শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

আর ৯৬ (নাকের স্প্রে) 

আরোগ্য হোমিও হল / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
আর ৯৬ (নাকের স্প্রে) 

R 96 (nasal spray) 
আর ৯৬ (নাকের স্প্রে) 
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ৯৬ (নাকের স্প্রে)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg R 96/ জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি সমস্ত অনুনাসিক উদ্বেগের জন্য তাত্ক্ষণিক ত্রাণ পেতে ব্যবহার করা হয়।
আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি ইঙ্গিত : সহজে শ্বাস নিন। বিরক্তিকর নয়, এবং সংরক্ষণকারী মুক্ত। তাত্ক্ষণিক পদক্ষেপ এবং দ্রুত ত্রাণ পায়।
আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি কার্যকারিতা : অনুনাসিক স্প্রে দিয়ে নাকের অস্বস্তি দুর করে। এই ড্রপসটি নাকের বিভিন্ন সমস্যা থেকে তাত্ক্ষণিক উপশমের জন্য ডিজাইন করা হয়েছে – ভিড় এবং অ্যালার্জি থেকে ঠান্ডা উপসর্গ ও নাক ডাকা। সমস্ত বয়সের জন্য এটি নিরাপদ এবং প্রিজারভেটিভ থেকে মুক্ত। প্রাকৃতিক এবং কার্যকরী নাকের যতেœর জন্য আপনার সর্বোত্তম সমাধান। আপনার অনুনাসিক স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে নির্দিষ্ট লক্ষণগুলি মোকাবেলার জন্য প্রতিটি উপাদান সাবধানে নির্বাচন করা হয়। আজই আর ৯৬ ব্যবহার করুণ এবং আরামে শ্বাস নিন।

আরও পড়ুন –  অ্যাডাল-২৩ (সাইনোসাইটিস)

আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি লক্ষণ :
(ক) নাক বন্ধ।
(খ) অ্যালার্জিক রাইনাইটিস।
(গ)  ঠান্ডা।
(ঘ) নাক ডাকা।
(ঙ) হাঁচি।
(চ)  চলমান নাক।
(ছ)  নাকের মিউকোসার প্রদাহ।
আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি উপকারিতা: নাকের স্বাস্থ্যের জন্য ব্যাপক যতœ ক্যালসিয়াম কার্বোনিকাম হাহ, সিনাবারিস, কালি বিক্রোমিকাম ও পালস্যাটিলা রয়েছে। এটি শ্বাসকষ্ট সংক্রান্ত বিভিন্ন উপসর্গের জন্য ব্যবহৃত হয়। অনুনাসিক ভিড়, অ্যালার্জিজনিত রাইনাইটিস, সর্দি, নাক ডাকা, হাঁচি, নাক বয়ে যাওয়া এবং নাকের মিউকোসার প্রদাহ মতো পরিস্থিতি মোকাবেলা করে।

আরও পড়ুন –  অ্যাডাল-৭ (সর্দি, কাশি, ল্যারিঞ্জাইটিস)

আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি মুল উপাদান :
(১) ক্যালসিয়াম কার্বোনিকাম D12 (Calcium carbonicum D12)।
(২) ক্যালি বাইক্রোমিকাম D6 (Kali Bichromicum D6)।
(৩) পালসেটিলা D6 (Pulsatilla D6)।
(৪) সিন্নাবারিস D8 (Cinnabaris D8)।

আরও পড়ুন –  বায়ো-কম্বিনেশন ৫ (সর্দি)

আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি কার্যকারিতা : 
(ক) ক্যালসিয়াম কার্বোনিকাম (Calcium carbonicum) : ঐতিহ্যগতভাবে দীর্ঘস্থায়ী অনুনাসিক ভিড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়, বিশেষ করে যারা ঠান্ডা খসড়া অথবা আবহাওয়া পরিবর্তনের প্রতি সংবেদনশীল। সর্দি বা অ্যালার্জিজনিত অবস্থার সাথে প্রায়শই নাকে ঠাসাঠাসি বা বাধার অনুভূতি দুর করে।
(খ) ক্যালি বাইক্রোমিকাম (Kali Bichromicum) : সাধারণত ঘন, স্ট্রিং মিউকাসের ক্ষেত্রে ব্যবহারিত হয় যা দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস অথবা সর্দিতে দেখা যেতে পারে। নাক বন্ধের কারণে একগুঁয়ে ভিড়, সাইনাসে ব্যথা এবং শ্বাস নিতে অসুবিধার মতো লক্ষণগুলি দুর করে।
(গ) পালসেটিলা (Pulsatilla) : সর্দি-কাশির ক্ষেত্রে এটি উপযুক্ত, বিশেষ করে যখন স্রাব ঘন এবং হলুদ-সবুজ হয়। নাক বন্ধ হওয়ার কারণে নাক ডাকা হ্রাস করে এবং প্রায়শই উষ্ণ ঘরে খারাপ হওয়া এবং খোলা বাতাসে উন্নতি উপসর্গগুলির জন্য কার্যকর।
(ঘ) সিন্নাবারিস (Cinnabaris) : এটি প্রায়শই সাইনাস অবস্থার জন্য সুপারিশ করা হয়, বিশেষ করে নাকের গোড়ায় চাপ এবং ব্যথা থাকে।
নাক বন্ধের ক্ষেত্রে সহায়ক, যেখানে ঘন, হলুদ স্রাব থাকে।

আরও পড়ুন –  এন – ৪৯ (পলিপাস ও সাইনোসাইটিস ড্রপস)

আর ৯৬ অনুনাসিক স্প্রে ড্রপসটি ব্যবহারের নির্দেশিকা : প্রিজারভেটিভ ড্রপসটি সব বয়সী ব্যবহার করতে পারবেন। শিশু (২-৫ বছর) : ১টি পাম্প স্ট্রোক, প্রতিদিন ২-৩ বার। শিশু (৬-১২ বছর) : ১টি পাম্প স্ট্রোক, প্রতিদিন ৩-৪ বার। প্রাপ্তবয়স্ক ব্যাক্তিরা : পাম্প স্ট্রোক, প্রতিদিন ৩-৪ বার। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুণ ।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
সতর্কতা : গর্ভবতী মা অথবা দুগ্ধদানকারী মায়েরা ঔষধ সেবনের পূর্বে রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা উত্তম।

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঔষধ সরক্ষণ : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev