শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

রাউলফিয়া সার্পেন্টিনা ১X

আরোগ্য হোমিও হল / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১:০৭ অপরাহ্ন

রাউলফিয়া সার্পেন্টিনা ১X
Rauwolfia Serpentina 1X

এসবিএল ইন্ডিয়া স্ট্যানাম মেটালিকাম।

ক্যাটাগরি : উইলমার শোয়াবে ইন্ডিয়ারাউলফিয়া সার্পেন্টিনা ১X

রাউলফিয়া সার্পেন্টিনা ১X ঔষধ প্রস্তুত প্রণালী : সম্পন্ন জারমানী হোমিওপ্যাথিক ফার্মোকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X এর কার্যকারিতা : রক্তচাপের সাথে সম্পর্কিত লক্ষণ যেমন – অনিয়মিত হৃদপিণ্ড স্পন্দন, মানসিক উত্তেজনা বৃদ্ধি। কান্নাকাটি, দৌড়াদৌড়ি, প্রহার এবং নিদ্রাহীনতা ও বিভিন্ন ধরণের মানসিক ব্যাধির চিকিৎসায় ব্যবহার হয়।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X এর সাধারণ লক্ষণ : বিভ্রান্তি, কানের আওয়াজ বা গুঞ্জন, ক্লান্তি, অ-নির্দিষ্ট মাথাব্যথা। চোখের দৃষ্টি ঝাপসা, কান স্পর্শ করার জন্য তাপের অনুভূতি। নাক বন্ধ এবং শুষ্কতা, খোলা বাতাসে হাঁচি ইত্যাদি। এছাড়াও ছত্রাকের সংক্রমণ এবং কৃমির উপদ্রবের জন্যও ব্যবহৃত হয়।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X এর গুরুত্বপূর্ণ নির্দেশিত লক্ষণ : অনিয়মিত হৃদস্পন্দন, নাক দিয়ে রক্ত পড়া এবং দৃষ্টি পরিবর্তন, বিরক্তি ও অস্থিরতা। রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও রিসারপাইন ধমনীর দেয়াল থেকে নোরাড্রেনালিনের ভাণ্ডারকে সরিয়ে দিয়ে রক্তনালীগুলিকে শিথিল করে যা রক্ত প্রবাহকে আরও সহজে হৃদস্পন্দনকে ধীর করে তোলে যার ফলে রক্তচাপ হ্রাস পায়। এটি ঘুম ঔষধ হিসাবে ব্যবহার হয়।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X ঔষধ সেবন বিধি : ট্যাবলেটগুলি মুখে রাখুন এবং তাদের জিহ্বার নীচে দ্রবীভূত করতে দিন। প্রাপ্তবয়স্করা ও কিশোর-কিশোরীরা (১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী) ২টি ট্যাবলেট, প্রতিদিন সাকাল- রাত (দুইবার) অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে। লক্ষণগুলির উন্নতির সাথে সাথে ডোজ কম করুন। যদি ঔষধ সেবন করেও উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X ঔষধের এর পার্শ্বপ্রতিক্রিয়া : অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক বা অন্যান্য ঔষধ থাকলেও হোমিওপ্যাথিক ট্যাবলেটগুলি সেবন করা নিরাপদ। হোমিওপ্যাথিক ওষুধগুলি অন্যান্য ওষুধের ক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এটি নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X  ঔষধের সতর্কতা : আপনি যখন ওষুধ খান তখন খাবারের ১৫ মিনিট আগে বা ১৫ মিনিটের পরে ঔষধ খাওয়া উত্তম।

বিষেশ দ্রষ্টব্য : গর্ভবতী বা বুকের দুধ বাচ্চা থাকলে ঔষধ খাওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসককে পরামর্শে সেবন করুন। তবে যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বাধা নিষেধ : ওষুধ খাওয়ার সময় তামাক খাওয়া বা অ্যালকোহল পান করা ঠিক নয়।

রাউলফিয়া সার্পেন্টিনা ১X ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev