বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

শিশুর ধাতুদোষ বা কৌলিক পীড়া

আরোগ্য হোমিও হল / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৭:৫৯ পূর্বাহ্ন

শিশুর ধাতুদোষ বা কৌলিক পীড়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর ধাতুদোষ বা কৌলিক পীড়া : ধুতুদোষ বা কৌলিক পীড়া নিন্মলিখিত রোগে অনেকে স্থলেই পিতামাতাদি হইতে শিশুর বর্ত্তিয়া থাকে যেমন : (ক) গুটিকা রোগ (খ) গণ্ডমাল (গ) উপদংশ।

(ক) গুটিকা রোগ (Tuberculosis) :  ফুসফুস, মস্তিস্ক, অন্ত্রাদি শিশুর যে কোন শারীরিক যন্ত্র বা অন্ততে গুটিকাচয় (Tubercles) জন্মে। এই গুটিগুলি ধুসর বা পীতাভ পানির-খণ্ডবং দেখায় এবং তন্মধ্যে জীবণু(Tubercles bacilli) পাওয়া যায়। ফুসফুসে গুটিকা হইলে “ক্ষয়কাসি”(Phthisis)রোগ জন্মে। মস্তিস্কে হইলে “ মস্তিস্ক ঝিল্লী প্রদাহ” (Tubercular meningitis) রোগ সৃষ্টি করে।

ফসফরাস 6 শক্তি এই রোগে প্রধান ঔষধ। শিশু কাহিল বা রক্তহীন হইলে- ক্যাল্কেরিয়া ফস 6x বিচুর্ণ প্রযোজ্য। মুখ দিয়া রক্ত উঠা বা নাসিকা দিয়া রক্তস্রাব, জ্বর, ঋতুকালে রজ:নি:সরণের অভাব প্রভৃতি লক্ষণে- ফেরাম ফস 6x, উপযোগী। জ্বর, ঘর্ম্ম, ভেদ, কাসি (সন্ধ্যা ও প্রাত:কালে বৃদ্ধি), ফসফুসে তীব্র বেদনা (নড়িলে চড়িলে বৃদ্ধি) প্রভৃতি লক্ষণে আর্সেনিক 6 শক্তি সেবন করান। হিপার সালফার 6 শক্তি, সাইলি 3০ শক্তি, সালফার 3০ শক্তি, লাইকোপডিয়াম 12 ও আয়োডিয়া 6 শক্তি সময় সময় প্রয়োজন হইতে পারে। ব্যাসিলিয়াম ও পাইরোজেন প্রয়োগে চিকিৎসক গণ কোন ফল পান নাই।

(খ) গণ্ডমাল (Scrofula ): ইহা প্রথমোক্ত গুটিকা রোগের এক অবস্থা বিশেষ, এই পীড়ায় শরীরের গ্রন্থিগুলি (বিশেষত: গ্রীবার প্রন্থিদয়) ফুলিয়া বেদনাযুক্ত হয়, প্রায়ই পেটের অসু খবা সর্দ্দি লাগিয়া থাকে এবং চক্ষু ও কর্ণ দিয়া পুঁজস্রাব হয়। ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ বা ন্ট্রোম সালফ 12x বিচুর্ণ ২০০ শক্তি ইহার প্রধান ঔষধ। “গুটিকা” রোগের ঔষধাবলী হইতে ঔষধ নির্ব্বাচনপূর্ব্বক সেবন ও পথ্যাদি সম্বন্ধীয় নিয়ম পালনীয়।

(গ) উপদংশ (Infantile Syphilis) : পিতৃ বা মাতৃকুলে উপদংশ রোগ থাকিলে সন্তান ভুমিষ্ট হইবার মাত্র বা কয়েকদিন পরে এই পীড়ার নিন্মলিখিত লক্ষণগুলি শিশুতে প্রকাশ পায়। যেমন – শিশু শীর্ণ হইতে থাকে ও নিয়মিত কাঁন্না করে এবং প্রশ্বাস ত্যাগে ব্যাতিক্রম, চর্ম্মে চুলকানি ও ঘা প্রভৃতি প্রকাশ পায়। শিশুর উপদংশ-বিষ অন্যেও শরীরে সংক্রমিত হইলে তাহারও এই রোগে আক্রান্ত হইবার সম্ভবনা। মার্কসল 3০ শক্তি ইহার উৎকৃষ্ঠ ঔষধ। অধিক চুলকানি ও ক্ষত লক্ষণে – নাইট্রিক অ্যাসিড 3০ শক্তি। অরাম মেট 3০ শক্তি, থুজা 3০ শক্তি, সিফিলিনাম 3০ শক্তি, ব্যাডিয়েগা 3 শক্তি, সালফার 3০ প্রভৃতি ঔষধ সময় সময় উপযোগী।

