বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

পেঁচোয় পাওয়া, বাতাস লাগা বা শিশুর-ধনষ্টঙ্কা

আরোগ্য হোমিও হল / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

পোঁচোয় পাওয়া, বাতাস লাগা বা শিশুর-ধনষ্টঙ্কা

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচায্য

পোঁচোয় পাওয়া, বাতাস লাগা বা শিশুর-ধনষ্টঙ্কার : ভুমিষ্ট হইবার পর কখনও কখনও শিশুর এই ভয়ঙ্কর রোগ হইয়া থাকে। প্রথমে শিশু মায়ের দুগ্ধ টাটিতে পারে না, ঘাড় শক্ত হয়, চোয়াল দুটি ধরিয়া যায় এবং ক্রমে ফিট বা অক্ষেপ উপস্থিত হইয়া মুখ ও দেহ রক্তবর্ণ, ঠোঁট নীলবর্ণ ও হাত মুষ্টিবদ্ধ হয়, কথনও কখনও গাত্রতাপ ২০৫-১০৬ ডিগ্রী হয়, হাত পায়ের টান ধরিয়া পিঠ ও চোয়াল বাঁকিয়া যায় এবং মুখ দিয়া ফেনা উঠে ও অবশেষে মৃত্যু ঘটে। কেহ কেহ এই রোগকে “পোঁচোয় পাওয়া” বলে। আঘাত লাগা, নাড়ী কাটার দোষ বা নাভিতে ঘা হওয়াহেতু শিশুদেহে ধনুষ্টঙ্কারের জীবণু প্রবেশ করিলে, এই রোগ জন্মে।

 

এই রোগের পূর্ব্বে ঠাণ্ডা লাগার ইতিহাস থাকিলে এবং জ্বরভাব, অনবরত রোদন ও অস্থিরতা প্রভৃতি লক্ষণে- অ্যাকোনাইট 3 শক্তি। তড়কা কাঁপনি এবং চোয়াল এপাশ-ওপাশ নাড়িতে থাকা লক্ষণে জেলসিমিনাম 3 শক্তি। বেলেডোনা 6 ইহার উৎকৃষ্ঠ ঔষধ (নাভির প্রদাহ হেতু)। ধনুষ্টঙ্কারে ক্যালেণ্ডুলা তৈলের পটী নাভির উপর প্রয়োগ উপকারী আঘাতজনিত ধনুষ্টঙ্কারে- অর্ণিকা 3x বা হাইপেরিকাম 3x শক্তি। নাক্স ভমিকা 3x বা ৩০ শক্তি, ষ্ট্রিকনিয়া 6x চুর্ণ, সিকিউটা 6, অ্যাসিড-হাইড্রো 3 সময় সময় প্রয়োজ হতে পারে। মাতার প্রচণ্ড শোক-ক্রোধাদি হেতু বিকৃত স্তনদুগ্ধ পান করিয়া শিশু রোগাক্রান্ত হইলে, শিশু এবং মাতা উভয়কেই ইগ্নেসিয়া 6 প্রযোগ করা বিধেয়। শিশুর শিরদাঁড়াতে তাপ বা শুস্ক সেঁক প্রয়োগ উপকারী।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev