মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

কেন্ট ৫৪ (হেপাটাইটিস রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:০৭ পূর্বাহ্ন
কেন্ট ৫৪ (জন্ডিস রোগে কার্যকর)

কেন্ট ৫৪ (হেপাটাইটিস রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ৫৪ ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তত।

ব্যবহার : হেপাটাইটিস বা জন্ডিস রোগে চিকিৎসার কাজে ব্যবহার হয়ে থাকে।

কার্যকারিতা : গল ব্লাডারের বাধা, হেপাটাইটিস , পেটে বড় হলুদ দাগ, লিভার বড়, মুখ হলুদ, রিচিং এবং বমি, মল মাটির রঙের এবং পেস্টি ইত্যাদিতে ব্যবহার হয়।

কেন্ট ৫৪ ঔষধ মিশ্রণ :

১/ বিটা ভালগারিস (Beta vulgaris) D2

২/ কার্ডাস মারিয়ানাস (Cardus marianus) D2

৩/ চেলিডোনিয়াম সধল (Chelidonium maj) D2

৪/ হাইড্রাস্টিস ক্যানাডেনসিস (Hydrastis canadensis) D2

৫/ লাইকোপোডিয়াম ক্যালাভাটাম (Lycopodium calavatum) D2

৬/ পিটেলিয়া ট্রাইফোলিয়াটা (Ptetea trifloliata) D2

৭/ ফসফরাস (Phosphorus) D6

৮/ র‌্যাফানুম স্যাট (Raphanus sat) D3

৯/ ট্রেক্সাকাম অফ (Traxacum off) D2

১০/ উভা উর্সি (Uva ursi) D2

কেন্ট ৫৪ ঔষধের লক্ষণ :

করীরে ক্লান্তি বা দুর্বলতা। হেপাটাইটিস সি ক্ষুধা হ্রাস। ত্বক হলুদ, চোখ মুখ হলুদ ভাব। বমি বমি ভাব, লিভার বর্ধিত হওয়া। এপিগাস্ট্রিয়ামে জ্বলা। মল পদার্থের বমি, Retching এবং বমি, তীব্র আকারে হেপাটাইটিস। ফ্যাটি অবক্ষয় জন্ডিস। পেটে বড়  হলুদ দাগ দেখা যায়। যকৃতের বৃদ্ধি করণে হজমের দুর্বলতা। হেপাটিক রোগের কারণে ড্রপসি, জায়ফল যকৃতের একটি এট্রোফিক ফর্ম। ডান থেকে বাম দিকে তলপেট জুড়ে ব্যথা করে। হেপাটিক এবং পিত্তথলির বাধা। মল মাটির রঙের এবং পেস্টি ইত্যাদি।

কেন্ট ৫৪ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৫৪ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev