হোয়াং নান-ষ্ট্রিকনোস গলথেরিয়ানা
(Hoan Nan- Strychnos Gaultheriana)
চলতি নাম- গ্রীস্মশেীয় বাইড
(Tropical Bind-Weed)
ডা: উইলিয়াম বরিক
শির:ঘূর্ণনসহ অবসাদ: হাতে ও পায়ে অবশতার সহিত ঝিঁঝিঁ ধরা, নিন্ম চোয়াল আপনা হইতেই চড়িতে থাকে। পুঁজবতী ও ফোঁড়া : উপদাংশের তৃতীয় অবস্থা এবং পক্ষাঘাত। কাউর, পুরাতন চর্মোদ্ভেদ (Prurigo) , পুরাতন ক্ষত, কুষ্ঠরোগ, গ্রন্থিস্থানের ক্যান্সার, এবং সর্পদংশন। ক্যান্সার রোগে দুর্গন্থ ও রক্তস্রাব দুর করে। আরোগ্য ক্রিয়ার সাহায্য করে। আর্সেনিকের পরে ভাল কাজ করে।
মাত্রা – মুল অরিষ্টের ৫ ফোঁটা। ২০ ফোঁটা পর্যন্ত মাত্রা বৃদ্ধি করা যাইতে পারে।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।