শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

অ্যাডাল-৬৪ (ইউরিক অ্যাডিস)

আরোগ্য হোমিও হল / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:০০ অপরাহ্ন
অ্যাডেল নং - ৬৪ (ইউরিক অ্যাডিস)

Adel – 64 (Uric Acid)।

অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস)।

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

প্রস্তুত প্রণালী :  জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) ড্রপ সম্পর্কে : ইউরিক অ্যাসিড, গেঁটেবাত বৃদ্ধি ও বিষাক্ত বর্জ্য নির্মূলে সহায়ক।

অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) উপকারিতা : Berberis vulgaris ইউরিক অ্যাসিডের নির্গমনকে উৎসাহিত করে এবং অঙ্গগুলি থেকে বিশেষ করে লিভার, কিডনি ও গলব্লাডার থেকে বিষাক্ত পদার্থগুলি পরিষ্কার করতে একটি সহায়ক। এটি সংক্রমণ ও বিষাক্ত ক্ষতির বিরুদ্ধেও শরীরকে রক্ষা করে যা লিভারের কার্যকারিতা ব্যাহত করতে পারে, ডায়াবেটিস ও কিডনির অভিযোগ এবং সিস্টেমিক নেশার কারণে দেখা দেয় এমন গুরুতর ত্বকের সমস্যার সমাধান করে।

অ্যাডেল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) ঔষধের লক্ষণ : রক্তে ইউরিয়া ও কিয়েটিনিনের অত্যাধিক জমা হওয়া সম্পর্কিত লক্ষণগুলি জন্য প্রতিকার। হাইপারউরিসেমিয়া (ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা) সঙ্গে যুক্ত লক্ষণ যেমন – কাঁধ, বাহু, হাত-পা আঙ্গুল ও পায়ের বাতজনিত প্যারালাইটিক ব্যথায় কার্যকর। দীর্ঘস্থায়ী গেঁটেবাত, জয়েন্টেগুলোর ব্যাথা উপশ্রম করে।

আরও পড়ুন – এইচ আর – ১৫ (ইউরিক অ্যাসিডে কার্যকর)

অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) ঔষধের কার্যকারিতা
(১) বারবেরিস ভালগারিস 4x (Berberis vulgaris 4x)
(২) ব্রায়োনিয়া কোটিকা 6x (Bryonia Cretica 6x)।
(৩) কোলচিকাম 12x (Colchicum 12x)।
(৪) ন্যাট্রিয়াম কার্বোনিকাম 4x (Natrium Cabonicum 4x)।
(৫) ফাইটোলাক্কা আমেরিকানা 4x (Phytolacca Americana 4x)।
(৬) সাইনারা স্কোলিমাস 12x (Cynara scolymux 12x)।
(৭) হারপোগোফাইটাম প্রকম্বেন্ট 4x (Harpagophytum procumbens 4x)।
(৮) লিডাম পাল 6x (Ledum palustre 6x)।

আরও পড়ুন – র‌্যাক্স নং – ১০৫ (প্রসাবের সংক্রমণ)

অ্যাডাল নং – ৬৪ (ইউরিক অ্যাডিস) ঔষধের কার্যকারিতা :

(ক) বারবেরিস ভালগারিস (Berberis vulgaris) : এটি ইউরিক অ্যাডডের নির্গমনকে উৎসাহিত করে ও এর অঙ্গগুলি বিশেষ করে লিভার, কিডনি এবং গলব্লাডার থেকে বিষাক্ত পদার্থ পরিস্কার করে। এটি সংক্রমণ এবং বিষাক্ত ক্ষতির বিরুদ্ধেও শরীরকে রক্ষা করে যা লিভারের কার্যকারিতা ব্যাবহাত করতে পারে, ডায়াবেটিস ও কিডনির অভিযোগ এবং সিস্টেকিম নেশার করণে দেখা দেয় এমন গুরুত্বও ত্বকের সমস্যার সমাধান করে।

(খ) ব্রায়োনিয়া কোটিকা (Bryonia Cretica) : এটি শ্লেম্মা ঝিল্লির প্রদাহ থেকে মুক্তি দেয় যা পেশী এবং জয়েন্টে ছুরিকাঘাতের মতো ব্যথার সাথে থাকে। এটি অন্ত্রেও নির্গমনকেও উদ্দীপিত করে এবং সংক্রমণের চিকিৎসা করে।

(গ) কোলচিকাম (Colchicum) : এটি গাউট এবং রিউম্যাটিক জমের একটি প্রতিকার। এটি হৃৎপিন্ডের পেশীতে ছোটখাটো প্রদাহ দূর করতে ও ব্যাহত হজম প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ এবং বিষাক্ত বাধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে যা একটি জটিল থেরাপির অংশ হিসাবে ব্যবহার করা হলে অঙ্গে দুর্বলতা এবং ব্যথা হতে পারে।

(ঘ) ন্যাট্রিয়াম কার্বোনিকাম (Natrium Cabonicum) : এটি ইউরিক অ্যাসিডের হ্রাস করে, শ্লেম্মা ঝিল্লি, শ্বাস-প্রশ্বাস এবং পাচনতন্ত্রের প্রদাহের চিকিৎসায় সাহায্য করে যা দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থার দিকে নিয়ে যেতে পারে। এটি আরো সংক্রামক প্রক্রিয়াগুলিকে সম্বোধন করে ও একটি জটিল থেরাপির অংশ হিসাবে ব্যবহার করা হলে হৃদযন্ত্রেও ক্ষতি প্রতিরোধ করে।

(ঙ) ফাইটোলাক্কা আমেরিকানা (Phytolacca Americana) : এটি একটি মানের নিয়ন্ত্রক ও নিরাময়কারী পদার্থ যা বাত সংক্রান্ত লক্ষণ যেমন – শক্ত হওয়া নিউরালজিয়া ও পেশীর খিঁচুনি দুর করে।

আরও পড়ুন – এইচ আর – ০১ (ব্লাড সুগারের চিকিৎসায় কার্যকর)

(চ) সাইনারা স্কোলিমাস (Cynara scolymux) : এটি একটি সাধারণ নির্গমন এবং বিষাক্ত বর্জ্য দ্রব্য নির্মূলের প্রচার করে ও এটি প্রদাহরোধী এবং মূত্রবর্ধক হিসাবে কাজ করে।

(ছ) হারপোগোফাইটাম প্রকম্বেন্ট (Harpogophytum Procumbent) : এটি বিপাক উন্নত করতে সাহায্য করে ও বর্জ্য দ্রব্য অপসারণকে উদ্দীপিত করে যাহার ফলে বড় জয়েন্ট এবং মেরুদন্ডের অংশে ক্স্যাস্পিং ব্যথা ও ছিঁড়ে যাওয়ার সংবেদন গুলি সমাধান করে।

(জ) লিডাম পাল (Leeum Palustre) : এটি গাউট জাম, ছোট জয়েন্টে ব্যথা ও পেশী বহুল সিস্টেমের মধ্যে সাধারণ শক্ত হয়ে যাওয়ার চিকিৎসায় ব্যবহার হয়। এটি একটি সহায়ক চিকিৎসা হিসাবে এই পদার্থটি উদ্বেগের আমানাত অপসারণ করতে সাহায্য করে যা প্রদাহ হতে পারে এবং সঠিক থার্মো নিয়ন্ত্রণকে প্রচার করতে পারে।

অ্যাডাল নং- ৬৪ ঔষধ সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

আরও পড়ুন – কেন্ট ৩১ (বিছানায় প্রস্রাব করা প্রতিরোধে কার্যকর)

শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সতর্কতা : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev