বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

শিশুর দেহে ঘা

আরোগ্য হোমিও হল / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৪:৪৮ পূর্বাহ্ন

শিশুর দেহে ঘা 
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর দেহে ঘা : শিশুকে পরিস্কার রাখা হেতু বা তাহার চর্ম্ম অসুস্থ হইলে শিশুর বগলে, কানের পিছনে, কুঁককি প্রভৃতি নানা স্থানে ঘা হয়। চুলকানি বা পূঁজযুক্ত ফুস্কুড়ি হইলে- সালফার 3০ শক্তি। চর্ম্মেও অসুস্থতা হেতু ঘা হইলে- ক্যাল্কেরিয়া কার্ব্ব 6 শক্তি (বিশেষত: মেদবহুল স্থলকায় ছেলেদেও পক্ষে) ঘা হইতে সতত রক্ত নি:সৃত হইলে- লাইকো 12, ঘা হইতে চটচটে মত রস নি:স্রাবে – গ্র্যাফাইটিস 6 (বিশেষত: কানের পেছনের ঘা-এ) জালাকর ক্ষতের পক্ষে- কার্ব্বো ভেজ 3০। সর্ব্বাঙ্গে লাল ফুস্কুড়ি হইলে-ক্যামোমিলা 12 শক্তি। কুসুম কুসুম পানিতে গুটিকয়েক নিমপাত বা দুই ফোঁটা ক্যালেণ্ডুলা Q প্রত্যহ সকাল বৈকাল ক্ষতস্থান ধৌত করিলে উপকার হবে।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev