়ক স্ফীতি, পেট ফাঁপা। কোন প্রকার চাপ সহ্য করতে পারে না। জ্বালা আগুনে পোড়ার যন্ত্রনা পেটের ডান পার্শ্বে মূচ্ছা আক্রমন করে। পেটে পরম গরম অনুভুতি সম্পন্ন, দৈহিক যন্ত্রনাপ্রদ, শক্ত কোমরের নিচ হইতে উরু পর্যন্ত। পূজ হয়, পেরিটোনিয়ামের প্রদাহ। (টি, এস, লায়ার)।

নাইট্রিকাম এসিডাম (Nitricum Acidum) :- কন্ডাইলোমেটা, আঘাতের যন্ত্রনাসহ এবং প্রচুর আদ্রতা গুজ্জদ্বার এবং পেরিনিয়ামের উপর। রক্ত পূজ এবং ক্ষয়কর।

আরও পড়ুন – শিশুর উদরাময় বা ডায়রিয়া

ফসফরাস (Phosphorus) :- রেকটামের ক্যানসার। দৈনিক যন্ত্রনাদায়ক সমস্ত পেটের উপর দুর্বলতা, বৃদ্ধি হাইপোগ্যাসট্রিয়াম প্রদেশে সামান্য হাটায়। অবশ্যই বসে পরে। গুলিছেরার মত পেটের মধ্যে খালি অনুভব। ঠান্ডা অনুভুতি পেটের মধ্য। পেট বল বলে পুরাতন ঢিলা অন্ত্র। সিকাম এবং ট্রানভার কোলনের পর্দায় প্রদাহ। (টি, এস, লায়ার)।

ফাইটোলেক্কা (Phytolacca) :- রেকটামের ক্যানসার কোষ্ঠ কাঠিন্য শক্ত পায়খানা শ্লোম্মাসহ এবং শূল। রোগী বলৈ অন্ত্র নরে না, পারগেটিভ এর সাহায্য ছাড়া কোষ্ঠ কাঠিন্য রেকটামের অসারতার জন্য। উদরময় অন্ত্রের অসুস্থ্য অনুভুতি শক্তি। পথ শুধু শ্লোম্মা অথবা রক্ত অথবা ইনটেস্টাইনের চাছানি বের হওয়ার জন্য।পায়খানার জন্য কাত হলে সর্বসময় দুর্গন্ধযুক্ত বায়ু বের হতে থাকে। উদরাময় অতি সকালে, লেবুর রস পানে। স্নায়ুবিক যন্ত্রনা গুপ্তেদ্বারে এবং রেকটামের নিচের অংশে। গুলিছোবার মত যন্ত্রনা পেরিনিয়াম সহ পেনিসের মাছামাঝি মধ্য রাত্রে। ক্ষত পুর্ন এবং ফাটা। (ক্লার্ক)

রুটা (Ruta) :- রুটার আছে বিখ্যাত কাজ রেকটামের ক্যানসারের উপর মনে রাখতে হবে যে ক্ষেত্রে ক্যানসার এর অপারেশন সম্ভব নয় সে ক্ষেত্রে। (ডাঃ রুড্ডক)।

সিপিয়া (Sepia) :– রেকটামের ক্যানসার। স্ফীতিসহ শূলবেদনা পেটের এবং সংবেদনশীলতা। গুর গুর করে শব্দ পেটের মধ্যে, বিশেষ করে খাদ্যের পর। (টি, এস, লায়ার)।

আরও পড়ুন – ই-লেক্স ট্যাবলেট (নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্যে)

সাইলিসিয়া (Silicea) :- রেকটামের ক্যানসার। পেটের উপর কাপড়ের চাপ অসহ্য। পেটে, যখন পায়নার জন্য কোথ দেয়। গরমে পেটের যন্ত্রনা উপশম। (টি, এস, লায়ার)।

স্পাইজেলিয়া (Spigelia) :- সিগময়েড কলোনের ক্যানসার অথবা রেকটামের। বার বার সামনের দিকে ঠেলে এবং নিম্ফল পায়খানা করার ইচ্ছা। নরম তরল মল। তীব্র চাপে শক্ত পায়খানা হয়। পায়খানার সময় দুর্বল। শক্ত কষ্টকর পায়খানা শ্লোম্মা সহ। এনাস হতে শ্লেম্মা নির্গত, মলহীন। উদরাময়, ক্লেশদায় পেট এবং সমস্ত শরীর ঠান্ডা। গরমে মল নির্গত। (ক্লার্ক)।

থুজা (Thuja) :- যখন বসে, ছুচ বেথা যন্ত্রনা পেটে। আক্ষেপ যুক্ত নালী বিশেষের কুঞ্চন নে হয় জীবন্ত কিছু বের করার জন্য। বেদনাগ্রন্থ নাভিতে। দৈহিক যন্ত্রনাদায়ক ফোলা ইঙ্গুইনালের গ্লান্ডসমুহ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev