শিশু দুধ তোলা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর দুধ তোলা : স্নায়বিক উত্তেজনা বা পাকস্থলীর দোষাদি হেতু শিশু দুগ্ধ বমন করে। শিশুর দুগ্ধপানে অনিচ্ছ, টক বা দগন্ধ বমন অথবা পিত্তযুক্ত সবুজবর্ণ বমন ও কোষ্ঠকাঠিন্য লক্ষণে – নাক্স ভমিকা 6 শক্তি। প্রসৃতির অনিয়মিত ভোজন হেতু শিশুর জমাট দধির ন্যায় দুগ্ধ বমন দুগ্ধ পান করিবারমাত্র তৎক্ষণাৎ বেগে সশব্দে বমন, থান থান জমাট দধির ন্যায় বমন, বমনের পর শিশুর অবসন্নতা এবং ক্রিয়ৎকাল পরে আবার দুগ্ধ পান করাইলে পূর্ব্ববৎ বমন লক্ষণে – ইথুজা 6 শক্তি। উল্লিখিত লক্ষণসহ জিহ্বা সাদা লেপাবৃত থাকিলে- অ্যান্টিম ক্রুড 6 শক্তি। তৎসহ দুগন্ধ ভেদযুক্ত উদরাময় লক্ষণে – ক্যাল্কেরিয়া কার্ব্ব ৩০ শক্তি। দুগ্ধেও সহিত পিত্ত বা লালাবৎ শ্লেম্মা বমিত হইলে – ইপিকাক 6 শক্তি। দুগ্ধ-বমন পীড়া পুরাতন হইলে – ক্রিয়োজোট 6 শক্তি, নাক্স ভমিকা 6 শক্তি, পালসেটিলা 6 শক্তি, ভিরেট্রাম অ্যাল্ব 6 শক্তি প্রভৃতি প্রয়োজন হতে পারে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।