মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

আর ১৯২ (কোষ্ঠকাঠিন্য ড্রপ)

আরোগ্য হোমিও হল / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

আর ১৯২ (কোষ্ঠকাঠিন্য ড্রপ)
R 192 (Constipation Drops)
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো “ আর ১৯২ (কোষ্ঠকাঠিন্য ড্রপ)” কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : Dr. Reckeweg /আর ১৯২ কোষ্ঠকাঠিন্য ড্রপটি জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : আর ১৯২ ড্রপসটি : যকৃত ও পিত্তথলির অলস কার্যকারিতার কারণে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, চাপের অনুভূতি এবং পেটের ডানদিকে পূর্ণতা ইত্যাদিতে ব্যবহার হয়।।
আর ১৯২ ড্রপসটি প্রধান উপাদানের কর্মের মোড : এটি হেপাটোজেনিক উৎসের কোষ্ঠকাঠিন্যের উপসর্গগুলিকে প্রভাবিত করে।
(ক) কার্ডিয়াস মারিয়ানাস (Carduus marianus)।
(খ) কার্বো ভেজিটেবিলিস (Carbo vegetabilis)।
(গ) ম্যাগনেসিয়াম সালফিউরিকাম (Magnesium sulfuricum)।
(ঘ) মান্দ্রাগোরা ই রেডিস সিকাটো (Magnesium sulfuricum)।

আরও পড়ুন –  অ্যাডাল-১১ (কোষ্ঠকাঠিন্যে)

আর ১৯২ ড্রপসটি কার্যকারিতা :
(১) কার্ডিয়াস মারিয়ানাস (Carduus marianus) :  এটি হেপাটো-পিত্তত ব্যবস্থার সঙ্গে অর্গানোট্রপিক সম্পর্ক। এর প্রধান লক্ষণ হল সঞ্চালনের মাধ্যেমে একটি ধীরগতি এবং স্থবিরতা। যকৃতের এলাকায় পূর্ণতার অনুভূতি, কোষ্ঠকাঠিন্য, মল শক্ত, কালো ও ছোট পিণ্ডযুক্ত।
(২) কার্বো ভেজিটেবিলিস (Carbo vegetabilis) :  এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট ও কার্ডিওভাসকুলার সিস্টেমের সঙ্গে অর্গানোট্রপিক সম্পর্ক। এটি ধীর দ্বারা চিহ্নিত করা হয়। এপিগ্যাস্ট্রিক অঞ্চলের বিস্তৃতি, পেট ফাঁপা, বেলচিং সহ পেটের অলস কাজ করে।
(৩) ম্যাগনেসিয়াম সালফিউরিকাম (Magnesium sulfuricum) : গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট ও কার্ডিওভাসকুলার সিস্টেমের সাথে ফাংশনটিওট্রপিক সম্পর্ক। এটি  সামগ্রিক প্রদর্শন দ্বারা চিহ্নিত করা হয়। এপিগ্যাস্ট্রিক অঞ্চলের বিস্তৃতি, পেট ফাঁপা, বেলচিং সহ পেটের অলস কাজ করে।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ৪ (কোষ্ঠকাঠিন্যে)

(৪) মান্দ্রাগোরা ই রেডিস সিকাটো ((Mandragora e radice siccato) : এটি লিভার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের সাথে ফাংশনটিওট্রপিক সম্পক এটির মধ্যে রয়েছে ফোলাভাব, মলত্যাগের জন্য অপ্রয়োজনীয় তাড়না, শক্ত বলের আকৃতির মল সহ কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের পরে শেষ না হওয়ার অনুভূতি।
আর ১৯২ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন –   কেন্ট ২৩ (কোষ্ঠকাঠিন্য রোগে কার্যকর)

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সতর্কতা : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev