কান পাকা বা কান হইতে পূঁজ নি:সরণ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
কান পাকা বা কান হইতে পূঁজ নি:সরণ : ঘাম-জ্বর প্রভৃতি পীড়ার পর বা কোন চর্মরোগ বসিয়া গিয়া (প্রধান্ত গণ্ডমালাগ্রস্ত বালক-বালিকাদের) কান পাকিয়া পূঁজস্রাব হইয়া থাকে। হাম বা বসন্তের পর কান পাকিলে অথবা কানের পূঁজ পড়া বন্ধ হইয়া স্কন্ধদেরশর গ্রন্থি স্ফীত হইলে প্রথমে – পালসেটিলা ৩ শক্তি ও পরে সালফার ৩০ শক্তি প্রযোজ্য। কান হইতে পূঁজস্রাব সহ শির:পীড়ায় – বেলেডোনা 3 শক্তি বেলেডোনার পর মার্ক সল 6 শক্তি (বিশেষত: পূঁজ গাঢ়, দুগন্ধ ও দীর্গকাল স্থায়ী হইলে এবং বিছনার গরমে যন্ত্রণা বৃদ্ধি পাইলে) কিন্ত যদি অধিক পরিমাণে মার্কারি সেবিত হইয়া থাকে, তাহা হইলে হিপার-সালফার 6 শক্তি প্রযোজ্য। কুসুম কুসুম গরম পানিতে সোহাগা দিয়ে কান ধৌত করা উপকারী। তুলি দ্বারা কান মুছিয়া, তুলা দিয়া কান ঢাকিয়া রাখা উপকারী।
সাবধান শৈশবকালীন কান-পাকায় পূঁজ নি:সৃত হইতে থাকিলে হঠাৎ কোন বাহ্য প্রয়োগের ঔষধ দ্বারা স্রাব বন্ধ করা উচিত নহে, স্রাব বন্ধ হইলে গুরুতর পীড়া ঘটিতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।