হ্যানিম্যানের মতে প্রাচীন পীড়া তিন প্রকার যথা : সোরা, সিফিলিস ও সাইকোসিস। এই গুলির কারণ তাহার মতে তিন প্রাকার ক্রণিক মায়াজম। আধুনিক চিকিৎসা শাস্ত্রে যতপ্রকার প্রাচীন রোগ আছে ঐগুলি তিন প্রকারের মায়জমের একক বা সংমিশ্রণের ফল।
ধাতুগত কায়েকটিচ উপসর্গ ও ঔষধ
শিশুর শরীর শীঘ্র শীঘ্র বদ্ধিত হইতে থাকিলে- অ্যাসিড ফস।
শিশুর দেহ হইতে সহজে রস-রক্তাদি নি:সৃত হইলে-ফসফরাস
শিশুর চক্ষু-কর্ণ-নাসিকা বা শরীরের যে অংশ হইতে রক্ত স্রাব হইলে- ক্রেটেলাস
কোন পীড়াবশত: রোগী নিত্যন্ত শুস্ক ও শীর্ণ হইলে- আর্জ্জ নাইট্রিাম
কুঁজো হইয়া বসা ও কুঁজো হইয়া চলা প্রভৃতি লক্ষণে-সালফার
অবসাদজনক কোন পীড়ায় দীর্ঘকাল ভুগিয়া জীবনী শক্তি নিত্যন্ত হ্রাস পাইলে-কার্ব্বো ভেজ
শুস্ক, শীর্ণ ও ক্ষীণাঙ্গী বালকদের পক্ষে-অ্যালিউমিনা
শুস্ক, শীর্ণ ও ক্ষীণাঙ্গী বালিকাদের পক্ষে-সিকিলি
পুরাতন পীড়ায় ভুগিবার পর সহসা ঠাণ্ডা লাগিয়া পীড়িত হইয়া পড়িলে বা উদরাময় প্রকাশ পাইলে-অ্যাসিড নাইট্রিকাম
সোরা (কুচ্চু) ধাতুগ্রস্ত শিশুদিগের পক্ষে – সালফার প্রাধান ঔষধ।
উপদংশ ধাতুগ্রস্ত শিশুদিগের পক্ষে-মার্কসল প্রধান ঔষধ।
প্রমেহ ধাতুগ্রস্ত শিশুদিগের পক্ষে- থুজা প্রধান ঔষধ।
উপদংশগ্রস্ত ও মার্কিউরি (পাদর) অপব্যবহারকারী ব্যাক্তিদিগের শিশু সন্তানদের পীড়ায়- ক্যালি আয়োড বা অরাম

ঋতু পরিবর্ত্তনকালে শিশুরোগের বৃদ্ধি : ঝটিকার পূর্ব্বে শিশুর যে কোন রোগের বৃদ্ধি হইলে-রডোডেণ্ড্রণ ৩ শক্তি। ঠাণ্ডা আর্দ্র বায়ুতে বৃদ্ধি-হইলে-রাক্স টক্স 6 শক্তি, রোগী ঋতু পরিবর্ত্তন আদৌ পছন্দ করে না বা আর্দ্র ঝটিকায় রোগের বৃদ্ধি লক্ষণে- র‌্যানানকিউলাস বাল্ব 3 শক্তি। আর্দ্রোবায়ু বা বর্ষায় রোগের বৃদ্ধিতে-ডাল্কমারা 6 শক্তি, গ্রীস্মকালীন উদরাময়ে-আইরিস 6 শক্তি, ঝড়-বৃষ্টি দিনে রোগের বৃদ্ধি হইলে-জেল 3 শক্তি। বজ্রপাতের পূর্ব্বে রোগের বৃদ্ধি লক্ষণে-অ্যাগারিকাস 3 শক্তি। পাঁচড়া, হাঁপানি, ক্রিমি, হাম, বসন্ত প্রভৃতি রোগ জন্য।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev