শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

পুরুষাঙ্গের ক্যানসার

আরোগ্য হোমিও হল / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

পুরুষাঙ্গের ক্যানসার (Cancer of penis)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য

ডা: অরবিন্দ সরকার

এই ক্যানসার সবই আচ্ছাদক আবরক কলার কন্যানসার। এটি দু’ধরণের (১) পীড়কাকৃতি (Papiliferous) ও (২) ক্ষত যুক্ত (Ucerative) বহু মাস ধরে একস্থানে সীমাবদ্ধ থাকে, ছাড়ায় না সহজে। আঠাল রস, পূজ বেহ হয়, দুর্গন্ধ। গরক্ত ও পড়। ৬০% ক্ষেত্রে কুঁচকীর লসিকা গ্রন্থি গুলি বড় হয়। এ রকম ক্ষত দেখলে ক্যান্সার সন্দেহ করা উচিত ও স্থানীয় কলা কেটে পরীক্ষা করা উচিত।

বায়ো কম্বিনেশন ২৫

পুরুষাঙ্গের ক্যানসারের চিকিৎসা :-
ডাঃ কেন্টের মতে – আর্স, বেল, কার্বো-এসি, কোরিয়াম, ফস, ফাইটো, সাইলি, আর্জ নাই, থুজা।

প্রোষ্টেট গ্লান্ড, রক্ত-প্রস্রাব – কোটেলাস-হরিদাশ।

পুরুষাঙ্গের ক্যানসার

পুরুষাঙ্গের ক্যানসার

স্ক্রাটাম – আর্স, কার্বো-এ্যানি, ফুলিদ্যাগো, ফসফরিক-এসিড।

স্কিরাস – কাব্যো-এ্যানি।

আর পড়ুন – সাধারণ ক্যান্সার

সেআষ্টিসে – স্পঞ্জিয়া।

অন্ডাকোষের এপিথেলিওমা – কার্বো-এ্যানি, ফস-এসি।

অন্ডকোষ – আর্স, অরাম-মেটালিকাম, বেল, কার্ব-এসি, ক্লিমেটিস, কোনিয়াম, কেলি-ফস, ল্যাকেসিস, অক্সিলিক-এসিড, ফসফরাস, ফাইটোলেক্কা, সালফার, সাইলিসিয়া, স্পঞ্জিয়া, থুজা, ভিসক-এলব।

প্রোষ্টেট ঃ ক্যাডমিয়ামপি (Casimium-p) :- পোষ্টেটের কার্সিনোমা সন্দেহে ক্রটি ব্যবহার সম্পূর্ন আরোগ্য দেয়। (ডাঃ উইলবার, কে বন্ড)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev