বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

এন – ৫১ (থাইরয়েড হরমনের মাত্রারিক্ত বৃদ্ধিতে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন

এন – ৫১ থাইরয়েড হরমনের মাত্রারিক্ত বৃদ্ধিতে কার্যকর

Iodium N – 51 (is effective in thyroid hormone overgrowth problems)

প্রস্তুতকারি : আল নূর মেডিকা (প্রা:) লি: লাহোর পাকিস্তান।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

কার্যকারিতা : কোন রোগীর মাত্রারিক্ত হরমন বৃদ্ধি পায় সে ক্ষেত্রে এন – ৫১ ঔষধ ব্যবহার হয়। থাইরোয়েড (আইরোটক্সিকোসিস) গণগ্রন্থির অতিরিক্ত কায্যের ফলে উদ্ভুত এক প্রকার সাংঘাতিক রোগ বিশেষ।

নির্দেশনা : ঔষধের কিছু সাধরণ লক্ষণ সাময়িক উপশমের জন্য হোমিওপ্যাথিক ঔষধের সাহায্য করে হাইপার থাইরডিজম, বুক ধড়ফড় করা, ক্ষধাধিক্য, ওজন হ্রাস, তৈলাক্ত ত্বক এবং ঘাম ইত্যাদিতে কার্যকরী।

সেবন বিধি : তরুণ রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পরিমাণমত পানিতে মিশিয়ে এক ঘন্টা পর পর সেবন করতে হবে। তার পর কিছু উন্নতি হলে ২ ঘন্টা পর সেবন করতে হবে। আরও কিছুটা উন্নতি হলে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য। পুরাতন রোগের ক্ষেত্রে ১০ ফোঁটা ঔষধ একঢোক পানিতে মিশিয়ে ২ থেকে ৩ বার সেবন খাবার ১৫ মিনিট আগে অথবা খাবার ১৫ মিনিট পরে ঔষধ সেবন করুণ।

বিশেষ:দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বিশেষ সতর্কতা : বিশেষ করে গর্ভবতী মহিলারা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : এন-৫১ ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev