হিপ্পোজেনিয়াম
Hippozaenium
অপর নাম- গ্রেডারিন ম্যালিন-ফারসিন
(Gladeine-mallein-Farcine)
ডা: উইলিয়াম বরিক
ঔষধ প্রস্তুতপ্রণালী : ঘোড়ার গ্লাণ্ডডার্স নামক রোগজীবাণু হইতে প্রস্তুত ঔষধ।
ডা: জে, জে. গার্থ উইলকিনসন কর্তৃক প্রস্তুত একটি শক্তিশালী নোসোড ঔষধ।। ক্ষয়কাশ, ক্যান্সার, সিফিলিস প্রভৃতি রোগের বহুলক্ষণ এই ঔষধটিতে পাওয়া যায়। ইহার উপযোগিতা পুতিনস্য গণ্ডমালাজ স্ফীতি, রক্তদুষ্টি ও ইরিসিপ্লাস রোগ চিকিৎসায়। পুরাতন নাসিকা প্রদাহ, রসানির মত স্রাব নি:সরণ।
নাসিকা : লাল স্ফীত, সর্দি, পচা সর্দি, ক্ষত। নাসা স্রাব বিদ্রাহী ক্ষতকর, রক্তাক্ত এবং দুর্গন্ধযুক্ত। নাসাপুটে গুটিকা। গলকোষ এবং নাসিকামুলে পুঁজবটী ও ক্ষত।
মুখমণ্ডল : যাবতীয় গ্রন্থি স্ফীত, বেদনান্বিত। ফোড়া জন্মে।
শ্বাসযন্ত্র : স্বরভঙ্গ, বায়ুনলীর হাঁপানি, সশব্দে শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া হৃস্ব এবং অসম। কাশির সহিত শ্বাসকষ্ট। অতিরিক্ত স্রাব। মনে হয় এখনই শ্বাসরোধ হইবে। বৃদ্ধ ব্যাক্তিদের ব্রঙ্কাইটিস, যে সকল ক্ষেত্রে অতিরিক্ত শ্লেম্মা স্রাবের জন্য শ্বাসরোধের মত হয়। যক্ষারোগ।
চর্ম : নাসিকা গ্রন্থিসমুহের স্ফীতি। সন্ধিস্থানে স্ফীতির হ্রাসবৃদ্ধি থাকে না। বাহুতে গুটিকা দেখা দেয়। দুষিত ইরিসিপ্লাস। পুঁজবটী ও ফোড়া। ক্ষত, দগ্ধ কল্কীকা এবং একজিমা।
সম্বন্ধ : তুলনীয়-মিউকো-টক্সিন : (ক্যাহি সর্দিরোগের জীবাণূ হইতে ঔষধটি প্রস্তুত করিয়াছেন) ফ্রিডল্যাণ্ডের আবিস্কৃত ব্যাসিলাস অব নিউ মোনিয়া এ্যাণ্ড দি মাইক্রোকোক্কাস টেট্রাজিনিয়াস-(তরুণ ও পুরাতন সর্দি রোগে, শিশু ও বৃদ্ধগণের পক্ষে উপযোগী। আরও তুলনীয়- অরম, কেলি বাই, সোরিন, ব্যাসিলিনাম।
মাত্রা : ৩০ শক্তি।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।