শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

টিটানিয়াম ৩x (যৌন অক্ষমতায় কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

টিটানিয়াম ৩x

Titanium 3x

উপাদান : টিটানিয়াম ধাতু।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা :  ব্রাইটস ডিজিজ, একজিমা, নাকের স্রাব, নাকের ঝিল্লীপ্রদাহ, টি,বি, চর্মরোগ, চোখের  অসম্পূর্ণ দৃষ্টি অর্থাৎ খাড়া ভাবে অর্ধ্বদৃষ্টি রোগ। শারীরিক ও মানসিক দূর্বলতা, দুর্বলতার করণে শিরোঘূর্নন, মুখমন্ডলের দ্রুত ক্ষয়কারী ক্ষতসমূহ, যৌন শক্তির দুর্বল এবং সেই সঙ্গে সঙ্গমকালীন অতি শীঘ্র ও অতিরিক্ত বীর্য্য ঙ্খলন হয়, হস্তমৈথুনের কুফলের কারণে ধ্বজভঙ্গ, যৌন অক্ষমতা এ সকল লক্ষণে টিটানিয়াম অব্যর্থ ফল লাভ করা যায়।

 

পার্শ্বপ্রতিক্রিয়া : টিটানিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : টিটানিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ইউরেনিয়াম নাইট টিটানিয়াম ৩x : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন  (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

এ জাতীয় জানতে ক্লিক করুণ মুগাল্লিয (বীর্য্য গাঢ়কারক, যৌনশক্তিবর্ধক)

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

টিটানিয়াম ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev