মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

এইচ আর – ৩৩ (রক্তশূন্যতা ও ক্ষুধামন্দায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন
এইচ আর - ৩৩ (রক্তশূন্যতা ও ক্ষুধামন্দায় কার্যকর)

এইচ আর – ৩৩ (রক্তশূন্যতা ও ক্ষুধামন্দায় কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : এইচ আর – ৩৩ (HEMOFORM) । অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের চিকিৎসায় ব্যবহার করা হয়।

আরও পড়ুন – সিনকোনা অফিসিয়ালিস চায়না ৩X-৬X

ব্যবহার : এইচ আর -৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের বর্ণনা :

ক/ এইচ আর – ৩৩ রক্তাল্পতা এবং ক্ষুধা হ্রাসের সর্বোত্তম ঔষধ।

খ/ ক্ষুধা বাড়াতে সাহায্য করে, এবং হজমশক্তি বৃদ্ধি করে।

গ/ অসুস্থতার পরে রক্তশূন্যতায় নির্দেশিত।

ঘ/ শরীরের কার্যকারিতা স্বাভাবিক করে।

ঙ/ দুর্বলতা ও অলসতায় খুব উপকারী।

চ/ খনিজ ও লোহিত রক্ত কণিকার অভাব পূরণ করে।

আরও পড়ুন – কেন্ট ৩৩ (রক্তাল্পতা এবং ক্ষুধা হ্রাস)

এইচ আর  – ৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের ভূমিকা :

রক্তশূন্যতা: অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হল সবচেয়ে সাধারণ রক্তের ব্যাধি। এটি রক্ত পরীক্ষায় একজন পুরুষের হিমোগ্লোবিনের মান ১৩.৫ মস/ফষ বা একজন মহিলার ১২.০ মস/ফষ-এর কম থাকে । শিশুদের জন্য সাধারণ মান বয়সের সাথে পরিবর্তিত হতে পারে।

এইচ আর -৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের কারণ : আয়রনের ঘাটতি বিশ্বব্যাপী রয়েছে। রক্তাল্পতার সবচেয়ে সাধারণ কারণ বলে ধরা হয়, যদিও অন্যান্য অবস্থা যেমন – ফোলেট, ভিটামিন বি১২ এবং ভিটামিন এ এর ঘাটতি হলে দীর্ঘস্থায়ী প্রদাহ, পরজীবী সংক্রমণ এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধিগুলি রক্তশূন্যতারও কারণ হতে পারে।

 এইচ আর -৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের লক্ষণ : ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা এবং তন্দ্রার সাথে যুক্ত। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ।

ক্ষুধামান্দ্য : ক্ষুধা হ্রাস মানে খাওয়ার ইচ্ছার অভাবকে বুঝানে হয়। এটি একটি দুর্বল ক্ষুধা বা ক্ষুধা হ্রাস হিসাবেও পরিচিত। এর জন্য মেডিকেল টার্ম হল অ্যানোরেক্সিয়া।

এইচ আর – ৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের কারণ : বিভিন্ন অবস্থার কারণে আপনার ক্ষুধা কমে যেতে পারে। এগুলি মানসিক এবং শারীরিক অসুস্থতার মধ্যে বিস্তৃত।

১/ ব্যাকটেরিয়া ও ভাইরাল সংক্রমণ।

২/ মনস্তাত্ত্বিক কারণ।

২/ ওষুধ সেবন।

৩/ সর্দি।

৪/ ফ্লু।

৫/ শ্বাসযন্ত্রের সংক্রমণ।

৬/ কোষ্ঠকাঠিন্য।

৭/ পেট খারাপ।

৮/ হজমের সমস্যা।

৯/ এসিড রিফ্লাক্স।

আরও পড়ুন – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

খাদ্যে বিষক্রিয়া।

১১/ এলার্জি।

১২/ খাদ্য অসহিষ্ণুতা।

১৩/ গর্ভাবস্থা।

১৪/ হরমোনের ভারসাম্যহীনতা।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ১৪ (স্নায়ু দুর্বলতা)

 মানসিক চাপ।

১৬/ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

১৭/ অ্যালকোহল বা ড্রাগের ব্যবহার।

এইচ আর  – ৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা  সাধারণ লক্ষণ ও উপসর্গ :

ক/ ওজন কমে যাওয়া।

খ/ বিষণ্ণতা।

গ/ স্বাদ সংবেদন হারানো ইত্যাদি।

এইচ আর -৩৩ রক্তশূন্যতা এবং ক্ষুধা হ্রাসের ইঙ্গিত: রক্তস্বল্পতার লক্ষণগুলি হল রক্তস্বল্পতার ধরন, অন্তর্নিহিত কারণ, যেমন- আলসার, রক্তক্ষরণ, মাসিক সমস্যা বা ক্যান্সার অনুসারে পরিবর্তিত হতে পারে। অনেক ধরণের রক্তাল্পতার সাধারণ লক্ষণগুলির মধ্যে নিম্নলিখিত অন্তর্ভুক্ত রয়েছে। সহজে ক্লান্তি এবং শক্তি হ্রাস, অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট এবং মাথাব্যথা, বিশেষত ব্যায়ামের সাথে, ঘনত্বে অসুবিধা, মাথা ঘোরা, ফ্যাকাশে ত্বক, পায়ে ক্র্যাম্প এবং অনিদ্রা ইত্যাদি।

আরও পড়ুন – এন – ৯২ (হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর)

এইচ আর – ৩৩ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হলে প্রতিদিন ৩ বার সেবন করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন – সিনকোনা Q 

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৪৯ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev