মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

র‌্যাক্স নাং ১১৫ (ক্ষুধাহীনাতা)

আরোগ্য হোমিও হল / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৮:১৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নাং – ১১৫

RAX NO -115

ক্ষুধাহীনাতা (Alfalfa Comp.)

ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।

মিশ্রণ : Alfalfa Q. Avena Sariva Q. China 6C. Cinnamonum 6C. Gentiana 3C. Hydrastis 6C.

র‌্যাক্স নাং – ১১৫ ঔষধের লক্ষণ : পাকস্থলী গোলযোগ এবং দুবর্ল ইম্যুনিটির কারনে ক্ষুধাহীনতা হয়ে থাকে। খাওয়ার অনিচ্ছা, অল্প খাবারের পরে পরিপূর্ণ, এ্যামোনিয়া, দুর্বলতা, ওজন হ্রাস অন্ত্রের শুস্কতা এবং কোষ্ঠ কাঠিন্য। র‌্যাক্স নাং – ১১৫এই ঔষধটি ক্ষুধাহীনতা উপশ্রমের জন্য উত্তম প্রতিষেধক।

র‌্যাক্স নাং – ১১৫ ঔষধের লক্ষণ  সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। কিছু উন্নতি হলে প্রতিদিন সকাল-দুপুরে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন – কন্ট ৬৮ (হজমের উপশমে কার্যকর)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন – এন – ৯২ (হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর)

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

র‌্যাক্স নাং – ১১৫  পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নাং – ১১৫ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

আরও পড়ুন – শিশুর রাক্ষুসে ক্ষুধা

র‌্যাক্স নাং – ১১৫ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে,শিশুদের নাগালের বাহিরে রাখুন।

 


আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev