বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শিশুর নাসিকায় ঘা

আরোগ্য হোমিও হল / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ন
শিশুর নাসিকার উপর পুঁজবটি

শিশুর নাসিকায় ঘা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য

শিশুর নাসিকায় ঘা : এক কথায় ঠাণ্ডা লাগিয়া নাকে ঘা হয়, ইহা কষ্টদায়ক সহজে সারে না। গ্রাইফাইটিস 6 শক্ত সেবন ও রাত্রে শয়কালে নাসারন্ধে অলিভ-অয়েল প্রয়োগ উপকারী। নাসারন্ধে ঘা, পুঁজবটি বা পচন আরম্ভ হইলে – ক্যালি বাই 6 শক্তি প্রযোজ্য। নাসারবন্ধের চতুদ্দিকে ছোট ছোট ঘা হইলে বা মামড়ি পড়িলে – নাইট্রিক অ্যাসিড 6-3০ শক্তি উপযোগী।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev