শিশুর শরীরে ফোড়া
গ্রন্থি-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য
শিশুর শরীরে ফোড়া : অনেক সময় শিশুদের মাথায়, গলায়, কানের পশ্চাদ্ভগে বগলে এবং বাহু-সন্ধি ও কুঁচকি প্রভৃতিতে ফোড়া হইয়া থাকে। স্থলকায় শিশুদের ফোড়ায় – ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি। প্রায়ই ক্ষত (গ্রীস্মকালে অধিক), হইলে-কার্ব্বো ভেজ 3০ শক্তি, ক্ষতের পাশের্^ ক্ষুদ্র ক্ষুদ্র ফুস্কুড়ি চাপ চাপ হইয়া প্রকাশ পাইলে এবং তজ্জন্য শিশু সর্ব্বদাই ঘ্যান ঘ্যান করিলে – ক্যামোমিলা 6 শক্তি, কর্ণেও পশ্চাদ্ভাগে লালবর্ণের ক্ষত এবং তাহা হইতে আঠা-আঠা পূঁজ নির্গত হইলে – গ্র্যাফাইটিস ৬ শক্তি, দুর্গন্ধযুক্ত ক্ষত হইতে রক্ত নির্গত হইলে ও তৎসহ কোষ্ঠকাঠিন্য লক্ষণে – লাইকোপডিয়াম 3০ শক্তি, প্রথমে মাথায় দুই-একটি ফোড়া হইয়া পরে উহা হইতে রস ঝরিয়া মস্তকের অপরাপর অংশে ফোড়া হইলে – সালফার 3০, হিপার সালফার 3০ বা ক্যাল্লেরিয়া-কার্ব্ব 3০ প্রয়োজ্য। বহু ক্ষেত্রে – আর্ণিকা 3 প্রয়োগ উপকার হবে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।