মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

কেন্ট ৩৮ (আর্থ্রাইটিস রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ২:২৭ অপরাহ্ন
কেন্ট ৩৮ (আর্থ্রাইটিস রোগে কার্যকর)

কেন্ট ৩৮ (আর্থ্রাইটিস রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তন।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

কেন্ট ৩৮ ঔষধের কার্যকারিতা : কেন্ট ৩৮ আর্থ্রাইটিস রোগে কার্যকরী।

কেন্ট ৩৮ ঔষধের ব্যবহার : গাউট, গাউটি স্বভাব, বেদনাদায়ক ফোলা জয়েন্ট, পেশী এবং জয়েন্টের শক্ত হওয়া, ইউরিক অ্যাসিড ডায়াথেসিস ইত্যাদিতে ব্যবহার করা হয়।

কেন্ট ৩৮ কম্বিনেশন ঔষধ প্রস্তুত।

১/ ব্রায়োনিয়া এলব (Bryonia Alb) D4

২/রাক্স টক্স (Rhus Toxicodendron) D4

৩/ কলোসিন্থিস (Colocynthis) D5

৪/ আর্নিকা মন্টেনা (Arnica Montana, radix) D6

৫/ কলচিকাম অটামনেল (Colchicum Autumnale) D6

৬/ ডালকামারা (Dulcamara) D6

৭/ লিডাম পাল (Ledum Palustre) D6

৮/ কষ্টিকাম (Causticum) D8

৯/ রানুনকুলাস বুলবসাস (Ranunculus Bulbosus) D6

১০/ বার্বেরিস ভালগেরিস (Berberis Vulgaris) D8

কেন্ট ৩৮ কম্বিনেশন ঔষধের লক্ষণ : জয়েন্টগুলি বেদনাদায়ক ফোলা, পেশী এবং জয়েন্টগুলির শক্ত, গাউট, এবং গাউটি স্বভাব, ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, ঠাণ্ডা ও ভেজা আবহাওয়ায় উপসর্গের বৃদ্ধি ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়ে থাকে।

কেন্ট ৩৮ সেবন বিধি :১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৩৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev