শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

ইউক্কা ফিলামেন্টোসী

আরোগ্য হোমিও হল / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ
জেরোফোইলাম হোমিওপ্যাথি ঔষধ

ইউক্কা ফিলামেন্টোসী (Yucca Filamentosa)

চলিত নাম- বিয়ার গ্রাস (Bear grass)

ডা: উইলিয়াম বরিক

শিরঃপীড়াসহ পিত্তজ উপদ্রব। হতাশ ও খিট্খিটে।

মস্তক : শিরঃপীড়া, যেন মাথার চাঁদিটি উড়িয়া যাইবে। কপালের ধমনী গুলি দপ্ দপ্ করে। নাসিকা রক্তবর্ণ।

মুখমণ্ডল : হরিদ্রাবর্ণ, জিহণ হরিদ্রাবর্ণ, লেপারত। দন্ত ছাপযুক্ত (মার্ক,পড়ো, রাস)।

মুখমণ্ডল : পচা ডিমের মত স্বাদ (আণিকা)।

বায়ো কম্বিনেশন ২৫

গলগহ্বর : মনে হয় যেন, নাকের পশ্চাত্রহ্ম হইতে কি একটা বুলিয়া আছে। উহা উপর বা নীচে কোন দিকে সরান যায় না।

উদরগহ্বর : যকৃতের উপর দক্ষিণদিকে গভীর স্থানে বেদনা। ঐ বেদনা পৃষ্ঠদেশ পর্যন্ত বিস্তৃত হয়। মন হরিদ্রাভ এবং বাদামী বর্ণ, তৎসহ মিশ্রিত।

পুং-জননেন্দ্রিয় : লিঙ্গাগ্র-ত্বকে স্ফীতি এবং জ্বালা, লিঙ্গমণি রক্তবর্ণ। গণোরিয়া (ক্যানাবিস, টুসিল)।

চর্ম : অহিতনের ন্যায় লালবর্ণ।

মাত্রা : মূল অরিষ্ট হইতে ৩য় শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev