বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

মেয়েদের গোপন অঙ্গে দুর্গন্ধ করে কেন, ইহার কারণ কি?

আরোগ্য হোমিও হল / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন
মেয়েদের গোপন অঙ্গে দুর্গন্ধ করে কেন, ইহার কারণ কি

মেয়েদের গোপন অঙ্গে করে কেন? ইহার কারণ কি?
আরোগ্য হোমিও হল এ আপনাকে স্বাগতম, মেয়েদের গোপন অঙ্গে দুর্গন্ধ করে কেন? ইহার কারণ কি? কেন বা হয়, ছেলে অথবা মেয়েদের উভয়ে দুগন্ধ হতে পারে কি করলে তা দুর হবে তা নিয়ে আজকে আলোচনা কররো। চলেন কথা না বাড়িয়ে মুল আলোচনায় যায়।

মেয়েদের গোপন অঙ্গে দুর্গন্ধ হওয়ার সমস্যাটা অনেকেরই আছে। এটা এতটাই বিব্রতকর একটি সমস্যা যে কাউকে বলাও যায় না। আবার সহ্যও করা যায় না। আর এ সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাবার কথা এ সমস্যা নিয়ে অনেক নারী চিন্তাও করেন না। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার স্বাভাবিক যৌন জীবনে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এ গোপন অঙ্গে দুর্গন্ধ। তবে এটি সাধারণ কারণ হল শরীরে হরমোনাল পরিবর্তনের ফলে হয়ে থাকে। মেয়েদের যৌনাঙ্গে দূর্গন্ধ হবার কারণ। দুর্গন্ধ দূর করার চেষ্টা করেও অনেকে বারবার বিফল হয়েছেন? আসুন জেনে নেই আপনার শরীরের স্পর্শ কাতর সেই গোপন অঙ্গে অংশের দুর্গন্ধ দূর করার কার্যকরী উপায়। প্রতিটি মানব শরীরে স্বাভাবিক একটি ঘ্রাণ আছে। মেয়েদের পিরিয়ডের সময় খুব সুক্ষ্মভাবে ঘ্রাণটি পরিবর্তন হয়ে যায়। এছাড়াও মানুষের বগল, পায়ের পাতা অথবা শরীরের অন্যান্য ভাঁজের অংশে দুর্গন্ধ হয়ে থাকে তবে এর ব্যাথিক্রম নয় মেদের গোপন অঙ্গটি। তবে গোপন অঙ্গে দুর্গন্ধ হবার পেছনে  অবশ্যই কিছু করণ রয়েছে।

পুরুষ ও মহিলার গোপন অঙ্গ দুর্গন্ধ করার কারণ নিন্মে তুলে ধরা হলো :

(ক) যদি স্বাস্থ্য ভাল হয় তবে আপনার শরীরের ভাঁজে ভাঁজে ঘাম জমে সেখানে ব্যাকটেরিয়া জন্মায় ও দুর্গন্ধের সৃষ্টি হয়।

(খ) এছাড়া গোপন অঙ্গে ইস্ট অথবা ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে খুবই বাজে দুর্গন্ধ হতে পারে ।

(গ) গোপন অঙ্গ সঠিক ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা, পিরিয়ডের সময় এক প্যাড দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণেও জন্ম নেয় দুর্গন্ধ।

(ঘ) যদি খুব বেশী টাইট পোশাক দীর্ঘ সময় পরিধান তা হলেও ঘামে দুর্গন্ধ হতে পারে। অনেকের প্রস্রাব লিক করার সমস্যা থাকে। এ কারণেও গন্ধ হতে পারে।

পুরুষ পার্টনারের দূর্গন্ধ হতে পারে

(১) প্রাকৃতিকভাবে পুরুষদের যৌনাঙ্গে থাকা তৈলের মতো প্রসব করার ক্ষমতা মেয়েদের যৌনাঙ্গে নেই, তাই তাদের মেয়েদের যৌনাঙ্গ শুষ্ক থাকতে পারে এর কারণে দূর্গন্ধ সৃষ্টি হতে পারে ।

(২) যৌনাঙ্গের ইনফেকশন, শ্লেষ্মালা বা অন্যান্য রোগ যৌনাঙ্গে দূর্গন্ধ সৃষ্টি করতে পারে।

(৩) কিছু স্বাস্থ্য সমস্যা যেমন- যৌনাঙ্গের ইনফেকশন, শ্লেষ্মালা বা অন্যান্য রোগ যৌনাঙ্গে দূর্গন্ধ সৃষ্টি করতে পারে।

(৪) কিছু কিছু সময়ে পুরুষের যৌনাঙ্গে দূর্গন্ধ থাকতে পারে এর ফলে যৌনাঙ্গ পরবর্তীতে সে দূর্গন্ধ অনুকরণ করতে পারে।

এগুলো শুধুমাত্র কিছু কিছু উদাহরণ দেওয়া হলো, এছাড়াও অন্যান্য কারণগুলো থাকতে পারে এবং এটি অবশ্যই নির্দিষ্ট কোনো মেয়েদের জন্য প্রযোজ্য নয়। এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কারণটি নির্ধারণ করা উচিত। সুত্র বিবিসি নিউজ অন লাইন।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন :  এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev