রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

ষ্ট্রোফেন্থাস হিস্পিডাস 6x

আরোগ্য হোমিও হল / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন

ষ্ট্রোফেন্থাস হিস্পিডাস

(Strophanthus Hispidus)
চলতি নাম কম্বি-সীড

(Kombe-Seed)

ডা: উলিয়াম বরিক

ষ্ট্রোফেন্থাস পেসীল পক্ষে একটি বিষ, যাবতীয় রেখান্বিত পেশীর সঙ্কোচনশক্তি বৃদ্ধি করে। হৃৎপিণ্ডের উপর ক্রিয়া করে-সঙ্কোচন ক্রিয়া বৃদ্ধি করে। দ্রুত স্পন্দন হ্রাস করে। হৃৎক্রিয়া সতেজ করিতে এবং শোথজ রস সঞ্চয় দমন করিতে ব্যবহৃত হয়। হৃৎপিণ্ডের বৃদ্ধি লক্ষণ থাকিলে অল্প মাত্রায় ব্যবহার্য। হৃৎপিণ্ডের উদ্গীর ক্রিয়ার ব্যাঘাত রোগে, শোথ এবং স্ফীতি দেখা দিলে (ডিজি)। ষ্ট্রোফেন্থাস পাকাশয়ের যাতনা ঘটায় না, ইহার পুন:পুন: প্রয়োগে কোন সংগ্রাহক ক্রিয়া দেখা দেয় না। অধিক প্রস্রাব উৎপন্ন করে এবং ধমনীর সঙ্কোচন-প্রসারণ ক্রিয়ার উপর ক্রিয়া উপর ক্রিয়া করে না বলিয়া বৃদ্ধগণের ক্ষেত্রে নির্বয়ে ব্যবহার করা চলে। নিউমোনিয়া রোগ, অস্ত্রোপাচারের পর রক্তস্রাবহেতু ভীষণ অবসাদ দেখা দিলে এবং সাংঘাতিক তরুণ পীড়ায় ব্যবহার্য। ধমনীর স্থুলত্ব প্রাপ্তি। বৃদ্ধ ব্যাক্তিদের দমনীর দৃঢ়তা। ভঙ্গুর তন্তসমুহকে সজীব করে, বিশেষত: হৃৎপিণ্ডের পেশী ও কপাটিকা সমুহের। মেদ সঞ্চয়জনিত হৃৎকপাটিকার ক্রিয়ার অসম্পুণতা দেখা দিলে বিশেষ উপকারী। আমবাত। হৃৎস্পন্দন ও শ্বাসকষ্টসহ রক্তশূন্যতা গলগণ্ড। মোটা থলথলে পক্ষে বিশেষ উপকারী।

মস্তক : সঙ্খাস্থিতে বেদনা, তৎসহ দ্বিত্বদৃষ্টি অস্পষ্ট দৃষ্টি । চক্ষুদ্বয় চকচকে মুখমণ্ডল উজ্জল। বৃদ্ধদের শির:ঘুর্মন।

পাকস্থলী : বিবামিথা, তৎসহ সুরার প্রতি বিশেষ বিরাগ সুতারাং মাঝে মাঝে অত্যাধিক মাতাল হইয়া পড়া রোগে উপযোগী। মুল অরিষ্ট ৭ ফোটা মাত্রায় ব্যবহার্য।

মুত্রযন্ত্র : অধিক মুত্রপাত, স্বল্প গণ্ডমালা মুত্র।

স্ত্রী-জনেনন্দ্রিয় : অতিরজ, জরায়ুর রক্তস্রাব, জরায়ুতে অত্যাধিক রক্ত সঞ্চয়। রজ:নিবৃত্তিকালে উরুদেশ ও নিতম্বে কামড়ানি ব্যথা।

শ্বাসযন্ত্র : শ্বাসকৃচ্ছতা, বিশেষত: উদরে উঠিবার কালে ফুসফস রক্তপূর্ণ। ফুসফসের স্ফীতি। বায়ুনলী ও হৃৎপিণ্ড সংক্রান্ত হাঁপানি।

হৃৎপিণ্ড : নাড়ী শ্রুত। শৈশিক দুর্বলাতা এবং অসম্পুর্ণ ক্রিয়াহেতু হৃৎস্পন্দন ক্ষীণ, শ্রুত ও অনিয়মিত। হৃৎপিণ্ডের বেদনা।

চর্ম : আমবাত, বিমেষত: পুরাতন আমবাত।

হস্ত-পাদাদি : স্ফীত, শোথযুক্ত। সর্বঙ্গীণ শোথ।

সম্ভন্ধ : তুলনীয়-ডিজিলেলিস (কিন্ত ডিজিটেলিস ষ্ট্রেফেন্থাস অপেক্ষা ধীল (ক্রিয়াশীল), ফস এসিড (দুর্বলতা হৃৎপিণ্ড, অনিয়মিত নাড়ী, হৃৎপিণ্ড স্থানে ফড় ফড় শব্দ, নিদ্রার মধ্যে বুক ধড়ফড়ানি মুর্ছাভাব)।

মাত্রা : মুল অরিষ্ট এবং 6x শক্তি। অতি মারাত্নক অবস্থায় মুল অরিষ্ট ৫ হইতে ১০ ফোঁটা মাত্রায় দিনে ৩ বার ।

সম্পাপ্ত

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev