হেলমিন্টোকর্টেজ
Helmintocortex
ডা: উইলিয়াম বরিক
স্যান্টেনিন (ক্রিমিরোগে সিনার চেয়ে ভাল ঔষধ সিনার সমলক্ষণ। দৃষ্টিবিভ্রম, সবকিছু হরিদ্রাবর্ণ দেখে, ভায়ালেট নং দেখিতে পায় না।, রংগুলি ঠিক চিনিতে পারে না। মুত্র-গাঢ় জাফরানের ন্যায় হলদে। আক্ষেপ ও হাত-পা মোচড়ান। পুরাতন পাকাশয়-অন্ত্রের রোগ। কখনও কখনও এক মাত্রা স্যান্টেনিনেই উপকার হয়। হেলমিন্টোকর্টেজ (অন্ত্রের ক্রিমিতে বিশেষ উপযোগী), বিশেষত: কেঁচো কিমিতে উপকারী।
সমাপ্ত
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।