শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

চোখে ছানির জন্য বায়োকেমিক ঔষধ

আরোগ্য হোমিও হল / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ন

চোখে ছানির প্রধান ঔষধ- ক্যালকিলিয়া ফ্লোর ও সাইলিসিয়া। ছানির বৃদ্ধি বন্ধ করিতে ক্যালকেরিয়া ফস অত্যান্ত ফলপ্রদ। অন্ধতার সহিত ছানি হইলে ক্যালকেরিয়া ফস ব্যবহার্য্য।

অম্ল, অজীর্ণতা প্রভৃতি থাকিলে – ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস।

আঘাত লাগা বশতঃ হইলে – কেলি মিউর।

উদ্ভেদের পর – সাইলিসিয়া।

পদঘর্ম্ম বন্ধ হইবার পর – সাইলিসিয়া।

চোখে ছানির প্রারম্ভাবস্থায় চক্ষুর লেন্সের অস্পষ্টতা থাকিলে এবং প্রথমাবস্থায় ছানি কোমল থাকিলে – নেট্রাম মিউর।

কঠিন ছানিতে – ক্যালকেলিয়া ফ্লোর ও কেলি মিউর পর্য্যায়ক্রমে।

দক্ষিণ চক্ষুর ছানিতে – সাইলিসিয়া।

রক্তধিক্য হইলে – ফেরাম ফস।

বৃদ্ধদের ছানিতে – ক্যালকেরিয়া ফস উত্তম ঔষধ।

ধূসর বর্ণের হইলে – নেট্রাম মিউর ও সাইলিসিয়া।

অফিস কর্মচারীদের ক্ষেত্রে – সাইলিসিয়া।

বায়োকেমিক ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা প্রতিদিন তিন ঘন্টা পর পর ৪টি ট্যাবলেট, শিশুরা ১ থেকে ২টি ট্যাবলেট দিনে চারবার সামান্য গরম পানিসহ সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev