বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

কেন্ট ৫৭ (অস্টিও আর্থ্রাইটিসে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন
কেন্ট ৫৭  (অস্টিও আর্থ্রাইটিসে কার্যকর)

কেন্ট ৫৭  (অস্টিও আর্থ্রাইটিসে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ৫৭ ঔষধের কার্যকারীতা : অক্সিপিটাল ব্যথা, জয়েন্ট এবং হাড়ের ব্যথা, নিতম্বের জয়েন্টে ব্যথা, হাঁটু শক্ত হয়ে যাওয়া ইত্যাদিতে কার্যকর।

কেন্ট ৫৭ ঔষধের ব্যবহার : কেন্ট ৫৭ অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য ব্যাবহার হয়ে থাকে।

১/ আসফোডিটা(Asafoedita) D4

২/ অ্যারেনিয়াস ডায়াডেমেটাস (Araneus diadematus) D6

৩/ ক্যালসিয়াম ফসফরিকাম (Calcium phosphoricum) D6

৪/ হেকলা লাভা (Hekla lava) D6

৫/ কালি আইওডি (Kali iod) D4

৬/ মার্কারিউস প্ৰেচিপিতাতুস রুবের (Mercurius praecipitaus ru) D9

৭/ ন্যাট সালফিরিকাম (Nat sulfiricum) D4

৮/ স্টিলিং সিল্ভাটিকা (sylvatica) D4

কেন্ট ৫৭ ঔষধের লক্ষণ : হাড়ের শেষ অংশে তরুণাস্থি ভেঙে যাওয়া। ক্যালসিয়াম বিপাকের ব্যাঘাত। ভেঙে যাওয়া হাড় ও জয়েন্টের প্রদাহ। অস্টিওআর্থারাইটিস। হাত-পায়ে ও ঠোঁট ব্যথা। মেরুদণ্ডে ব্যথা, হাড় শক্ত হয়ে যাওয়ায় মাঝে মাঝে ফুলে যায়। জয়েন্টের বিকৃতি (অস্টিওআর্থারাইটিসের পরবর্তী পর্যায়ে)। জয়েন্ট ক্র্যাকিং, প্রায়ই ব্যথা দ্বারা অনুষঙ্গী।

এছাড়াও হাড়ের গভীর আলসারেশন ক্যারিস। তীব্র যন্ত্রণা, হাতের হাড়ে ব্যথার সহিত ফোলার অনুভূতি। ক্র্যানিয়াল হাড় নরম ও পাতলা। একটা ঠান্ডা অসাড় অনুভূতি সঙ্গে কঠোরতা এবং ব্যথা, জয়েন্ট এবং হাড়ের ব্যথা। অক্সিপিটাল হাড়ে ব্যথা, নিতম্বের জয়েন্টে ব্যথা, হাঁটু শক্ত হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়।
অক্সিপিটাল ব্যথা, জয়েন্ট এবং হাড়ের ব্যথা, নিতম্বের জয়েন্টে ব্যথা, হাঁটু শক্ত হয়ে যাওয়া।

কেন্ট ৫৭ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট  ৫৭ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev