মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

ফাইটোস্লিম ট্যাবলেট (মেদ ভূড়ি ও ওজন কামতে কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৬:০২ পূর্বাহ্ন
ফাইটোস্লিম ট্যাবলেট (মেদ ভূড়ি ও ওজন কামতে কার্যকরী)

Phytoslim Tab (ফাইটোস্লিম ট্যাবলেট)

মেদ ভূড়ি ও ওজন কামতে কার্যকরী

(Effective in reducing fat and weight)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক টেবলেট)।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : রোগী দিন দিন মোটা হতে থাকে। শরীরে কিম্বা তলপেটে অতিরিক্ত মেদ বৃদ্ধির পায় ও তার সঙ্গে  দেহের ওজন বৃদ্ধি পেলে ফাইটোস্লিম ট্যাবলেট ওজন কমাতে বিশেষ কার্যকরী। অতিরিক্ত চর্বি, মোটা থল থলে শরীর, অতিরিক্ত খাবার খাওয়া, ইহাছাড়া গ্রন্থি স্ফীতি ও পান্ডিক গলগন্ড রোগে নিরাময়ে অধিক ফলপ্রসু। অতিরিক্ত তলপেটে ভারি হওয়া ও ওজন কমাতে ফাইটোস্লিম ট্যাবলেট অতি কার্যকর।

সেবন বিধি : ১টা করে ট্যাবলেট দৈনিক সকাল-দুপুর-রাতে প্রতিদিন ৩ বার ঔষধ সেবন করবেন। কিছু উন্নতি হলে ঔষধের মাত্রা কম বেশি হতে পারে। শিশুদের জন্য ঔষধের মাত্রা সম্পন্ন চিকিৎকরে উপর নির্ভর করে করবে।

বিশেষ :দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। আরও ভালো ফলাফলের জন্য প্রয়োজনে এন -৫৯ সেবন করতে পারেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-১০১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev