বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

কালোমেঘ

আরোগ্য হোমিও হল / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:৫২ পূর্বাহ্ন

কালোমেঘ
Kalomegh
মুখে সেব্য ঔধধ হোমিওপ্যাথিক ঔষধ।

ক্যাটাগরি : বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : বাংলাদেশ ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

পরিচিতি : কালমেঘ এর বৈজ্ঞানিক নাম এন্ড্রোগ্রাফিস প্যানিকুলেটা। নেপাল, বাংলাদেশসহ উপমহাদেশের সর্বত্র ইহা পাওয়া যায়।

উপাদন : কাল মেঘ ও অন্যান্য সহযোগী উপাদন।

ক্রিয়া স্থল : যকৃত বা লিভারের উপর বিশেষ ক্রিয়া।

সক্রিয় অংশ :Andrographolid, Kalmeghin, Ditepenoix lactones, Deoxy-andrographolide.

কার্যকারিতা : কালমেঘ বেশীর ভাগ মিশুদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। জ্বর, অজীর্ণ, কোষ্ঠবদ্ধ, অর্শ, ম্যালেলিয়া, অশ্লশুল, গ্যাস্ট্রিক, বদহজম, পিত্তশুল, প্লীহা-লিভারবৃদ্ধি, শিশুদের লিভারের ক্রটি ও নিস্ক্রীয়তা, ন্যাবা বা জন্ডিস, যকৃতের পীড়া, পেটের পীড়া, ক্রিমি, রুচিহীনতা, পেটফাঁপাসহ প্লীহার বৈকল্যজনিত জ্বরে ও অন্যান্য লক্ষণে কার্যকর। ইহা ছাড়াও বিশেষ ভাবে কৃমি নাশক, আম ও বায়-পিত্তনাশক হিসাবে ইহা অত্যান্ত কার্যকর। ইহা উৎকৃষ্ট রক্ত পরিস্কারক, শিশুদের বলদায়ক, রক্তবর্ধক।

 

রোগ লক্ষণ : অরুচি, রোগী নিরাশায় ভোগে, অস্থিরভাব, সহজেই রেগে যায়, মেজাজ খিটখিটে থাকে এবং কথা বলতে বা কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে।

পার্শ্ব প্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবনবিধি : শিশুদের ১ থেকে ২ ফোঁটা অপ্রাপ্ত বয়স্ক ৩ থেকে ৫ ফোঁটা প্রাপ্তবয়স্কদের ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ পানিসহ দিনে ২ বার আহারের পূর্বে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতকর্তা : আলো থেকে শীতল ও শুস্কস্থানে, শিশুদের থেকে দুরে রাখুন। সেবনে পূর্বে ঝাঁকিয়ে নিন।

 

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev