হিপোমেনিস
(Hippomanes)
ডা: উলিয়াম বরিক
ঘোড়ার বাচ্চা পেটের মধ্যে যে থলিতে থাকে তাহার রসের তলানি হইতে প্রস্তুত ঔষধ। গ্রীক লেখকগণ ইহাকে একটি প্রকৃষ্ট কামোত্তেজনক ঔষধরুপে বর্ণনা করিয়াছেন।
পাকস্থলী : পাকাশয়ে বরফবৎ শীতলতা।
পুং-জনেন্দ্রিয় : রতীচ্ছা বর্ধিত। প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি। অণ্ডোকোষে টানিয়া ধরার ন্যায় বেদনা।
হস্ত-পদাদি : হাতের কব্জিতে তীব্র বেদনা। ঐ স্থানের পক্ষঘাত। মনে হয় ঐ স্থানটি মচকাইয়া গিয়াছে। হাতের ও হস্তাঙ্গুলির অত্যান্ত দুর্বলতা। পা, হাঁটু ওপদতলের সন্ধিগুলির দুর্বলতা। অতিরিক্ত মোটা হইয়া পড়ার জন্য দুর্বলতা।
সম্বন্ধ : তুলনীয় : কষ্টিকাম।
মাত্রা : ৬ষ্ঠ হইতে ৩০ শক্তি।
সপাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।