শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

মুত্র যন্ত্রের ক্যানসার

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

1(Urinary Organ Cancer)

হোমিও চিকিৎসায় আরোগ্য

ডাঃ অরবিন্দ সরকার

মাঝে মাঝে প্রস্রাবের সাথে রক্তপাত হয়। কিছুদিন পর প্রস্রাব করলেই রক্ত পড়ে। আবার কোন কোন ক্ষেত্রে প্রচন্ড প্রদাহ, পরে যন্ত্রনা, তার সঙ্গে বারে বারে প্রস্রাবের সংগে রক্তপাত হতে থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

(১) দুষ্ট পালিলোমা।
(২) আব আকৃতি।
(৩) ক্যানসারের ক্ষত।
(৪) এ্যাডিনো কর্সিনোমা।
(৫) এ্যাব্রোমেট্রিওমা খুব কম দেখা যায়।
প্রস্রাবের অর্গানে সাধারণত এগুলি দেখা যায়।

মুত্র যন্ত্রের ক্যানসার নির্নয় : পুরুষের মলাশয়ে, মোহিলাদের যোনি পথে আঙ্গুল দিয়ে মুত্রাশয়ের টিউমার অস্তিত্ব ও প্রকৃতি ধরা পড়ে। সিস্টোস্ফোপ যন্ত্রদিয়ে দেখলে টিউমার ধরা পড়ে। প্রস্রাবের সাথে রক্ত বের হলেই সিস্টেস্ফোপ দিয়ে পরীক্ষা করানো কর্তব্য।

মুত্র যন্ত্রের ক্যানসার

মুত্র যন্ত্রের ক্যানসার হোমিওপ্যাথি ঔষধ :

এনিলিনাম (Anilinum) : ইউরিনারী পথের টিউমার। যন্ত্রণা পেনিসের মধ্যে ফোলাসহ। সুগভীর রক্ত শূন্যতা, চর্মের রঙের পরিবর্তন সহ, নীল ঠোঁট, ক্ষুধা মন্দা, পাকাশয় সম্বন্ধীয় গোলমাল। (বরিক)।

ক্যালকেরিয়া কার্বোনিকাম (Calcaria Carbonicum) : কর্সিানোমা এবং ব্লাডারের পলিপ রক্তপাত সহ ইউরেথ্রার তীব্র দুর্গন্ধময় ঘ্রান। (ক্লার্ক)।

আরও পড়ুন – সালোলাম ৩X (মুত্র ও মুত্রনালীতে কার্যকর)

ইউক্লাপটাস (Eucalyptus) : ভাসকুলার টিউমার মহিলাদের প্রস্রাব নালীর। এই ঔষধে আরোগ্য হয়। (ক্লার্ক)।
ইউক্লাপটাস ব্যবহৃত হয় ভিতরে এবং বাহিরে ভাসকুলার টিউমারে মহিলাদের প্রস্রাবের নালীতে। দুইটি অনমনীয় রোগে পরিপুর্ন আরোগ্য ফললাভ হয়েছে। এই ঔষধের চিকিৎসায় সার্জিকাল চিকিৎসায় ব্যাতিরেকে যে কিছুই হোক না। (সুন্দরা ধন)।

গ্যালিয়াম এপারিন (Galium Aparine) : এর সুনিদিষ্ট কাজ উউরেনারী যন্ত্রের উপর তৈরি করে ডায়রেসিস (Diuresis)G

টেরাক্সকাম (Taraxacum) : ব্লাডারের ক্যান্সার। (বরিক)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev