নাক্স ভমিকা Q
Nux Vomica Q
ক্যাটাগরি : বাংলাদেশ।
প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
উপাদান : নাক্স ভমিকা ও অন্যান্য সহযোগী উপদানে প্রস্তুত।
কার্যকারিতা : নাক্স ভমিকা অজীর্ন, বদহজম ও কোষ্ঠকাঠিন্যসহ পেটের যাবতীয় পীড়ায় অত্যান্ত ফলপ্রদ। বিশেষ করে পেট ফাঁপা, গ্যাসের কারণে পেট ব্যথা, বুক জ্বালা করে, বদহজম, উদরাময়, সাধারণ ও পুরাতন আমাশয় এবং রক্ত আমাশয়, কোষ্ঠবদ্ধতা, অবিরাম জ্বর, কাশি, বাত অনিদ্রা ইত্যাদি রোগেও ব্যবহার করা যায়।
ক্রিয়া স্থল : মেরুদণ্ড ও মস্তিকের নিন্মস্থ স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্র।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা ১ চ-চামচ, শিশুরা ১/২ চা-চামচ ঔষধ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের দির্দেশে সেবন করুন।
পার্শ্বপ্রতিক্রিয়া : নাক্স ভমিকা সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সর্তকতা : শুস্ক ও শীতল স্থানে শিশুদের নাগলের বাহিরে রাখুন। খাবার পূর্বে ঝাঁকিয়ে নিন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।