নিম ব্যবহারে উপকারিতা
সাধারণত নিম খুব পরিচিত একটা নাম। এ নিম গাছে রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ। নিম গাছের ছাল, পাতা, বীজ সবই ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
নিম পাতা : চোখের রোগ, রক্তাক্ত নাক, কৃমি, পেট খারাপ, খিদে কমে যাওয়া, ত্বকের আলসার, হৃদপিণ্ড, রক্তনালীর রোগ, জ্বর, ডায়াবিটিস, মাড়ির সমস্যা এবং জন্ডিস সমস্য কুষ্ঠ ব্যাধি, উকুননাশক,
সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। নিম পাতা গরম পানিতে করে গসল করলে চর্মরোগের উপর হয়।
নিম গাছের ছাল : ম্যালেরিয়া, পেট এবং অন্ত্রের আলসার, ব্যথা, জ্বর এবং চর্মরোগ, পোকামাকড়ের কামড়ের ব্যথা চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
নিম ফুল : কফজনিত বুকের ব্যথা দুর করে,কফ নিয়ন্ত্রণে, পিত্ত কমাতে এবং অন্ত্রের কৃমির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
নিম ফল : কৃমি, অর্শ্বরোগ, মূত্রনালীর রোগ, রক্তাক্ত নাক, কফ, চোখের রোগ, ডায়াবেটিস, ক্ষত এবং কুষ্ঠ রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
নিমের ডাল : টুথব্রাশের বদলে আবার কেউ কেউ নিম ডাল দিয়ে দাঁত মাজেন। তবে এই অভ্যাস সব সময় ভাল নয়। নিমের ডালগুেিত অনেক সময় ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তবে নিম ব্যবহারে দাত মজবুত করে।
নিমের বীজ ও তেল : কুষ্ঠ এবং অন্ত্রের কৃমির সমস্যা নিরাময়ে নিমের বীজ ও তার তেল ব্যবহৃত হয়। নির্দিষ্ট পরিমাণে নিমের ব্যবহার প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিদের জন্য নিরাপদ। প্রয়োজনের অতিরিক্ত নিম সেবনে কিডনি ও লিভারের পক্ষে ক্ষতি হতে পারে।
নিম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও সক্রিয় করে তুলে এর ফলে স্ব-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগের লক্ষ্মণ বৃদ্ধি পেতে পারে। এমন রোগের লক্ষ্মণ দেহে থাকলে নিম এড়িয়ে চলুন। সুত্র- এবিপি আনন্দ।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।