শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

ইনসুলিনাম ১০X

আরোগ্য হোমিও হল / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৬:১০ পূর্বাহ্ন

ইনসুলিনাম ১০X
Insulinum 10X

ক্যাটাগরি : হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুত কারী : জারমানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ইনসুলিনাম ১০X ঔষধ অগ্ন্যাশয় থেকে একটি সক্রিয় নীতি যা চিনি বিপাক করতে সাহায্য করে।

ইনসুলিনাম ১০X ঔষধের ব্যবহার : ইনসুলিনাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে জন্য  অত্যান্ত কার্যকরী।  ব্রণ,  ত্বক, একজিমা, চুলকানি, কার্বনকল, এরিথেমা লক্ষণে ব্যবহার করা হয। এছাড়াও ফোঁড়া দূর করতে এবং ভেরিকোজ আলসারেশন উপশম করতে সহায্য করে।

ইনসুলিনামের ১০X ঔষধের সাধারণ লক্ষণ : অতিরিক্ত প্রস্রাব, ঘন ঘন প্রস্রাবের সাথে সম্পর্কিত ত্বকের লক্ষণগুলি ইনসুলিনাম নেওয়ার পরেও উপকৃত হতে পারে।

ইনসুলিনামের ১০X ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণ : ইনসুলিনাম ১০X ঔষধ শরীরে রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে যাহার ফলে প্রস্রাব শর্করামুক্ত থাকে। এটি কার্বোহাইড্রেট ও অক্সিডাইজ করার হারানো ক্ষমতা পুনরুদ্ধার করে। আবার লিভারে গ্লাইকোজেন সঞ্চয় করতে কাজ করে। এটি চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রস্রাবে চিনির নিঃসরণ কমাতে সাহায্য করে।

ইনসুলিনামের ১০X ঔষধ সেবন বিধি : ট্যাবলেটগুলি মুখে রাখুন এবং তাদের জিহ্বার নীচে দ্রবীভূত করতে দিন। প্রাপ্তবয়স্করা ও কিশোর-কিশোরীরা (১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী) ২টি ট্যাবলেট, প্রতিদিন সাকাল- রাত (দুইবার) অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে। লক্ষণগুলির উন্নতির সাথে সাথে ডোজ কম করুন। যদি ঔষধ সেবন করেও উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

ইনসুলিনামের ১০X ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া : অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক বা অন্যান্য ঔষধ থাকলেও হোমিওপ্যাথিক ট্যাবলেটগুলি সেবন করা নিরাপদ। হোমিওপ্যাথিক ওষুধগুলি অন্যান্য ওষুধের ক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এটি নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ইনসুলিনামের ১০X ঔষধের সতর্কতা : আপনি যখন ওষুধ খান তখন খাবারের ১৫ মিনিট আগে বা ১৫ মিনিটের পরে ঔষধ খাওয়া উত্তম।

বিশেষ দ্রষ্টব্য :ইনসুলিনামের ১০X ঔষধ গর্ভবতী বা বুকের দুধ বাচ্চা থাকলে ঔষধ খাওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসককে পরামর্শে সেবন করুন। তবে যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বাধা নিষেধ : ওষুধ খাওয়ার সময় তামাক খাওয়া বা অ্যালকোহল পান করা ঠিক নয়।

ইনসুলিনামের ১০X ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev