বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

এইচ আর – ৫১ (মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন
এইচ আর – ৫১ (মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর)

এইচ আর – ৫১ (মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তত প্রণালী : এইচআর মাসুদ/হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ব্যবহার : এইচ আর – ৫১ নিয়ন্ত্রিত মহিলা হরমোন সিস্টেমের চিকিৎসায় ব্যবহার করা হয়।

এইচ আর – ৫১ মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে বর্ণনা :

ক/ এইচ আর – ৫১ মহিলাদের যৌন দুর্বলতায় অত্যান্ত কার্যকর।

খ/ শরীরের হিমশীতলতা এবং দুর্বলতায় ব্যবহার করা হয়।

গ/ মাসিকের সমস্যায় অত্যান্ত কার্যকরী।

ঘ/ হরমোনের অপ্রতুলতার কারণে জরায়ুর সিস্ট এবং পিম্পলের জন্য ব্যবহার করা হয়।

ঙ/ এছাড়াও হজম এবং অগ্ন্যাশয়ের কার্যকারিতা বৃদ্ধি করে।

এইচ আর – ৫১ মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা : ডিম্বাশয় দ্বারা তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলি মহিলাদের যৌন হরমোন যা (সেক্স স্টেরয়েড) নামে পরিচিত – এবং এই দুটি প্রধান হল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ডিম্বাশয়েও কিছু সংখ্যক পুরুষ হরমোন, টেস্টোস্টেরন তৈরি করে। বয়ঃসন্ধির সময়, ইস্ট্রোজেন স্তনের বিকাশকে উদ্দীপিত করে। যোনি, জরায়ু (গর্ভাশয়) ও ফ্যালোপিয়ান টিউবগুলিকে (যেগুলি গর্ভাশয়ে ডিম বহন করে) পরিপক্ক করে তোলে। বয়ঃসন্ধির পর থেকে, এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সবই একজন মহিলার মাসিক চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাহার ফলে তার মাসিক বা পিরিয়ড হয়। প্রতিটি স্বতন্ত্র হরমোন তার নিজস্ব প্যাটার্ন অনুসরণ করে থাকে, মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে উত্থান এবং পতন, কিন্তু একসাথে তারা ঘটনাগুলির একটি অনুমানযোগ্য শৃঙ্খল তৈরি করে। একটি ডিম্বাণু (প্রতিটি ডিম্বাশয়ের কয়েক লক্ষের মধ্যে) ‘পাকা’ (পরিপক্ক) হয়ে যায় এবং ডিম্বাশয় থেকে ফ্যালোপিয়ান টিউবের নিচে এবং গর্ভাশয়ে যাত্রা শুরু করার জন্য নির্গত হয়। যদি সেই ডিমটি নিষিক্ত না হয়, ডিম্বাশয় দ্বারা উৎপান্নকারী ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা কমতে শুরু করে। এই হরমোনগুলির সমর্থনকারী কোন ক্রিয়া ছাড়াই, গর্ভের আস্তরণ, যা রক্তে পূর্ণ, স্রোত হয়, ফলে একটি পিরিয়ড হয়।

এইচ আর – ৫১ মহিলাদের হরমোন ইঙ্গিত: এইচ আর – ৫১ হল সাধারণত মহিলদের হরমোনের ভারসাম্য রক্ষাকারী। এটি মহিলাদের অন্তঃস্রাব সিস্টেমকে পুনরায় পূরণ করে থকে। প্রজনন এবং নারীত্বের জন্য নির্দিষ্ট মহিলা দেহকে নিয়ন্ত্রণ ও বজায় রাখতে সাহায্য করে। এটি মহিলাদের প্রজনন হরমোনের ভারসাম্য বজায় রেখে ডিম্বাশয় এবং জরায়ুকে শক্তিশালী করে যা মাসিক চক্রকে স্বাভাবিক করতে সাহায্য করে। স্বাভাবিক যোনি প্রবাহে সাহায্য করবে, PMS- এর লক্ষণগুলিকে খব সহজ করে মনোপজের লক্ষণগুলিকে কমিয়ে আনবে।

এইচ আর – ৫১ ফার্মাকোলজি: এইচ আর – ৫১ হল মহিলা হরমোনের ভারসাম্য রক্ষাকারী। এটি মহিলাদের অন্তঃস্রাব সিস্টেমকে পুনরায় পূরণ করতে সাহায্য করে। প্রজনন এবং নারীত্বের জন্য নির্দিষ্ট মহিলা দেহকে নিয়ন্ত্রণ ও বজায় রাখতে সহায়তা করে। এটি আপনাকে সর্বাধিক মেয়েলি ফলাফল অর্জন করতে সাহায্য করে। এটি মহিলা গ্রন্থিগুলির উপর সরাসরি কাজ করে যেমন- অতিরিক্ত ওজন, অনিয়মিত মাসিক এবং বেদনাদায়ক মাসিকের মতো হরমোনের ভারসাম্যহীনতার কারণে যে সমস্যা সৃিষ্ট হয় সেসব সমস্যা দূর করে। এটি স্বাভাবিক যোনি প্রবাহে সাহায্য করে, প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোমের (পিএমএস) লক্ষণগুলিকে সহজ করে এবং মেনোপজের লক্ষণগুলি কমিয়ে আনে। এটি প্রোজেস্টেরন রিসেপ্টর বিরোধী হিসাবেও কাজ করে এবং এন্ডোমেট্রিওসিস এবং জরায়ু ফাইব্রয়েডের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। আলতো ভাবে এন্ডোক্রাইন সিস্টেমকে পরিষ্কার করে, আপনার হরমোনের সিস্টেমকে ভারসাম্যকে ব্লক করে এবং এমন টক্সিন পরিষ্কার করে। এটি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর (SERMS) হিসাবে কাজ করে মহিলাদেরকে পোস্টমেনোপজাল সমস্যা যেমন – অস্টিওপোরোসিস এবং স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে। সুস্থ মানসিক ভারসাম্য এবং স্বাভাবিক মাসিক চক্র বজায় রাখতে সাহায্য করে।

এইচ আর – ৫১ ঔষধ সেবন বিধি : ২০ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুরা ৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতি ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। সুস্থ হলে প্রতিদিন ৩ বার সেবন করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এইচ আর – ৫১ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev